YEH BTEC UNIT

YEH BTEC UNIT The youth wing of The Hunger Project-Bangladesh, known as Youth Ending Hunger (YEH) active since 1995, is the country's largest volunteer social movement.

This page represent YEH-BTEC(Barisal Textile Engineering College,Barisal) Unit,Barishal activity.

🌙 ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা 🌙বিটেক ইউনিট, বরিশাল এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ...
06/06/2025

🌙 ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা 🌙
বিটেক ইউনিট, বরিশাল এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

🕌 এই ত্যাগ ও কোরবানির ঈদ আমাদের শিক্ষা দেয় মানবতা, সহানুভূতি ও সামাজিক সমতার।
🤝 চলুন, আমরা একসাথে গড়ে তুলি একটি সহানুভূতিশীল সমাজ – যেখানে সবাই পায় ভালোবাসা, সহায়তা ও সম্মান।

🐐 কোরবানির মূল শিক্ষা হোক সমাজ সেবায় আমাদের অনুপ্রেরণা।
🌿 আসুন, এই ঈদে আমরা প্রতিজ্ঞা করি – দেশ ও সমাজের জন্য আরও আন্তরিকভাবে কাজ করবো।


ঈদ মোবারক!
– বিটেক ইউনিট পরিবার



🌍 বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ 🌿"পৃথিবীই আমাদের ঘর – চলুন একসাথে রক্ষা করি প্রকৃতিকে!"বিটেক ইউনিটের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিব...
05/06/2025

🌍 বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ 🌿
"পৃথিবীই আমাদের ঘর – চলুন একসাথে রক্ষা করি প্রকৃতিকে!"

বিটেক ইউনিটের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
এই দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি —
✅ গাছ লাগাবো,
✅ প্লাস্টিক দূষণ রোধ করবো,
✅ পরিবেশবান্ধব জীবনযাপনকে উৎসাহিত করবো।

প্রকৃতিকে ভালোবাসা মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করা।
বিটেক ইউনিট – একটি সবুজ, সচেতন এবং স্বনির্ভর বাংলাদেশের পথে। 🌱🇧🇩


শুভ জন্মদিন দাদা🎉❤️বিটেক ইউনিট পরিবারের পক্ষ থেকে জন্মদিনের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা! আপনার জীবনের প্রতিটি দিন হোক সুখ, শান্...
25/05/2025

শুভ জন্মদিন দাদা🎉❤️

বিটেক ইউনিট পরিবারের পক্ষ থেকে জন্মদিনের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা! আপনার জীবনের প্রতিটি দিন হোক সুখ, শান্তি ও সফলতায় ভরপুর।মহান সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু ও অগাধ আনন্দ দান করুন। আবারও শুভ জন্মদিন দাদা!

শুভ জন্মদিন স্যার!🎉(Abir Adhikary Sir Adviser BTEC Unit)আপনার নেতৃত্ব, দিকনির্দেশনা এবং অনুপ্রেরণায় 'বরিশাল টেক্সটাইল ই...
13/05/2025

শুভ জন্মদিন স্যার!🎉
(Abir Adhikary Sir Adviser BTEC Unit)
আপনার নেতৃত্ব, দিকনির্দেশনা এবং অনুপ্রেরণায় 'বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিট' এগিয়ে চলছে দৃঢ় পথচলায়।
আপনার জীবনে আসুক অনন্ত সুখ, সুস্বাস্থ্য ও সাফল্য—এই কামনায় বিটেক ইউনিট পরিবার।
ধন্যবাদ, স্যার, আমাদের পাশে থেকে আলোর পথ দেখানোর জন্য।

11/05/2025

শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলে সন্তানের এতটুকু কমতি হতে দেন না, পৃথিবীর সকল মা দের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।

বিটেক ইউনিটের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি পৃথিবীর সব মাকে।

Happy Mother's Day
– বিটেক ইউনিট"**

বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানায় — ইয়ুথ এন্ডিং হাঙ্গার বিটেক ইউনিট পরিবার।
10/05/2025

বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানায় — ইয়ুথ এন্ডিং হাঙ্গার বিটেক ইউনিট পরিবার।

💥
04/05/2025

💥

শ্রমই শক্তি, শ্রমিকই উন্নয়নের চালিকাশক্তি।মে দিবসের এই দিনে বিটেক ইউনিট শ্রদ্ধা জানায় সব পরিশ্রমী মানুষকে—যাদের ঘামে গ...
30/04/2025

শ্রমই শক্তি, শ্রমিকই উন্নয়নের চালিকাশক্তি।
মে দিবসের এই দিনে বিটেক ইউনিট শ্রদ্ধা জানায় সব পরিশ্রমী মানুষকে—যাদের ঘামে গড়ে উঠে একটি স্বনির্ভর বাংলাদেশ।
শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫!

