ঠেলাযোগ

ঠেলাযোগ Just for Entertainment.

গামিনির বদলে আসা টনি হেমিং এর সঙ্গে বিসিবির চুক্তি অনুযায়ী তিনি মাসে প্রায় ৯,৭০,৭৬৩ টাকা বেতন, গুলশান-২ এ একটি ফ্ল্যাট, ...
13/08/2025

গামিনির বদলে আসা টনি হেমিং এর সঙ্গে বিসিবির চুক্তি অনুযায়ী তিনি মাসে প্রায় ৯,৭০,৭৬৩ টাকা বেতন, গুলশান-২ এ একটি ফ্ল্যাট, সার্বক্ষণিক গাড়ি, মাসিক ৩ হাজার টাকা মোবাইল বিল, বছরে ৩০ দিনের ছুটি এবং আকাশপথে যাতায়াতের জন্য ৫ হাজার ডলার পাবেন; পাশাপাশি চাকরি থেকে অব্যাহতি দিতে হলে অন্তত ৩০ দিন আগে জানাতে হবে। সবই ঠিক আছে কিন্তু ৩০০০ টাকার মোবাইল বিলে কার লগে এত কথা কইবে এই ব্যাপারে "নাসির হোসাইন" আপত্তি জানাইছে। নাসির বলেন, এই পরিমান কথা কইতে ৮০ সিম লাগবে।

©রাসয়াত রহমান জিকো

🚨ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস লিগে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ! এইতো গত কয়েক দিন আগে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ...
13/08/2025

🚨ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস লিগে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ !
এইতো গত কয়েক দিন আগে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস টুর্নামেন্টের সবশেষ আসরে শিরোপা জিতলো এবিডি ভিলিয়ার্সের সাউথ আফ্রিকা।
এবারের টুর্নামেন্ট জিততে আগ্রহী বাংলাদেশ, তাই দ্রুত শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছেন ঠেলাযোগ ২.০

ভাইরাল সাবার জন্য আশির্বাদ হয় না!
13/08/2025

ভাইরাল সাবার জন্য আশির্বাদ হয় না!

'ভাইরাল' জিনিস টা সব সময় 'ভালো' টা নিয়ে আসে না..অনেক সময় 'বি-প-দ' ও ডেকে আনে...

এই ভদ্রলোক কে চিনবেন হয়তো..আপনার হোমপেইজে তার ভিডিও গিয়েছে হয়তো..তবুও পরিচয় করিয়ে দিচ্ছি..উনি ঢাকায় একটা ভাতের হোটেল চালায়..উনি অন্য সবার চেয়ে 'আলাদা' কারন উনার হোটেলে উনি ছাড়া আর কেউ না-ই..কোনো স্টাফ ও না-ই..মানুষজন উনার হোটেলে এসে নিজে নিজে ভাত,মাংস নেয়, আবার একটা ডিব্বার মধ্যে টাকা দিয়ে চলে যায়..কেউ টাকা কম দিয়েছে কিনা এইটাও চেক করার সুযোগ উনার থাকেনা কারন হোটেল উনি একাই চালায়..মানুষ কে বিশ্বাস করে টাকা রাখার দায়িত্ব টাও মানুষের উপরেই দিয়ে দিয়েছে..
একটা টিভি চ্যানেল উনাকে নিয়ে নিউজ করে..সেটা ভাইরাল হয়ে যায়..তারপর থেকে অন্য টিভি চ্যানেল..ইউটিউবার থেকে শুরু করে যতো ভিউখোর আছে..সবাই উনাকে নিয়ে ভিডিও বানানো শুরু করে..

বি-প-দ টা আসে তারপরেই..পুলিশ আইসা উনাকে বলে 'এই হোটেল ভে-ঙ্গে ফেলতে হবে..আশেপাশে আরো অনেক দোকান আছে কিন্তু পুলিশের ভাষ্যমতে অন্য কারো টা না, শুধু উনার টাই ভে-ঙ্গে ফেলতে হবে..কেউ কেউ এসে সম্ভবত চাঁদাও চায়..উনি এখন সন্ধ্যার পরে বাইরে থাকতে পারেনা, বাসায় চলে যায়..কারন কি জানেন..উনাকে গাড়িতে করে উঠাইয়া নিয়ে যাবে,এই ভ-য়ে..

