
29/07/2025
গ্রাফিক্স ডিজাইন শেখার সময় একদিন শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম- কবে নিজেকে প্রোফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচয় দিতে পারবো?
উত্তরে তিনি বলেছিলেন- যেদিন গ্রাফিক ডিজাইন করে অন্তত ৫ডলার সমান এমাউন্ট উপার্জন করতে পারবে।
এই কথাটা মাথায় সব সময় ঘুরতো কবে পারবো ৫ডলার সমান টাকা উপার্জন করতে আর কবে নিজের কাছে নিজে প্রোফেশনাল গ্রাফিক ডিজাইনার বলে পরিচয় দিতে পারবো!
যদিও প্রমোশনাল বা ফ্রি কাজ যেগুলো করেছি সেগুলোর পেমেন্ট নিলে অনেক আগেই এই টার্গেট পূরণ হতো কিন্তু চেয়েছিলাম সম্পূর্ণ অচেনা-অজানা কোনো ক্লাইন্টের থেকে পেমেন্টটা অর্জন করতে।
যাইহোক ফাইনালি নিজেকে নিজের দেয়া টার্গেট ফুলফিল করতে পেরেছি❤️ (টার্গেটের থেকেও বেশি আলহামদুলিল্লাহ)
ছবিতে- আমার করা কিছু প্রচ্ছদ ডিজাইন (পেইড ওয়ার্ক)
©মুনা-MooNa🖌️