ইসলামের রাস্তার নক্ষত্র

ইসলামের রাস্তার নক্ষত্র This is a page which is just for people to follow Islam. In sha Allah, you will bring this page to the people close to you.

01/09/2025

বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হলে,
মুসলমানরা কেন ধর্ম পালন করতে পারে না?
ধর্ম পালন করলে জঙ্গি হয় কেন?

23/08/2025

AI এর এক থেকে একশত পর্যন্ত গণনা করতে দাঁত ভেঙে যাচ্ছে

অভিনেতা হুমায়ুন ফরিদ, তিনি রাজাকারের চরিত্রে অভিনয় করেছেন এবং এই পোষাক তাকে পরানো হয়েছে। তিনি এই পোষাক পরে জঘন্য ভিলেন হ...
19/08/2025

অভিনেতা হুমায়ুন ফরিদ, তিনি রাজাকারের চরিত্রে অভিনয় করেছেন এবং এই পোষাক তাকে পরানো হয়েছে। তিনি এই পোষাক পরে জঘন্য ভিলেন হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। শুধু তিনি নন, দীর্ঘ কয়েক দশক ধরে এদেশের ফিল্ম ইণ্ডাষ্ট্রি এই পোষাককে সমকালীন প্রজন্মের সামনে পৃথিবীর নিকৃষ্ট পোষাক হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে।

যারা দাড়ি-টুপি লাগিয়ে গত কয়েকদশক ধরে এগুলো করে আসছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে পরবর্তী প্রজন্ম রাজাকার বলতে কেবল এই লেবাসধারীদেরকেই মনে করবে এবং রাজাকার বলতে একটা গালি মনে করবে।

রাজাকার ছিল একটা আধাসামরিক বাহিনী
এবং তাদের বেতনও ছিল এবং তাদের পোশাকও ছিল এবং তাদের দাড়ি-টুপি তাদের ইউনিফর্ম ছিল না।

সুতরাং যারা রাজাকারের চেহারার সাথে এই লেবাস লাগিয়ে জনগণকে ভয়ংকর মিথ্যা চিত্র দেখিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

বিকৃতিকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার পশ্চিমা চক্রান্তের বিরোধিতা করায় মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের এক বিকৃত যৌনাচারের সম...
19/08/2025

বিকৃতিকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার পশ্চিমা চক্রান্তের বিরোধিতা করায় মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের এক বিকৃত যৌনাচারের সমর্থক ছাত্রসহ চিহ্নিত কিছু লোক কর্তৃক দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

এর চেয়েও দুঃখজনক হলো, এই হুমকিদাতাকে নিন্দা জানানোর পরিবর্তে কিছু ব্যক্তি ও সংগঠন উল্টো তার পক্ষ সমর্থন করছে। এটি শিক্ষাঙ্গন ও সমাজ উভয়ের জন্যই একটি অশুভ দৃষ্টান্ত।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদ্বয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাদের আইনের আওতায় আনার বিষয়ে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

যে আল্লাহর আইন কে বিশ্বাস করে না, সে কি মুসলিম থাকতে পারে? তাহার মৃত্যুর পর কি জানাজা দেওয়া উচিত হইবে?তাহার সুন্নাতে খৎ...
18/08/2025

যে আল্লাহর আইন কে বিশ্বাস করে না, সে কি মুসলিম থাকতে পারে?
তাহার মৃত্যুর পর কি জানাজা দেওয়া উচিত হইবে?
তাহার সুন্নাতে খৎনাহ কি করা উচিত হয়েছে?
তাহার নামাজ, রোজা, হজ্ব, যাকাত এগুলো কি আদায় করা ও দেওয়া উচিত হইবে?
সে তো আল্লাহর আইনকেই মানে না, তাহলে সে কেন কিছু করবে, কিছু ছাড়বে?
যে আল্লাহর আইন কে মানবে, সে তো সবকিছুতেই আল্লাহর হুকুম অনুযায়ী চলবে।
এমন তো নয় যে আল্লাহর বিধান মসজিদের ভিতরে থাকবে, রাষ্ট্রের ভিতর থাকবে না?
তাহলে তো বোঝা যায় দিন অপরিপূর্ণ।
কিন্তু কুরআনুল কারীমে আল্লাহপাক এরশাদ করেছেন আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।
পরিপূর্ণ করা মানে তো মসজিদে থাকবে রাস্তায় থাকবে না, মাদ্রাসায় থাকবে টয়লেটে থাকবে না, খানকায় থাকবে রাষ্ট্রে থাকবে না। এমন কথা তো আল্লাহ তাআলা বলেনি, তাহলে আমরা কেন বলি, আমাদের কি স্বার্থ আছে?
দুনিয়ার জীবন কি স্থায়ী, না আখেরাতের জীবন স্থায়ী?
অর্থাৎ প্রত্যেকটা স্থানে আল্লাহর বিধান অনুযায়ী চলা অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে শুরু করিয়া ঘুমাতে যাওয়া পর্যন্ত আল্লাহর হুকুম এবং রসূলের সুন্নাহ মোতাবেক চলার নিয়ম কানুনকেই শরীরে আইন বলা হয়।
মনে রাখতে হবে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, যে ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়।
মনে রাখতে হবে, ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে শুরু করিয়া ঘুমাইতে যাওয়া পর্যন্ত আল্লাহর কাছে যে ব্যক্তি আত্মসমর্পণ করবে তাকে মুসলিম হিসেবে ঘোষণা করা হয়।
অতএব আমাদেরকে আত্মসমর্পণকারী বান্দা হিসেবে আল্লাহতালা যেন কবুল করেন আমিন।

18/08/2025
17/08/2025

কচুরিপানা খেয়ে জীবন-যাপন #বিনোদন

15/06/2025

যে আল্লাহর সাথে প্রতারনা করে, সে আপনার সাথে যে প্রতারনা করবেনা । তাহার কোন গ্যারান্টি আছে? #বিএনপি

05/06/2025

মৌলবাদীর ভয় দেখিয়ে শাহবাগিরা জাগে...... #ইশরাক_হোসেন #ইশরাক #বিএনপি

09/04/2025

এইখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব?

30/03/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।
ঈদ মোবারক।

Address

Barishal. Bakergonj
Barishal
8432

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের রাস্তার নক্ষত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামের রাস্তার নক্ষত্র:

Share

Category