Winky Emotions

Winky Emotions Switch on your Confidence !!

@[216974621799186:]


Admin # www.facebook.com/bd.sajal

16/09/2025
15/09/2025

Finally the "fan on korle thanda lage, off korle gorom lage" season has arrived!!

থাইরয়েড  নিয়ে কিছু কথা:- থাইরয়েড  দুই প্রকার হয়। হাইপো ও হাইপার।এটি এমন একটি সমস্যা, যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু...
15/09/2025

থাইরয়েড নিয়ে কিছু কথা:-
থাইরয়েড দুই প্রকার হয়। হাইপো ও হাইপার।এটি এমন একটি সমস্যা, যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে জীবনটাকে নষ্ট করে দেয়। ঘন ঘন মুড সুইং হয়, হঠাৎ করেই মানুষ রেগে যায়।
শরীরে অনেক ক্লান্তি থাকে অথচ ঘুম ঠিকমতো হয় না। অনেক সময় মাথা ঘোরায়, হাত পা থর থর করে কেঁপে উঠে। চোখে অন্ধকার দেখা, শরীরে হুটহাট ব্যাথা অনুভব করা।মাথা কাজ করে না, ভুলে যাওয়া, এক রকম উপস্বর্গ দেখা দেয়। কখনও ওজন বাড়ে, আবার কমে। খাওয়ার অভ্যাসেও পরিবর্তন আসে।
চুল পড়ে, ত্বক শুকিয়ে যায়, কিন্তু সবাই ভাবে হয়তো নিজের যত্ন নেয়া হচ্ছেনা।
মন খারাপ থাকে, কিছুতেই আনন্দ লাগে না, কিন্তু কেউ ভাবে না এটা হরমোনাল ইম্বব‍্যালেন্স কারণেও হতে পারে।
অন্যরা ভাবে “অলস”, অথচ প্রতিদিন নিজের শরীরের বিরুদ্ধে কতটা লড়াই করে চলতে হয়।
যাদের থাইরয়েডের সমস্যা নেই সেই মানুষ গুলো সামাজিকভাবে বুঝতে পারে না বা বুঝতে চায় না যে এটা কতটা কষ্টদায়ক। তারা ভাবে,
“হাঁটা চলা, খাওয়া দাওয়া সবইতো ঠিকঠাক আছে!!!
“তোমার কষ্ট কিসের?”
“কম খাও, বেশি হাঁটো, সব ঠিক হয়ে যাবে!”
এরা জানে না যে, হাইপোথাইরয়েডিজমে মেটাবলিজম স্লো হয়ে যায়, ঘুমের চক্র নষ্ট হয়ে যায়, এমনকি মনের শক্তিও কমে যায়।।
এটা ঠিক যে, বাইরে থেকে মানুষ না বুঝলেও, হাজার হাজার মানুষ এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে- বিশ্বের উন্নত দেশগুলোতে থাইরয়েডের রোগী যে পরিবারে থাকে সেই পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সিলিং করানো হয়। রোগীর সাথে কেমন আচরন করলে তারা স্বাভাবিক থাকবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কি খেতে পারবে কি খাবে না সব॥অথচ আমাদের বাঙ্গালী বেশীরভাগ পরিবারই এই মুডসুইং,ডিপ্রেশনকে ঢং বলে উড়িয়ে দেয়, মানুষ না জেনে নানান ভাবে জাজ করে।এরজন‍্য রোগীর আশেপাশের শুভাকাঙ্খী এবং পরিবার পরিজন সবার সচেতনতা দরকার ॥

pov: যখন কেউ বলে আমি সবার মত না! 👉🙄
13/09/2025

pov: যখন কেউ বলে আমি সবার মত না! 👉🙄

ডাকসুর নির্বাচনের সেরা দৃশ্য এটি। স্বামী- স্ত্রী দুইজনই বিজয়ী হয়েছে। শুভকামনা আগামীর জন্য! 🤍
10/09/2025

ডাকসুর নির্বাচনের সেরা দৃশ্য এটি। স্বামী- স্ত্রী দুইজনই বিজয়ী হয়েছে। শুভকামনা আগামীর জন্য! 🤍

এটাই বাংলাদেশে মনুষ্যত্বের কাজ, কি দোষ ছিল বিছারার একটু মাছ বিক্রি করে যদি তার সংসার চলে, তাতেও আপনাদের সহ্য হয় না,  মা...
10/09/2025

