Tanzila Afrin-Rumi

Tanzila Afrin-Rumi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanzila Afrin-Rumi, Video Creator, Barishal sadar, Barisal.

দ্বীনদার কাউকে না পেলে, রাবেয়া বসরির মতো একা থাকিয়েন। তারপরও কোনো বেদ্বীন বিয়ে করে ইমানহারা হয়েন না। অপেক্ষা করিয়েন...
25/09/2025

দ্বীনদার কাউকে না পেলে, রাবেয়া বসরির মতো একা থাকিয়েন। তারপরও কোনো বেদ্বীন বিয়ে করে ইমানহারা হয়েন না। অপেক্ষা করিয়েন ফাতেমা হওয়ার চেস্টা করিয়েন। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আলী পাঠিয়ে দিবে। বয়স, রূপ, সম্পদ আলী কিছুই দেখবে না, দ্বীনদারিতা দেখে জান্নাতে একসঙ্গে থাকার জন্য আপনার হাত ধরবে।

27/07/2025
02/07/2025

📢 *বারাকা ইনস্টিটিউট – কুরআনের আলো ঘরে ঘরে 🌙📖*

✒ *যেভাবে একটি ছোট শিশু এক পা, দুই পা করে হাঁটতে শেখে — আমরাও ঠিক সেভাবেই এক একটি অক্ষর, শব্দ ও বাক্য হাতে-কলমে ধীরে ধীরে শেখাই।*

📘 যার ফলে দূর্বল মেধার শিক্ষার্থীও সহজে বুঝতে ও শিখতে পারে। আর মেধাবীরা তো ছুটে চলে অনেক দূর!

✒ **"একবার কুরআন শুনেই বদলে গিয়েছিল জিনেরা।
কিন্তু আমরা জন্ম থেকেই কুরআন পাশে পেয়েও বদলাচ্ছি না কেন?"**
🤲 আসুন, আজ থেকেই কুরআনের আদলে নিজেকে বদলে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন, আমীন।

🏠 *আপনার ঘরে বসেই কুরআন শেখার সুবর্ণ সুযোগ!*
🕰️ সুবিধামতো সময়ে | 📱 অনলাইনে | 👩‍🏫 ওয়ান-টু-ওয়ান ক্লাস

✒ *শুধু আপনার জন্যই* নিয়োগ করা হবে একজন অভিজ্ঞ ও উপযুক্ত শিক্ষক/শিক্ষিকা, যিনি আপনার মেধা ও মানসিকতা অনুযায়ী খুব আন্তরিকভাবে পড়াবেন ইনশাআল্লাহ।

📚 আমাদের কোর্স সমূহঃ
🟢 নূরানী ক্বায়দা ও আমপারা (বেসিক কুরআন ও তাজবিদ)
🟢 নাজেরা কোর্স (তিলাওত শুদ্ধভাবে শেখা)
🟢 হিফজুল কুরআন (মুখস্থ কোর্স)

🕌 ক্লাসে আরও শেখানো হবে:
✔️ সুরা ফাতিহা, আয়াতুল কুরসী, শেষ দশ সূরা মুখস্থ
✔️ সম্পূর্ণ ওজু ও নামাজ শিক্ষা
✔️ দৈনন্দিন দোয়া-দুরুদ ও মাসায়েল
✔️ ৪০টি হাদীস মুখস্থ
✔️ আদব-আখলাক ও ইসলামিক মূল্যবোধ
✔️ ইসলামের ৫ স্তম্ভ নিয়ে আলোচনা

🎓 ক্লাস পদ্ধতিঃ
📍 What's App/Zoom/Google Meet
📍 ওয়ান-টু-ওয়ান প্রাইভেট ক্লাস
📍 সপ্তাহে ৩ দিন (প্রয়োজনে পরিবর্তনযোগ্য)
📍 হোমওয়ার্ক ও ক্লাস রিপোর্টিং
📍 সময় নির্ধারণ: ছাত্র, শিক্ষক ও একাডেমির আলোচনায়

