31/08/2024
আমরা দেখতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জোরপূর্ব পদত্যাগ করাচ্ছে কিন্তু কেন করাচ্ছে সেটা তো কেউ বলেন না বেশিরভাগ শিক্ষকরা বর্তমানে রাজনীতির সাথে যুক্ত শিক্ষক তার নিজের সম্মান নিজে নষ্ট করছে কারণ শিক্ষক প্রতিষ্ঠান রাজনীতি করন রাজনীতির দলে পরিণত করছে সরকার যদি পরিবর্তন না হতো এই শিক্ষকরাই ছাত্রদের লিস্ট সরকারের কাছে পৌঁছে দিত অনেকে বলে শিক্ষকদের এরকমের জোরপূর্ব ক পদত্যাগ করানো উচিত হয়নি তাদের সম্মান তারা নিজেরাই নষ্ট করছে যাই হোক দিনশেষে সবাই শিক্ষক তাই ছাত্র-ছাত্রী ভাইদের জন্য বলতেছি আইন নিজের হাতে তুলে নেবেন না এর জন্য আইন আছে সরকার আছে যে সকল শিক্ষকরা স্বাধীনতা বিরোধী কাজ করবে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে তাদের আইনের হাতে তুলে দেন আর এদের শাস্তি প্রদান করবে