Shanto Sardar

Shanto Sardar ‘‘
জীবন প্রায় শেষ হবার পথে, এখন ও ব্যর্থতার স্বাদ আস্বাদন করছি।
০৯/০৩/২৫

’’
(2)

31/03/2025

যেনো, আজও মনে পরে সেই পুরনো দিনের দেওয়া কান্তির কথা। ঈদ চলে গেল কত গুলো তাও ভুলাতে পারিনি, আসলে এটা আমার এক ব্যারাম। কোথায় কবে যেন লিখেছিলাম মানুষ আসলে স্মৃতির কাঙাল। এই ছোট্ট জীবনে কত কত মানুষের সাথে দেখা হয়েছে কথা হয়েছে, কিন্তু সবাই হৃদয়ে দাগ কাটতে পারে না। আর যাদের আচরণ, ব্যাক্তিত্ত, কথা ও অবয়ব আমাদের হৃদয়ে দাগ কেটে যায়, আমরা চাইলেও তাদের ভুলতে পারিনা।

যেখানে থাকেন না কেন ভালো থাকবেন। জানবেন, আমি আপনার ভালো চাই আপনার জন্য আমার শ্রদ্ধা ও স্নেহ সবসময় থাকবে, ইনশাআল্লাহ।
‘‘সুখী হন’’ আল্লাহ হাফেজ।
ঈদুল ফিতরের শুভেচ্ছা।
৩১/০৩/২৫ || সোমবার || সকাল - ১০:৫১ মিনিট।

শাহবাগের লাকি'রা আবার সক্রিয় হতে চাচ্ছে, যা এই বাংলার ভূমিতে আর সম্ভব হয়ে উঠবে না। তারা কি ভুলে গেছে ২৪ এর গন অভ্যুর্থান...
12/03/2025

শাহবাগের লাকি'রা আবার সক্রিয় হতে চাচ্ছে, যা এই বাংলার ভূমিতে আর সম্ভব হয়ে উঠবে না। তারা কি ভুলে গেছে ২৪ এর গন অভ্যুর্থানের কথা? এরা সক্রিয় হতে চাইলে বাংলার আপামর জনতা আবার এক হয়ে লাড়াই করবে "ইনশাআল্লাহ"।
ইনকিলাব জিন্দাবাদ।

26/02/2025

হঠাৎ, অতীবো সাধারণ প্রশ্ন ও কেমন যেন কঠিন থেকেও কঠিন হয়ে ওঠে।
ক্লাসের এক ফাঁকে মাস্টার মশাই জিজ্ঞেস করে বসলেন দেশের খবর কি রাখো তোমরা? পিছন থেকে রফিক বলে উঠল, হ্যা চেষ্টা করি কি হচ্ছে দেশে সেটা জানার ও বোঝার, সে আবার বলল পত্রিকা পড় নিয়মিত তোমরা, সকলেই আস্তে আস্তে বলল, জ্বি/হ্যা। মাস্টার মশাই অনেক আগে থেকেই পত্রিকা পড়ার তাগিদ দিতেন এবং যে কোন বিষয় নিয়ে ছোট বড় কলাম লিখতে উদ্ভুদ্ধ করতেন ক্লাসে ও ক্লাসের বাহিরে সকলকে প্রশ্ন করতে উৎসাহিত করতেন, সে এটাও জানে সবাই খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত। কিন্তু তার মাঝে ও ভিন্ন এক ছেলে আছে যে কি পড়াশোনা, খেলাধুলা, সহপাঠীদের সাথে সময় কাটানো, ও দৈন্দিন কাজের পাশাপাশি পত্রিকা পড়ে ও কিছু লেখালেখি করার চেষ্টা করে। সেই ছেলেটি আর কেউ নয় বরং রফিক। মাস্টার মশাই সেই ২০০৯ এ যা চেয়েছিলেন তার কিছু টা এই ২০২৪/২৫ এ দেখা যাচ্ছে, তিনি চেয়েছিলেন তরুন রা দেশকে নিয়ে ভাবুক সেই ভাবনা এমন তীব্র হউক, তারা ঘুমাতে গেলেও যেন চিন্তা আসে আমার দেশ কি ভালো আছে? দেশের মানুষ কি ভালো আছে? দেশ কি স্থিতিশীল ভাবে চলছে? দেশের মানুষ কি শান্তিতে জীবন পার করছে? জনগণের কি বাক স্বাধীনতা আছে? সবাই কি প্রশ্ন করা শিখছে? আরো কতো কি যে চেয়েছিলেন তিনি।
এখন কিছু নমুনা দেখতে পাচ্ছে দেশের মানুষ সচেতন হয়েছে। প্রশ্ন করতে শিখছে, দেশকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসছে, তরুণ প্রজন্ম রাজনৈতির সঠিক দিশা খুঁজছে। আজকের এই দিন দেখতে পেয়ে মাস্টার মশাই খুবই আবেগ আপ্লূত ও সন্তুষ্ট, তিনি চান দেশের জনগণ ন্যর্য সম্মান টুকু পাক।

২৬/০২/২০২৫ ইং || সকাল - ১১:৩৭ মিনিট।

20/02/2025

আমার বয়স খুব একটা বেশি নয়, তবে এই সীমিত বয়সে অনেকে সাথে পরিচয় হয়েছে কথা হয়েছে, যদি আমার থেকে কষ্ট পেয়ে থাকতে পারেন, কারো হৃদয়ে আমার জন্য কোন কষ্ট জমা হয়ে থাকে দয়া করে আমাকে মাফ করে দিবেন, যদি কারো হক নষ্ট করে থাকি, জেনে বুঝে কিংবা অসচেতন ভাবেও যদি কোন বিন্দু পরিমান ও কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দেন।

