
22/06/2025
হজরত আলী (রাঃ) একটা কথা বলেছিলেন- নীচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।
এই কথাটা আমি এক মনে বিশ্বাস করি। অনেকেই দেখি যুক্তিসঙ্গত কথা তো বলেই না, কেউ যদি যুক্তিসঙ্গত কথা বলে তার ওপর ক্ষেপে গিয়ে অশ্লীল বাক্য গা`লিগা`লাজ ব্যবহার করতে থাকে।
খারাপ আচরণ, দাম্ভিকতা দেখিয়ে আপনি হয়তো অনেক জায়গাতেই পার পেয়ে যাবেন। কিন্তু আল্লাহর কাছে কোনো ছাড় নেই। কেননা আল্লাহ নীচু মনমানসিকতার মানুষ পছন্দ করেন না।
ক্ষমতার দাপটে এতটা অমানবিক ও উশৃংখল হয়ে যাবেন না, যতটা হলে আল্লাহর অপছন্দের তালিকায় আপনি পড়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ!! কী ভয়ানক ব্যাপার! অথচ আমরা এসব তওয়াক্কাই করিনা।
Writer - Ashraf Ahmed