⭐ আমাদের বৈশিষ্ট্যঃ
✅ অভিজ্ঞ হাফেজ/আলেমা দ্বারা পাঠদান
✅ বয়সভেদে ছেলে-মেয়ে উভয়ের জন্য আলাদা শিক্ষক
✅ সহজ ও কার্যকর শেখার পদ্ধতি
✅ ক্লাসেই শেখা, মুখস্থ ও প্র্যাকটিস
✅ ক্লাস রেকর্ড দেওয়া হবে
✅ সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেয়া হবে।
✅ একবার এডমিশন নিলে আজীবন আপনাকে কুরআন শিক্ষা ও ইসলাম শিক্ষা করতে হেল্প করা হবে ইনশাল্লাহ।

🎁 *ফ্রি ট্রায়াল ক্লাস!*
ভর্তি হওয়ার আগে চাইলে একবার ফ্রি ক্লাস করে দেখতে পারেন।

📞 *যোগাযোগ করুন এখনই:*
*01404864343 (WhatsApp, বিকাশ/নগদ)*

🌐 *বারাকা ইনস্টিটিউট – কুরআনের জ্ঞানে গড়া প্রজন্ম*




















#আলকুরআন
#অনলাইন_কুরআন_শিক্ষা
#ইসলামিক_শিক্ষা
#হিফজ_ক্লাস
#তাজবিদ
#কুরআন_শিক্ষা


19/06/2025

📢 *বারাকা ইনস্টিটিউট – কুরআনের আলো ঘরে ঘরে 🌙

✒ *যেভাবে একটি ছোট শিশু এক পা, দুই পা করে হাঁটতে শেখে — আমরাও ঠিক সেভাবেই এক একটি অক্ষর, শব্দ ও বাক্য হাতে-কলমে ধীরে ধীরে শেখাই।*

📘 যার ফলে দূর্বল মেধার শিক্ষার্থীও সহজে বুঝতে ও শিখতে পারে। আর মেধাবীরা তো ছুটে চলে অনেক দূর!

✒ **"একবার কুরআন শুনেই বদলে গিয়েছিল জিনেরা।
কিন্তু আমরা জন্ম থেকেই কুরআন পাশে পেয়েও বদলাচ্ছি না কেন?"**
🤲 আসুন, আজ থেকেই কুরআনের আদলে নিজেকে বদলে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন, আমীন।

🏠 *আপনার ঘরে বসেই কুরআন শেখার সুবর্ণ সুযোগ!*
🕰️ সুবিধামতো সময়ে | 📱 অনলাইনে | 👩‍🏫 ওয়ান-টু-ওয়ান ক্লাস

✒ *শুধু আপনার জন্যই* নিয়োগ করা হবে একজন অভিজ্ঞ ও উপযুক্ত শিক্ষক/শিক্ষিকা, যিনি আপনার মেধা ও মানসিকতা অনুযায়ী খুব আন্তরিকভাবে পড়াবেন ইনশাআল্লাহ।

📚 আমাদের কোর্স সমূহঃ
🟢 নূরানী ক্বায়দা ও আমপারা (বেসিক কুরআন ও তাজবিদ)
🟢 নাজেরা কোর্স (তিলাওত শুদ্ধভাবে শেখা)
🟢 হিফজুল কুরআন (মুখস্থ কোর্স)

🕌 ক্লাসে আরও শেখানো হবে:
✔️ সুরা ফাতিহা, আয়াতুল কুরসী, শেষ দশ সূরা মুখস্থ
✔️ সম্পূর্ণ ওজু ও নামাজ শিক্ষা
✔️ দৈনন্দিন দোয়া-দুরুদ ও মাসায়েল
✔️ ৪০টি হাদীস মুখস্থ
✔️ আদব-আখলাক ও ইসলামিক মূল্যবোধ
✔️ ইসলামের ৫ স্তম্ভ নিয়ে আলোচনা

🎓 ক্লাস পদ্ধতিঃ
📍 Zoom/Google Meet
📍 ওয়ান-টু-ওয়ান প্রাইভেট ক্লাস
📍 সপ্তাহে ৩ দিন (প্রয়োজনে পরিবর্তনযোগ্য)
📍 হোমওয়ার্ক ও ক্লাস রিপোর্টিং
📍 সময় নির্ধারণ: ছাত্র, শিক্ষক ও একাডেমির আলোচনায়

