22/06/2025
সম্প্রীতি সময়ে ৬ নং আমতলী সদর ইউনিয়ন নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। ফেসবুকে অনেকে অনেক রকমের মতবাদ প্রকাশ করছে কেউ সত্যকে ধামাচাপা দিচ্ছে কেউ আবার সত্য প্রকাশ করছে। আমি আজকে ৬ নং আমতলী সদর ইউনিয়ন বাসির উদ্দেশ্যে কিছু কথা বলছি।
আজ অতন্ত্য দুঃখের সাথে বলতে হচ্ছে জাকে আমতলী ইউনিয়ন বাসী দলমত নির্বিশেষে ৭ হাজারের অধিক মটরসাইকেল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছে তাকে বলা হচ্ছে অবৈধ ভোটে নির্বাচিত যেখানে ৯ টি ভোট কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছিলো। আমার জানানেই পুরো বাংলাদেশে এরকম একটা হার্ট নির্বাচন দেখছে কিনা সন্দেহ আছে।
১/ আমার প্রশ্ন হচ্ছে আমতলী সদর ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান কি অবৈধ ছিলো না জনগনের ভোটে নির্বাচিত হয়েছিল..? আমতলী সদর ইউনিয়ন বাসীর কাছে প্রশ্ন রেখে গেলাম।
২/ একজন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি/চেয়ারম্যানকে কোনো দলের কিছু লোক তাদের অনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাধারন জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে অবাঞ্চিত ঘোষণা দেয়ার অধিকার রাখে..? আমতলী সদর ইউনিয়ন বাসীর কাছে প্রশ্ন।
৩/ আরো বলা হচ্ছে চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা নাকি জনবিরোধী কার্যকলাপে জড়িতো ছিলো, আমার প্রশ্ন আমতলী বাসীর কাছে আপনাদের চেয়ারম্যান জনবিরোধী কোন কাজের সাথে কি সম্পৃক্ত ছিলো..?
আমি ও আমার পরিবার বিশ্বাস করি আমতলী সদর ইউনিয়নের সাধারণ জনগণ আমাদের পাসে আছে, যে ভাবে আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকারের জন্য কথা বলে গেছি। তেমনি আমতলী ইউনিয়নের সাধারণ জনগন আমাদের পাসে থাকবে
এবং আমাদের সাথে যাকিছু ঘটছে এসব দখলদারিত্ব, শোষণ, বৈষম্যর বিরুদ্ধে আওয়াজ তুলবে।
সবাই ভালে থাকবেন এবং সু-সাস্থ কামনা করছি,আল্লাহ হাফেজ __
#আমতলীসদরইউনিয়ন
#সাধারণজনতা