01/10/2024
আল-ইন্তিফাদা
জেন-জি রা যদি এতটুকু উপলব্ধি করতো -
আজ যদি খি'লা'ফাহ থাকতো।
তাহলে অল্প বয়সেই হালাল কর্মসংস্থান পেতো।
পূত পবিত্র স্ত্রী পেতো।
যৌবনের সূচনালগ্নতেই বিয়ে করতে পারতো।
কর্ম শেষে বাসায় এসে সন্তান দেখে ভেতর টা সতেজ হতো।
কিন্তু তারা আজ যে সিস্টেম কে যুগোপযোগী মনে করছে। তারা যে জীবন্ত লাশ সেটা উপলব্ধি করতে অক্ষম৷
তারা ২৭/৩০ বয়স পেরিয়ে গেলোও রাষ্ট্র থেকে কর্মসংস্থানের নিশ্চয়তা পাচ্ছে না৷
যৌবনের ছায়া নেমে আসার মূহুর্তেও বিয়ের সম্ভাবনা দেখছে না।
সতী সাধ্বী স্ত্রী পাবে সে গ্যারান্টিও পাচ্ছে না।
যে বয়সে বাসায় এসে সন্তানের কোমল চেহারা দেখে শান্ত হবে।
সে বয়সে তারা বেকারত্বের গিরিপথ অতিক্রম করছে৷
কেউ বা রাতে নিষিদ্ধ জগতে তিলে তিলে শেষ হচ্ছে৷
কেউ বা অবৈধ কাজে ডিপ্রেশনে ভেঙে পড়ছে৷
কেউ বা বিকৃত যৌ:নতার দিকে ধাবিত হচ্ছে।
এই জেন-জি নিজেও বুঝে সে বলতে কিছু নেই।
তার আবেগ অনুভূতি বলতে কিছু নেই।
তার ভালো লাগা খারাপ লাগা বলতে কিছু নেই।
তার যৌবন আছে যৌবনের অধিকার বলতে কিছু নেই।
সে সহসাই সিস্টেমের বলি। তারপরও সে সিস্টেমে সমাধান চায়। সিস্টেমে জীবন চায়। অথচ তার জীবন টাই ধূলিসাৎ ধ্বংসস্তুপের ভাগাড়ে পরিণত করেছে সিস্টেম।
কিন্তু সে অবচেতন মনে শ'রী'য়াহ এর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। সে দাঁড়িয়ে যায় নি। শিশু থেকেই তাকে শ'রী'য়াহর বিরুদ্ধে দাঁড় করিয়ে রেখেছে৷
কারণ সে সিস্টেম নামক মাদকে এমন ভাবে বুঁদ হয়েছে৷ এখন তার জন্য যে নিরাময় ( শ'রী'য়াহ) দেখানো হচ্ছে। সে এই নিরাময় কেই বন্দি মনে করছে৷