⭐ আমাদের বৈশিষ্ট্যঃ
✅ অভিজ্ঞ হাফেজ/আলেমা দ্বারা পাঠদান
✅ বয়সভেদে ছেলে-মেয়ে উভয়ের জন্য আলাদা শিক্ষক
✅ সহজ ও কার্যকর শেখার পদ্ধতি
✅ ক্লাসেই শেখা, মুখস্থ ও প্র্যাকটিস
✅ ক্লাস রেকর্ড দেওয়া হবে
✅ সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেয়া হবে।
✅ একবার এডমিশন নিলে আজীবন আপনাকে কুরআন শিক্ষা ও ইসলাম শিক্ষা করতে হেল্প করা হবে ইনশাল্লাহ।

🎁 *ফ্রি ট্রায়াল ক্লাস!*
ভর্তি হওয়ার আগে চাইলে একবার ফ্রি ক্লাস করে দেখতে পারেন।

📞 *যোগাযোগ করুন এখনই:*
*01404864343 (WhatsApp)

🌐 বারাকা ইনস্টিটিউট – কুরআনের জ্ঞানে গড়া প্রজন্ম








#ফ্রি_ট্রায়াল_ক্লাস
#কুরআন_শিক্ষা
#অনলাইন_কুরআন_শিক্ষা
#হিফজুল_কুরআন
#নূরানী_কায়দা








#ঘরে_বসে_কুরআন_শিখুন








10/06/2025

📢 *বারাকা ইনস্টিটিউট – কুরআনের আলো ঘরে ঘরে 🌙📖*

✒ *যেভাবে একটি ছোট শিশু এক পা, দুই পা করে হাঁটতে শেখে — আমরাও ঠিক সেভাবেই এক একটি অক্ষর, শব্দ ও বাক্য হাতে-কলমে ধীরে ধীরে শেখাই।*

📘 যার ফলে দূর্বল মেধার শিক্ষার্থীও সহজে বুঝতে ও শিখতে পারে। আর মেধাবীরা তো ছুটে চলে অনেক দূর!

✒ **"একবার কুরআন শুনেই বদলে গিয়েছিল জিনেরা।
কিন্তু আমরা জন্ম থেকেই কুরআন পাশে পেয়েও বদলাচ্ছি না কেন?"**
🤲 আসুন, আজ থেকেই কুরআনের আদলে নিজেকে বদলে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন, আমীন।

🏠 *আপনার ঘরে বসেই কুরআন শেখার সুবর্ণ সুযোগ!*
🕰️ সুবিধামতো সময়ে | 📱 অনলাইনে | 👩‍🏫 ওয়ান-টু-ওয়ান ক্লাস

✒ *শুধু আপনার জন্যই* নিয়োগ করা হবে একজন অভিজ্ঞ ও উপযুক্ত শিক্ষক/শিক্ষিকা, যিনি আপনার মেধা ও মানসিকতা অনুযায়ী খুব আন্তরিকভাবে পড়াবেন ইনশাআল্লাহ।

📚 আমাদের কোর্স সমূহঃ
🟢 নূরানী ক্বায়দা ও আমপারা (বেসিক কুরআন ও তাজবিদ)
🟢 নাজেরা কোর্স (তিলাওত শুদ্ধভাবে শেখা)
🟢 হিফজুল কুরআন (মুখস্থ কোর্স)

🕌 ক্লাসে আরও শেখানো হবে:
✔️ সুরা ফাতিহা, আয়াতুল কুরসী, শেষ দশ সূরা মুখস্থ
✔️ সম্পূর্ণ ওজু ও নামাজ শিক্ষা
✔️ দৈনন্দিন দোয়া-দুরুদ ও মাসায়েল
✔️ ৪০টি হাদীস মুখস্থ
✔️ আদব-আখলাক ও ইসলামিক মূল্যবোধ
✔️ ইসলামের ৫ স্তম্ভ নিয়ে আলোচনা