এটাই বাংলাদেশে মনুষ্যত্বের কাজ, কি দোষ ছিল বিছারার একটু মাছ বিক্রি করে যদি তার সংসার চলে, তাতেও আপনাদের সহ্য হয় না, মানুষের ক্ষ*তি করে কি লাভ পুকুরে বি*ষ দিয়ে সবগুলো মাছ মে*রে ফেলেছে শ*ত্রুরা.
©

গনঅভ্যুত্থানে সরকারের পর,,ইন্দোনেশিয়ার নতুন প্রধানমন্ত্রী এই অল্প বয়সী   যুবক। 🔥🔥তারুণ্যের জয়যাত্রার এক উজ্জ্বল নিদর্শন...
10/09/2025

গনঅভ্যুত্থানে সরকারের পর,,
ইন্দোনেশিয়ার নতুন প্রধানমন্ত্রী এই অল্প বয়সী যুবক। 🔥🔥

তারুণ্যের জয়যাত্রার এক উজ্জ্বল নিদর্শন। তরুণের উচ্ছ্বাসে নিজেকে বিস্মৃত করো না। কারণ পৃথিবীর ইতিহাস রচিত হয়েছে সংগ্রামী তারুণ্যের হাতেই।
মেয়েরা এখন এই ছেলের প্রতি ক্রাশ খাইছে বলে পোস্টাবে🐸।

এই ভিডিও টা আমার দ্বিতীয়বার দেখার সাহস হয়নাই! আমি এতো পাষাণ কলিজা নিয়াও বড় হইনাই যে দ্বিতীয়বার আবার সাহস করে দেখবো!আমি শ...
08/09/2025

এই ভিডিও টা আমার দ্বিতীয়বার দেখার সাহস হয়নাই! আমি এতো পাষাণ কলিজা নিয়াও বড় হইনাই যে দ্বিতীয়বার আবার সাহস করে দেখবো!
আমি শুধু এইটাই ভাবতেছি এই লোকটা কিভাবে পারলো একটা ঘুমন্ত মানুষ কে এইভাবে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিতে?
কিভাবে পারলো? তার কি একটুও বুক কাঁপে নাই? সে রুমে আসলো। পানি খেলো তারপর তার কাজ টা করে ফেললো!

আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসাবে বানাইছে,আমরা কি করতেছি? একজন মানুষ কে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতেছি? কিভাবে পারলো?
মানুষের মন এতো শক্ত হয়ে গেলো কিভাবে? আল্লাহ....
©

📌আজ রাত ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে বিরল ব্লা"ড মুন, যা চলবে পুরো ৮২ মিনিট। আকাশ জুড়ে দেখা যাবে রক্তিম চাঁদের অপূর্ব দৃশ...
07/09/2025

📌আজ রাত ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে বিরল ব্লা"ড মুন, যা চলবে পুরো ৮২ মিনিট। আকাশ জুড়ে দেখা যাবে রক্তিম চাঁদের অপূর্ব দৃশ্য। বাংলাদেশ থেকেও সহজেই দেখা যাবে এই মহাজাগতিক সৌন্দর্য, যদি আকাশ পরিষ্কার থাকে। আজকের রাত হবে সত্যিই বিশেষ।

এই মাসেই আকাশে দেখা দেবে রক্তিম চাঁদ বা ব্লাড মুন। ২০২৫ সালের ৭ থেকে ৮ সেপ্টেম্বর ঘটতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ...
05/09/2025

এই মাসেই আকাশে দেখা দেবে রক্তিম চাঁদ বা ব্লাড মুন। ২০২৫ সালের ৭ থেকে ৮ সেপ্টেম্বর ঘটতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা হবে ২০২২ সালের পর দীর্ঘতম। প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট ধরে চাঁদ র’ক্তলাল হয়ে ঝলমল করবে। পুরো গ্রহণ চলবে সাড়ে পাঁচ ঘণ্টা।

যখন চাঁদ এবং সূর্য একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী এদের মাঝে চলে আসে, তখন পৃথিবী সূর্যের আলো চাঁদের ওপর পৌঁছতে বাধা দেয়। চাঁদ পুরোপুরি ঢেকে না গেলেও, সূর্যের লাল আলো বায়ুমণ্ডল পেরিয়ে চাঁদে পড়ে এবং নীল রঙ শোষিত হয়। ঠিক যেমন সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায়। ফলে চাঁদকে তখন লাল দেখা যাবে।

অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের প্রায় ৭০০ কোটি মানুষ এই বিরল দৃশ্যের সাক্ষী হবে। তবে আমেরিকার বেশিরভাগ এলাকা এই ঘটনা দেখতে পারবে না। বাংলাদেশ এবার ভাগ্যবানদের তালিকায় রয়েছে।

ঢাকার সময় ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে, ১১টা ৩০ মিনিটে শুরু হবে পূর্ণগ্রহণ, আর সর্বোচ্চ রক্তিম চাঁদ অর্থাৎ ব্লাড মুন দেখা যাবে রাত ১২টা ১১ মিনিটে। শেষ হবে রাত ২টা ৫৫ মিনিটে।

আর আবহাওয়া বাধা দিলে মন খারাপ করবেন না। নাসা সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।
©

ছেলেটা  বাইরে থেকে একজন পাখির মালিক কে ধরে নিয়ে এসেছে এবং তার পাখিগুলোকে ছেড়ে দিচ্ছে। বলছে, "এটা খাঁচায় থাকার জিনিস? " প...
02/09/2025

ছেলেটা বাইরে থেকে একজন পাখির মালিক কে ধরে নিয়ে এসেছে এবং তার পাখিগুলোকে ছেড়ে দিচ্ছে। বলছে, "এটা খাঁচায় থাকার জিনিস?

" পাখির মালিক কান্না করে দিয়েছে যে তার এত টাকার পাখি ছেড়ে দিচ্ছে। স্বাভাবিক।

আস্তে আস্তে লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করেন। এরপর যে ছেলেটা পাখি ছেড়েছে তাকে বলা হয় তিনি যে ৩ টি পাখি ছেড়েছে তার ক্ষতিপূরণ দিতে। পরে বাকবিতণ্ডা শুরু হলে প্রক্টর স্যারেরা এসে তাকেসহ পাখির মালিক কে প্রক্টর অফিসে নিয়ে যায়।

(আইনগতভাবে পাখি ধরা বা বন্দী করা নিষিদ্ধ হতে পারে। কিন্তু এ ব্যবসা আমাদের চারপাশেই হচ্ছে।.)...

আর ছেলেটা যে হে** ডম দেখিয়ে তার পাখি গুলা ছেড়ে দিল, এটার ও বিচার করা উচিৎ. সে যদি টাকা দিত তাহলে কোন কথা ছিল না কিন্তু এটা একটা লোকের রুটি রুজির বিষয় ছিল...

ভিডিও তে লোকটার কান্না দেখে আসলে খারাপ লাগছে.
বাংলাদেশের চিড়িয়াখানা, অনেক পশু পাখির দোকানও আছে, তাদের তা ছেড়ে দে পারলে...

এটা মহৎ উদ্দেশ্য হতো যদি পাখির দামগুলো দিয়ে মানুষটিকে একটা অন্য ব্যাবসা ধরিয়ে দিতো
হায়রে তাফালিং,, হয়তো আজ সারারাত লোকটির ঘুম হবে না আগামীকাল থেকে সংসার নিয়ে অনশনে থাকতে হবে 😭
কেউ কি নেই এ কর্মের বিচার করতে,, কেউ কি আছেন লোকটির পাশে দাঁড়ানোর 🙏

#সংগৃহিত
#পাখিপ্রেমিক
#বিচারচাই
#শেয়ারকরুন

পুরুষ হওয়া এতো সহজ নয়!দীর্ঘ ৩৯ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড় পেয়ে নিজ জন্মভূমি সেন্টমার্টিন যাওয়ার পথে এই ব...
01/09/2025

পুরুষ হওয়া এতো সহজ নয়!

দীর্ঘ ৩৯ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড় পেয়ে নিজ জন্মভূমি সেন্টমার্টিন যাওয়ার পথে এই বৃদ্ধ লোকটি!

গাড়ির ভাড়া শেষ হয়ে যাওয়ায় বরইতলী একতা বাজার নামিয়ে দেয়,পরে বাজারের মানুষ থেকে গাড়ির ভাড়া কালেকশন করে ও ময়লাযুক্ত পোষাক চেঞ্জ করে তার জন্মভূমিতে পৌছানোর জন্য ব্যবস্থা করেন ঐ এলাকার লোকজন।

লোকটির কোনো ছেলেমেয়ে নাই, সে এখনো অবিবাহিত। তার বয়স ৩০ বছর হওয়া অবস্থায় সে কারাগারে গিয়েছিলেন।
©

Address

Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Winky Emotions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share