আমি এমনিতেই অনেক বড় গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা না করলে দয়া না করলে, আমি জাহান্নাম ভয়াবহতা, ভয়াবহ অগ্নি ছাড়া কোন কিছু ভাবতে পারি না।
এর মাঝে আপনিও যদি মাফ না করেন তাহলে আমি অনেক বিপদে পড়ে যাব। অনুরোধ আপনার কাছে আমাকে মাফ করেন।

ইতি
আপনার স্নেহের/আদরের,
শান্ত সরদার।

20/02/2025

২১/০২/২০২৫
ভোর, ৪ : ১০ মিনিট।

হঠাৎ ঘুমের মধ্যে কারো চিৎকার শুনছি,
কেউ হাউমাউ করে কান্না করছে,
চট করে ঘুম থেকে উঠে চলে গেলাম কি হয়েছে তা দেখার জন্য, একটু ভয় ও লাগছিল কারন, যে ঘর থেকে কান্নার শব্দ আসছে সে ঘরের ভাই কিছুদিন যাবৎ বাড়িতে নেই, গিয়ে ডাকা ডাকি করার পরে শুনতে পেলাম তার ভাইয়ের ছেলেটা আর দুনিয়ায় নেই ( মারা গেছে ) ছেলেটা নাকি অসুস্থ ছিল আগে থেকে। আমার আশ্চর্য হওয়া এই নিয়ে একজন ফুফু ও এমন কান্না করছে মনে হচ্ছে তার নিজের সন্তানের কিছু একটা হয়েছে, এরকম ফুফু পাওয়া যায় বলে আমার ধারনা নেই, কারন কোথাও দেখা যায় না, হাতে গোনা থাকলে কিছু থাকতে পারে, যারা কিনা ভাইয়ের ছেলেদের ও মন থেকে ভালোবাসে স্নেহ করে।
আমি জানি, ব্যক্তি আমি খুবই খারাপ, আমার হৃদয় কলুষিত, হৃদয়ে কালো দাগ পড়তে পড়তে আর কোন জাগয়া ফাঁকা নেই।
তবুও আল্লাহর কাছে দোয়া করি, হে আমার মহান মালিক আপনি ঐ ছেলেটাকে ক্ষমা করে দেন, ছেলেটা যৌবন ও শেষ হয়নি, আপনার ডাকে সাঁড়া দিয়ে চলে গেছে, আপনি তাকে মাফ করে দেন, তার ভাগ্যে জান্নাত নসিব করিয়েন, আর আমাকেও হেদায়েত এর দিশা দেখান।

২১/০২/২০২৫ || শুক্রবার || ভোর, ৪:৫৮ মিনিট।

28/11/2024

এই দুঃসময়ে মুসলিমের ঈমানি শক্তির খুবই দরকার। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির এই কথা আল্লাহ কবুল করুন। জ্ঞানী ব্যক্তিদের চিন্তার পরিসয় থাকে অনেক দূরবর্তী।

28/11/2024

অনেক বিষয় নিয়ে লিখতে ইচ্ছে করে কিন্তু পারি না, যদিও এটা আমারই ব্যর্থতা।

22/08/2024

বিশ্বাস করে এখানে টাকা ডোনেশন করেন As sunnah Foundation আপনাদের টাকা বৃথা যাবে না, ইনশাআল্লাহ।

21/08/2024

বাঙালির সুখ বেশি দিন কারো সহ্য হয় না -!!

রক্তের জোয়ার শেষ হতে না হতেই বাঙালির বুকে নেমে এলো পানির জোয়ার, যা কিনা মানুষকে করছে ভিটে-মাটি ছাড়া। সখের ঘরটা ছেড়ে অনিশ্চয়তার ভেলায় ভাসছে হাজারো মানুষ, কত শত ক্ষতি হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, গবাদি পশু পাখি মরে যাচ্ছে, সুবিধা বঞ্চিত লোকেদের থাকার জায়গা নেই, খাবার খাবে, কিংবা পাবে এই নিশ্চিতা টুকু নেই। আপনারা অনেকেই বলেন আরে আমরা তো তেনাদের কৃপায় বেঁচে আছি। এই হলো তেনাদের কৃপা যা কিনা আজ দেশের মানুষ কে ডুবিয়ে মারছে। এটাই কি বন্ধত্ব? আপনারা কি তাহলে প্রতিনিয়ত এই বন্ধুত্বের কথা বলে থাকেন? দেখেন আমি ছোট মানুষ কথার পরিধি ও অনেক ছোট আপনাদের মতো এত বুদ্ধি আমার নেই, তবে এত টুকু বলতে পারি তারা যদি বন্ধু দেশ/রাষ্ট্র মনে করত তাহলে সম্ভবত না জানিয়ে কোন হুশিয়ারী না দিয়ে হুট করে বাঁধের গেট খুলে দিত না!!

31/05/2024

আমি চাই নব্বই দশকের চিঠির মতো হতে, হতে চাই ধূসর সাদা কালো ছবির মতো একটু স্পষ্ট আর কিছুটা ধুলো জমা ফ্রেমের মতো.!💜😊
৩১ মে ২০২৪ || শুক্রবার || রাত ৯ - ২০ মিনিট।

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when Shanto Sardar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanto Sardar:

Share

Category