এখন সারাদেশের ভালো মানুষ..খা-রা-প মানুষ সবাই উনাকে চিনে..উনি নিজের মতোই চুপচাপ ব্যবসা করতো..কাউকে বলেও না-ই উনাকে নিয়ে নিউজ করার জন্য..ভদ্রলোক কা-ন্না করতে করতে বলে 'আমি তো বলি নাই আমাকে নিয়ে এইসব বানানোর জন্য..আপনারা আমাকে মাফ করেন..আমি ভুলে কোনো কথা বললে তার জন্য ও মাফ করেন..আমার বউ আমাকে কথা শুনায় এখন..

উনার জীবনের 'শান্তি' টা শে-ষ..ব্যবসা টাও বোধহয় যাবে..'ভাইরাল' সবার জীবনে 'আশীর্বাদ' হয়ে আসে না 🙂

Some legend cricketer!
12/08/2025

Some legend cricketer!

রেকর্ড হোল্ডার নাজমুল হোসেন শান্ত ⚠️বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার আন্তর্জাতিক টি-টোয়েন্...
12/08/2025

রেকর্ড হোল্ডার নাজমুল হোসেন শান্ত ⚠️
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে একবারও 0️⃣ রানে আউট হয়নি!

ওস্তাদ আপনাদের ২ জনের জন্য কলাবাগান এর মাঠে আমরা রিটায়ার্মেন্ট ফেয়ারওয়েল এর আয়জন করবো। দয়া করে আপনারা DPL খেলেন। জাতীয় দ...
04/08/2025

ওস্তাদ আপনাদের ২ জনের জন্য কলাবাগান এর মাঠে আমরা রিটায়ার্মেন্ট ফেয়ারওয়েল এর আয়জন করবো। দয়া করে আপনারা DPL খেলেন। জাতীয় দলের আশে পাশেও আর আইসেন না। হ্যাপি রিটায়ার্মেন্ট লেজেন্ড। DPL আপনাদের আজীবন মনে রাখবে। নাইম কাকা তুই আর মাঠ ভাড়া করে টাকা নষ্ট করিস না। এর চেয়ে বসুন্ধরায় যাইয়া ওই টাকা দিয়ে গেইম খেল ভাই। টাকা গুলা নষ্ট করিস না আর মাঠ ভাড়া করে।

( এই ২ জন থেকে আমরা কি শিখলাম? DPL এর পার্ফামেন্স দেখে দল নির্বাচন করা মহাপাপ)

30/07/2025

বঙ্গবন্ধু জিয়াউর রহমানের সৈনিক! 😁

Machine Stard Successfully!  😄
28/07/2025

Machine Stard Successfully! 😄

23/07/2025

আহ্ আমরা! 😃🙏

ভিউ ব্যবসায়ী ক্রীড়া সাংবাদিকদের "পঞ্চ পান্ডব"এদের মত আর কেউ আসবে না!
23/07/2025

ভিউ ব্যবসায়ী ক্রীড়া সাংবাদিকদের "পঞ্চ পান্ডব"

এদের মত আর কেউ আসবে না!

হ
23/07/2025

বিশ্বকাপ জিতা শুধু সময়ের অপেক্ষা।

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল! ম্যাচের শেষ ওভারে বাংলাদেশ জিততে হলে করতে হবে ৩০ রান। স্ট্রাইকে তৌহিদ হৃদয়,বোলিংয়ে ভার...
23/07/2025

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল! ম্যাচের শেষ ওভারে বাংলাদেশ জিততে হলে করতে হবে ৩০ রান। স্ট্রাইকে তৌহিদ হৃদয়,বোলিংয়ে ভারতের জাসপ্রিস বুমরাহ। ৭০* রানে ব্যাট করছেন হৃদয়! জাসপ্রিত বুমরাহ'র প্রথম ৪ বলে ৪ ছক্কা মেরে ৯৪* রানে পৌছে গেলেন হৃদয়। শেষ ২ বলে বাংলাদেশের জেতার জন্য দরকার ৬ রান! ফুলটস বলে মিড উইকেটে বিশাল এক ছক্কা হাঁকিয়ে হৃদয়ের বাধভাঙ্গা উল্লাস। নিজের সেঞ্চুরির পাশাপাশি বাংলাদেশও প্রথমবার জিতে নিল টি-টুয়েন্টি বিশ্বকাপ।

অভিনন্দন বাংলাদেশ! 🇧🇩✌️

Address

Barishal

Telephone

+8801715425412

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঠেলাযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share