30/11/2025
আরু,
শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি এবং আমার হৃদয়ের নিকট! কারণটা ভুলে যাওয়ার কথা দিয়েও তোমাকে ভুলতে না পারা। আর হৃদয় থেকে তোমার নাম মুছতে না পারা।
জানো আরু,
আমি ভালো আছি। এটা নিশ্চিত তোমার জন্য সুখবর। কেবল দুঃখ গুলো একটু একটু করে বাসা বেঁধেছে বুকের ভেতর। তাই মাঝরাত্তিরে বুকে ব্যথা হয়।
তোমার কথা মনে পড়ে৷ নিমিষেই য্যানো দম বন্ধ হয়ে আসে। তখন আমি বিছানার এপাশ-ওপাশ করি। ওষুধ খাচ্ছি নিয়মিত তবুও; ব্যথা কমছে না। আমার তো প্রায় অসহ্য লাগে আরু।
ঘুমের ঘোরে চিৎকার করে উঠি। মনের অসুখে যে বুকের ব্যথা হয় তা কি আর ওষুধ সাড়ে বলো? আমার সকল অসুখের প্রেসক্রিপশন তো কেবল তুমি তুমি আর তুমি।
মনে হয় তুমি আসলে আমার যাবতীয় সমস্ত ব্যথা দূর হয়ে যাবে! তুমি আসবে তো ফের মৃত্যুর আগে? জানো আরু আজকাল তোমার কথা খুব করে মনে পড়ে আমার। মন পোড়ে।
আরু
তোমার জন্য সর্বদা প্রার্থনা। বিধাতা তোমার মঙ্গল করুক। চুলের যত্ন নিয়ো। নখের যত্ন নিয়ো। মনের যত্ন নিয়ো। ঠোঁটের যত্ন নিয়ো। নিজের খেয়াল রেখো। অনেক অনেক ভালো থেকো।
ইতি;
তোমার কেউ না। কেউ না।
Aru-আরু