International Mother Earth Day দিবসে বিটেক ইউনিট প্রতিশ্রুতি নেয়,সবুজ পৃথিবী গড়তে আমরা পাশে থাকবো সর্বদা।
21/04/2025

International Mother Earth Day দিবসে বিটেক ইউনিট প্রতিশ্রুতি নেয়,
সবুজ পৃথিবী গড়তে আমরা পাশে থাকবো সর্বদা।



আজ 20 April 2025 রোজ রবিবার ইয়ুথ ইন্ডিং হাঙ্গার বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিটের সহযোগিতায় Futurenation এর উদ্...
20/04/2025

আজ 20 April 2025 রোজ রবিবার ইয়ুথ ইন্ডিং হাঙ্গার বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিটের সহযোগিতায় Futurenation এর উদ্যোগে.....
Business & Social English Skills এবং Frontier Technology Skills স্কলারশিপ অ্যাওয়ার্ডিং সেরিমনি অনুষ্ঠিত হলো Barishal Textile Engineering College-এ।
Special Guest হিসেবে উপস্থিত ছিলেন
YEH BTEC Unit এর মডারেটর
Abir Adhikary Sir
Lecture Apparel Engineering
Barishal Textile Engineering College, Barishal

সেশনের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
সানজিদ আলম সিফাত
Regional Facilitator
Futurenation, UNDP Bangladesh

মেহেরাব আহমেদ জয়
জাতীয় সমন্বয়কারী FORB Youth Network -
Youth Action on FORB
জেলা সমন্বয়কারী, বরিশাল জেলা ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।

সার্বিক দায়িত্বে ছিলো ইয়ুথ ইন্ডিং হাঙ্গার বিটেক ইউনিটের সকল সদস্য!

আর মাত্র একদিন!💥বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে UNDP এর যৌথ উদ্যোগে বিশ্বমানের স্কিল ডেভেলপমেন্ট কোর্স!তারিখ :২০.০৪....
19/04/2025

আর মাত্র একদিন!💥

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে UNDP এর যৌথ উদ্যোগে বিশ্বমানের স্কিল ডেভেলপমেন্ট কোর্স!
তারিখ :২০.০৪.২০২৫
সময়: বিকাল ২:০০ টা থেকে।
স্থান : ৩য় তলা,প্রশাসনিক ভবন।
🌐 বিনামূল্যে বিশ্বমানের স্কিল ডেভেলপমেন্ট কোর্স!
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে United Nations Development Programme (UNDP) এর সাথে যৌথ উদ্যোগে YEH BTEC Unit এর সহযোগিতায় শুরু হচ্ছে "ফিউচারনেশন" আপস্কিলিং প্রোগ্রাম, যা আপনার ক্যারিয়ার ও দক্ষতাকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়।
🎯 প্রোগ্রামটি দুইটি অংশে বিভক্ত:
📘 Business and Social English Course
এই অংশে ব্রিটিশ কাউন্সিলের তিনমাসব্যাপী অনলাইন ইংরেজি সার্টিফিকেট কোর্স এর মাধ্যমে আপনার ইংরেজি দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে। এই কোর্সের অ্যাডভান্সড লেভেল (C1) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে IELTS 7 স্কোরের সমান হিসেবে বিবেচিত।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/PonAuXJEkRnqFiUUA
যারা ফর্ম পূরণ করবেন, তাদেরকে স্কলারশিপের মাধ্যমে কোর্সটিতে এনরোল করানো হবে।
💻 Frontier Tech Skills Development Courses
এক বছরব্যাপী বিশ্বমানের অনলাইন সার্টিফিকেট কোর্সগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কোর্স:
1. Data Scientist
2. IOT Engineer
3. AI/ML Engineer
4. ML Developer
5. Cyber Security Analyst
6. Robotics Engineer
7. Network Engineer
8. Software Engineer
9. Product Analyst
10. Business Intelligence Analyst
যাদের ফাউন্ডেশনাল টেক স্কিল রয়েছে এবং এইসব নির্দিষ্ট জব রোলগুলোর যেকোনো একটি নিয়ে ক্যারিয়ার গড়তে চান, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/ApVNVoWUin3dasj37
বি.দ্রঃ সাইন-আপের জন্য https://platform.futurenation.gov.bd ওয়েবসাইটে গিয়ে ইভেন্ট কোড *BTEC2025* ব্যবহার করতে ভুলবেন না।
রেজিস্ট্রেশন সহায়তা ভিডিও: https://youtu.be/t8819abdEBw?si=S-A8PEi792T0LeD9

Address

C&B Road,Barisal
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when YEH BTEC UNIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share