14/07/2025
বিয়ে না হলে টাকার মূল্য বুঝতাম না..😅
বিয়ের আগে বুঝতাম টাকা দিয়ে কি হয়ে মানুষের মন জয় করা যায় কথা দিয়ে কিন্তু আমার ধারনা ভুল ছিল.. 🙂
বিয়ে পর বাবার বাড়ি ধন সম্পদ না থাকলে একটা মেয়ে প্রতেক দিন শশুর বাড়ির কথার আঘাতে মরে যায়..🥲
মেয়ের বাড়ি কি আছে বা কেমন আছে সেটা মাসে ও জিজ্ঞেস করে না কিন্তু যখন টাকা লাগবে তখন শশুর বাড়ির কথা মনে পরে আবার খোঁচা ও মারে যে বাপের বাড়ি থেকে কি দিছে তোমাকে পালতে কি কম লাগে..😅
যখন টাকা না দিতে পারে তখন বউর ভালো কথা ও তিক্ত লাগে..🙂
বলে আমার বাবা মার মতো কি তোর বাবা মা আমাকে দিবো যে এতো কথা বলোছ😅 দিলে আমার বাবা মা এই দিবো তুই তো দিবি না খাইলে তো তুই এই খাবি..🥲
এই জাগায় একটা মেয়ে মরে যায়.. 🙂
তাকে বোঝা ভাবা হয়, তখন ওই মেয়ে টার কিছু করার থাকে না শুধু চোখের পানি আড়াল করে কান্না ছাড়া কিছু পারে না..😅
না পারে মেয়ে টা বাপের বাড়ি থেকে যেতে না পারে স্বামী সাথে হাসি মুখে দিন কাটাতে..😭
এক সময় সম্পের্ক আস্তে আস্তে শেষ হয়ে যায় শুধু টাকার জন্য.. 😅
আর মেয়ে টা কোনো কুল না পেয়ে তাঁর জীবন শেষ করে ফেলে..🙂
আর দিন শেষে বলে যে মেয়ে টা ভালো ছিল না অন্য ছেলেদের সাথে কথা বলে তাই স্বামীর সাথে সারা খন বাঝতো.. 😅
এই রকম এখন ও অনেক ভদ্র পরিবারে দেখা যায়..🙂
যাই হক টাকার জন্য সম্পর্ক না ভাঙ্গা ভালো কারন এমন এক সময় আসে তখন টাকা দিয়ে ও ভালোবাসা পাওয়া যায় না.. 🙂