🎓 ক্লাস পদ্ধতিঃ
📍 Zoom/Google Meet
📍 ওয়ান-টু-ওয়ান প্রাইভেট ক্লাস
📍 সপ্তাহে ৩ দিন (প্রয়োজনে পরিবর্তনযোগ্য)
📍 হোমওয়ার্ক ও ক্লাস রিপোর্টিং
📍 সময় নির্ধারণ: ছাত্র, শিক্ষক ও একাডেমির আলোচনায়

⭐ আমাদের বৈশিষ্ট্যঃ
✅ অভিজ্ঞ হাফেজ/আলেমা দ্বারা পাঠদান
✅ বয়সভেদে ছেলে-মেয়ে উভয়ের জন্য আলাদা শিক্ষক
✅ সহজ ও কার্যকর শেখার পদ্ধতি
✅ ক্লাসেই শেখা, মুখস্থ ও প্র্যাকটিস
✅ ক্লাস রেকর্ড দেওয়া হবে
✅ সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেয়া হবে।
✅ একবার এডমিশন নিলে আজীবন আপনাকে কুরআন শিক্ষা ও ইসলাম শিক্ষা করতে হেল্প করা হবে ইনশাল্লাহ।

🎁 *ফ্রি ট্রায়াল ক্লাস!*
ভর্তি হওয়ার আগে চাইলে একবার ফ্রি ক্লাস করে দেখতে পারেন।

📞 *যোগাযোগ করুন এখনই:*
*01404864343 (WhatsApp)

🌐 *বারাকা ইনস্টিটিউট – কুরআনের জ্ঞানে গড়া প্রজন্ম*

03/05/2025

ছোট একটি বাচ্চাকে যেভাবে এক পা দু পা করে ধীরে ধীরে হাটা শিখানো হয়, আমরাও ঠিক সেভাবেই একটি একটি করে অক্ষর, একটি একটি করে শব্দ এবং একটি একটি করে বাক্য হাতে কলমে দেখিয়ে দেখিয়ে ধীর-স্থিরভাবে শিখাই।

যার ফলে একজন দূর্বল মেধার অধিকারী স্টুডেন্ট ও খুব সহজভাবে বুঝতে পারে এবং শিখতে পারে। আর মেধাবীরা তো অতি সহজেই এগিয়ে যায় বহু দূর।

✒ মাত্র একবার কুরআন শুনেই জীবন বদলে ফেলেছিল জিনেরা। জন্ম থেকেই কুরআন পাশে পেয়েও নিজেকে বদলাতে পারছি না কেন, ভেবেছি কখনো❓

আসুন এখন থেকেই কুরআনের রঙে রঙিন হই, কুরআনের আদলে নিজেকে বদলে ফেলি। আল্লাহ তৌফিক দান করুন, আমীন!

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সুবিধামতো যেকোন সময় যেকোন জায়গা থেকে ঘরে বসে অনলাইনে কুরআন শিক্ষা ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার সুযোগ। আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

☑আমাদের কোর্সসমূহ-
▪নুরানী ক্বায়দা ও আমপারা। (বেসিক কুরআন লার্নিং ও তাজবীদ কোর্স)
▪নাজেরা কোর্স।(এডভান্স কুরআন লার্নিং)
▪হিফজুল কুরআন কোর্স। (কুরআন মেমোরিজাইশোন)

☑প্রতিটি কোর্সের পাশাপাশি আরো যা যা শিখানো হবে-
▪সুরা ফাতেহা,আয়াতুল কুরসী, সুরা হাশরের শেষ তিন আয়াত এবং কুরআনের শেষ ১০ সুরা মুখস্থ করানো।
▪পূর্ণাঙ্গ ওজুসহ নামাজ শিক্ষা।
▪দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসনূন দোয়া-দুরুদ ও মাসআলা-মাসায়েল পাঠদান।
▪দৈনন্দিন জীবনের আদব-আখলাক শিক্ষাদান।
▪ইসলামের পাঁচটি স্তম্ভ যথাঃ কালিমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের বেসিক বিষয় নিয়ে আলোচনা করা।

