কিছু কথা - Kicu kotha

কিছু কথা - Kicu kotha লেখক

05/06/2025

এইবার ঈদে কাকে বলবে 'ঈদ মোবারক'?
গত বছরও তো আমরা একসাথে ঈদ কাটিয়েছিলাম।
এইবার কতটা দূরে... নেই কোনো যোগাযোগ।
দেখা হয় ঠিকই, কিন্তু দূর থেকে।
কথাও হয়, তবে কেমন যেন আনমনা...
কতটা দূরে চলে গেছি আমরা— কে জানে!

যাক, তুমি না বললেও পারো,
কিন্তু আমি তো তোমার মতো না।
তাই আজও সাহস করে বলছি—
ঈদ মোবারক, জান...

03/06/2025

(তোমার গন্ধ নেই, কিন্তু স্মৃতি আছে)

তোমার গন্ধ নেই আর আমার জামার ভাঁজে,
কিন্তু স্মৃতি রয়ে গেছে বুকের গভীরে,
তোমার নাম লেখা নেই কাগজে,
তবু কলম থেমে যায়, যখন তোমাকে ছুঁতে চায়।

03/06/2025

(অন্তহীন অপেক্ষা)

তুমি আসবে—এই আশায় দিন কাটে, রাত পোহায়,
জানি, তুমি ফিরবে না, তবুও অপেক্ষা থামে না।
এ হৃদয় জানে না ভুলতে,
সে তো ভালোবেসেছিল চিরদিনের জন্য।

03/06/2025

(মেঘে ঢাকা তুমি)

মেঘেরা আজও জানে না—তোমার মতো করে ভালোবাসা যায়,
তারা শুধু ঝরে পড়ে, তুমি তো থেকে গেলে চিরদিনের মতো আমার ভেতরে।
তোমার নামে কান্না লুকিয়ে রাখি বৃষ্টির ফোঁটায়,
যেন কেউ না জানে—আজও তুমি কতটা আমার।

03/06/2025

(যে শূন্যতা নামেই তোমার)

তোমার না-থাকা এক অনন্ত শূন্যতা,
যা প্রতিদিন গিলে খায় আমার ভেতরের আলো।
হাসতে পারি, কথা বলি, চলি, ফিরি—
কিন্তু আমি আর আমি নেই,
তুমি চলে যাওয়ার দিনেই সব কিছু হারিয়ে গেছে।

03/06/2025

(তুমি নেই, তবু আছো)

তুমি নেই—এই সত্যটা মানতে পারি না আজো,
প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমারই খোঁজ।
ঘুম ভাঙে, মনে হয় ডেকে উঠবে এখনি—
কিন্তু ঘরটা নীরব, হৃদয়টা শুন্যতায় ভরা।

চলে যাওয়া কি আসলেই চিরবিদায়?
তুমি তো আছো—এই চোখের কোণে,
ভাঙা স্বপ্নের একেকটি রঙে।

03/06/2025

(একটি চিঠি, পাঠানো হয়নি)

আজও লিখি তোমার নামে একটি চিঠি,
পাঠাই না আর—পাছে তুমি না পড়ো!
তোমার না-থাকার মধ্যে কী অদ্ভুত উপস্থিতি,
তুমি নেই, কিন্তু সবখানে তুমি—

03/06/2025

(তোমার স্মৃতির পাশে)

প্রতিটি ভোরে তোমার নাম খুঁজে ফিরি,
জানালার কাঁচে জমে ওঠে নীরব তরির ছবি।
চা-র কাপ, পায়ের শব্দ, হারানো হাসির রেশ—
সব কিছুতে তুমি, তুমি, তুমি,
তবু কোথাও নেই স্পর্শের অবশেষ।

03/06/2025

(চিরবিদায়)

চলে গেলে তুমি, রেখে গেলে ব্যথা,
এই হৃদয়টা কাঁদে—চায় তোমার কথা।
সময় থেমে গেছে, থেমেছে আলো,
তোমায় ছাড়া আর কিছুই তো ভালো না।

মৃত্যু কি এত শক্তি পায়—ভালোবাসা কেড়ে নেয়?
তবু আমার মনের ভেতর, তুমি আছো চিরদিন, স্নেহের আবেশে।

03/06/2025

(তুমি ছিলে আলো)

তুমি ছিলে আলো আমার অন্ধ রাতের,
নির্ভরতার ছায়া ছিলে নিঃশব্দ কথা।
আজ যে নিঃশব্দতাই দুঃখের গান গায়,
তোমায় ছাড়া এ জীবন কেমন ফাঁকা ফাঁকা।

মুছে যাওয়া মুখ, তবু চোখে রয় ভেসে,
চোখ বুঝলেই দেখি—তুমি হাসো মেঘের বেশে।
যেখানে থাকো, থেকো ভালো কেবল,
ভুলে থেকো না—তুমি আজো আমার সব।

03/06/2025

🌙 ["কল্পনার তুমি"]
(মৃদুল ইসলাম রাহাত)

তুমি তো এমন ছিলে না,
চোখে ছিল স্বপ্নের ঝিলিক, মনে ছিল আলো।
জানি না, কেন আজ এত বদলে গেলে—
এটা কি তোমার বদলে যাওয়া?
নাকি শুধু বাস্তবতার ছায়া-পড়া আলো?

আজও দেখি তোমায় সপ্নের দেশে,
রাত পোহালেও তুমি থাকো, পাশে...
হাসো, কথা বলো, আগের মতোই চেনা,
কিন্তু জেগে উঠলেই বুঝি—
সপ্ন তো আর হয় না সত্যির সেরা।

তবু মন মানে না,
হৃদয় খোঁজে সেই পুরনো ঠিকানা।
বাস্তবে যদি তুমি না-ই হও আমার,
কল্পনায় না হয় থেকো শুধু আমার।
এই হৃদয়েই গাঁথা থাকবে তুমি,
হয়তো একা, তবুও চিরন্তন– "আমার তুমি"।

🥺❤️‍🩹

27/04/2025

গরমে সব ভুলে গেছি শুধু মনে আছে, আমি অবিবাহিত।!🌚🥲

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when কিছু কথা - Kicu kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কিছু কথা - Kicu kotha:

Share