31/03/2025
যেনো, আজও মনে পরে সেই পুরনো দিনের দেওয়া কান্তির কথা। ঈদ চলে গেল কত গুলো তাও ভুলাতে পারিনি, আসলে এটা আমার এক ব্যারাম। কোথায় কবে যেন লিখেছিলাম মানুষ আসলে স্মৃতির কাঙাল। এই ছোট্ট জীবনে কত কত মানুষের সাথে দেখা হয়েছে কথা হয়েছে, কিন্তু সবাই হৃদয়ে দাগ কাটতে পারে না। আর যাদের আচরণ, ব্যাক্তিত্ত, কথা ও অবয়ব আমাদের হৃদয়ে দাগ কেটে যায়, আমরা চাইলেও তাদের ভুলতে পারিনা।
যেখানে থাকেন না কেন ভালো থাকবেন। জানবেন, আমি আপনার ভালো চাই আপনার জন্য আমার শ্রদ্ধা ও স্নেহ সবসময় থাকবে, ইনশাআল্লাহ।
‘‘সুখী হন’’ আল্লাহ হাফেজ।
ঈদুল ফিতরের শুভেচ্ছা।
৩১/০৩/২৫ || সোমবার || সকাল - ১০:৫১ মিনিট।