☑ক্লাসের নিয়ম-
▪ক্লাস হবে Zoom বা Google Meet- এর মাধ্যমে।
▪ওয়ান টু ওয়ান প্রাইভেট টিউটরের নিয়মে ক্লাস হবে।
▪সপ্তাহে তিন দিন ক্লাস হবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও ক্লাস সিডিউল নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সের সময় বেশি লাগবে)
▪ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।
▪ক্লাসের সিডিউল একাডেমি কতৃপক্ষ শিক্ষক-শিক্ষকা এবং ছাত্র-ছাত্রীর সুবিধা অনুযায়ী নির্ধারণ করে দিবেন।

☑আমাদের বৈশিষ্ট্যসমূহ-
▪অভিজ্ঞ হাফেজ-হাফেজা/আলেম-আলেমা এবং প্রশিক্ষণ প্রাপ্ত ক্বারীদের মাধ্যমে পাঠদান।
▪গঠন মুলক ও সহজ পদ্ধতিতে পাঠদান।
▪ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া।
▪অনলাইনে পাঠদান এবং শিক্ষার্থীদের সুবিধামতো সময়ে ক্লাস।

☑আমাদের নিকট কেন কুরআন পড়া শিখবেন?
▪আমরা কোন ব্যাচ আকারে পড়াচ্ছিনা।(ওয়ান টু ওয়ান নিয়মে ক্লাস হবে)
▪আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।
▪আমাদের একাডেমিতে যেকোন বয়সের ছেলে মেয়ে ভর্তি হতে পারবে।
▪আমাদের রয়েছে মেল এবং ফিমেল টিচার।

✒ফ্রী ক্লাস-
আপনি চাইলে ভর্তি হওয়ার পূর্বে একটি ফ্রী ট্রায়াল ক্লাস করার সুবিধা পাবেন।

তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ☎ 01404864343 (হোয়াটসঅ্যাপ ও বিকাশ/নগদ)

09/04/2025

৪ কোটি মানুষ বাঁচে দিনে ১০০ টাকায়, এ কথা বলেই কাঁ'দ'লেন ড. ইউনূস

মানুষের দুঃখ ক ষ্টের কথা বলতে যাইয়া ডক্টর ইউনূস আজ কেঁ দে ফেলেছেন সবার সামনে।
একটা মানুষ মানুষকে কতটা নিজের মনের গভীর থেকে অনুভব করলে নিজের চোখ থেকে পানি ফেলতে পারে। সে জনগণের কষ্টটাকে নিজের কষ্ট ফিল করেছে যে কারণে তার চোখে পানি এসেছে। সে নিজের কষ্টকে দেখে নাই জনগণের কষ্টকে নিজের মনে করে দেখছেন।

কিছু মানুষ আছে নিজের জন্য কান্না করে। যেকোনো জায়গায়, যেকোনো পরিস্থিতি আসুক না কেন শুধু নিজের জন্যই কান্না করে।

আসলে এই মানুষটাকে যতই দেখছি মুগ্ধ হচ্ছি।

09/04/2025

দৃষ্টি

যার দৃষ্টি আকর্ষণ করতে চাও, সে হোক নারী বা পুরুষ শ্রোতা, তাতে কিছু যায় আসে না। তার প্রতি আগ্রহ দেখাও। তুমি খুব তাড়াতাড়িই তার চোখে পড়ে যাবে। সাবধান! বক্তার দিকে না তাকিয়ে যদি সারাক্ষণ তোমার নির্ধারিত ব্যক্তির দিকে তাকিয়ে থাকো এটা উল্টো খারাপ ফল দেবে। সে তোমাকে নির্লজ্জ ভেবে বসতে পারে।

TAR

18/03/2025

A wonderful platform for online Islamic education Barakah Institute

14/02/2025
25/11/2024

কেউই মা*রা যায়নি।
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।

😪😪😪😪
30/10/2024

😪😪😪😪

Address

Barishal Sadar
Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanzila Afrin-Rumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category