04/09/2025
আসবে সুখের দিন
চোখ মেলে বসে আছি স্বপ্নের আলো নিয়ে,
সময় যায় বয়ে চলে, থামে না কোনো প্রয়োজনে।
শুনি—পরিশ্রমই সাফল্যের কাঠি,
বিশ্বাসে ভর করে হাঁটি আমি প্রতিটি পাঞ্জে পাঞ্জে রাত্রি।
অলসতায় কভু হয় না কিছু,
ভয় না পেয়ে এগোতে হয় পথে,
সংকল্পে হতে হবে দৃঢ় ও অচঞ্চল রুচু।
একদিন আসবেই সুখের সকাল,
স্বপ্ন হবে সত্যি, মিলবে জীবনের জ্যোৎস্না নির্ঝরধার।
সফলতার হাত ধরে আসবে আনন্দ,
অপেক্ষার প্রহর গুনছি আমি,
আশায় বুক ভরে অনন্ত।
✍️ **ইকবাল হোসেন**