Adha Pagol

Adha Pagol In The world,We are actors But Allah is director.

❤️
18/09/2025

❤️

Onek Shundor ❤️
16/09/2025

Onek Shundor ❤️

সেনা প্রধানের উকালতি?প্রস্তাব দেওয়ার পর?জবাবে -প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস স্যারের...উত্তম প্রস্তাব? তবে আওয়ামীলীগ ...
24/03/2025

সেনা প্রধানের উকালতি?
প্রস্তাব দেওয়ার পর?
জবাবে -প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস স্যারের...
উত্তম প্রস্তাব?
তবে আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইট'স ওকে। চাইতেই পারে। তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে।
১/তাকে ৩০ হাজার আহতের হাত, পা, চোখ ফেরত দিতে হবে।
২/জুলাইয়ের ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে।
৩/শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে।
৪/৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে।
৫/২৩৪ বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে।
৬/বিগত ১৬বছর গুম খুন হত্যা হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে।
৭/বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে তাদের জীবন ফেরত দিতে হবে।
আওয়ামীলীগ আগে এগুলো ফিরিয়ে দিক। তারপর ফিরে আসুক।
ইনকিলাব জিন্দাবাদ✊

আল্লাহ কে আমারা কি জবাব দিবো?🙏🥲
23/03/2025

আল্লাহ কে আমারা কি জবাব দিবো?🙏🥲

তোমাদের মাডার মামুনি🥴🥴🥴🥴
22/03/2025

তোমাদের মাডার মামুনি🥴🥴🥴🥴

22/03/2025

ভারতের দালাল,ফ্যাসি'স্ট লীগের ধূসর সেনা-প্রধান ওয়াকারকে পদত্যাগ করতে হবে!
আপনারা কি বলেন??

প্রয়োজনে আরও একটি বিপ্লব ঘটাবে জনগন✊

21/03/2025

নবী মুহাম্মদ (ﷺ) বলেছেন: "তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে"। 🤍
পৃথিবীর সকল মা ভালো থাকুক তাদের জন্য দোয়া করি ।🌸

20/03/2025

লাইলাতুলকদর কবে ও কি আমল করবেন।
----------------------------------------------------------
লাইলাতুলকদর এমন এক রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম(খইরুম মিন আলফি শাহর)
আপনার করা প্রতিটা আমল হবে ১০০০মাস(৮৪বছর ৪মাস) এর থেকে উত্তম-খাইর। হোক সেটা দুই রাকাত নামাজ বা ১ টাকা দান বা ১ আয়াত তিলাওয়াত।সুবহানাল্লাহ।

এ রাত যখন আসতেন তখন আমাদের নাবী সা. কোমর বেধে নেমে পরতেন ইবাদত বন্দীগী করতে।

হাদিস থেকে দেখা যায় নাবী সা. অন্য সময় রাত জেগে ইবাদাত করতেন না, তিনি প্রথম দিকে ঘুমাতেন এবং রাতের শেষাংশে উঠে ইবাদত করতেন, তবে এই রমাদানের শেষ দশকে তিনি(নাবী সা.) রাত জেগে ইবাদাত করতেন এবং পরিবারবর্গদেরকেও জাগিয়ে দিতেন যেনো তারা ইবাদাত করতে পারেন।

আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামবলেছেন: “রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতেলাইলাতুল ক্দর অনুসন্ধান কর।”[সহীহ বুখারী (২০১৭) ও সহীহমুসলিম (১১৬৯), তবে শব্দচয়ন ইমাম বুখারী]

এই শেষ দশকে বিশেষ করে ইতিকাফ করা, যে ব্যক্তি এই শেষ দশকে ইতেকাফ করলো তার লাইলাতুলকদর মিস যাবার কোনো সম্ভাবণা নেই এমনি সে যদি ইতিকাফে থাকা অবস্থায় ঘুমিয়েও থাকে তবুও সে লাইলাতুলকদর পেয়েই যাবে।

তাই এই শেষ দশকের বিশেষ আমল বলা যেতে পারে "ইতিকাফ করা" যে আমল কিনা রোজা ফরজ হবার পর থেকে আমাদের নাবী সা. কখনোই ছাড়েন নাই।

এছাড়া যারা ইতিকাফ করবেন না বা সম্ভব নয়, তারা এই শেষ দশকের বেজোর রাতে লাইলাতুলকদর কদর খুজতে রাত্রি জাগরন করে ইবাদত করতে পারেন।

এই রাতে বিশেষ কোনো ইবাদত নেই, আপনি সাধারণত যে সমস্ত নফল ইবাদত করেন সে সমস্তই নফল ইবাদাত করতে পারেন যেমন, ১.কুরআন তিলাওয়াত, (আল্লাহ এই লাইলাতুলকদরেই কুরআন নাজিল করেছেন তাই এ রাতে কুরআন তিলাওয়াত করুন)। ২.নফল নামাজ ৩.যিকির-আযগার। ৪.ছলাতুল তাসবিহ ৫.দান-সাদাকাহ, ইত্যাদি (সারারাত্র এভাবেই আমলের ভেতর দিয়ে কাটানোর চেষ্টা করুন)। এতেই আপনি সফল হবে ইনশাআল্লাহ। {বিদ'আদ আমল থেকে দূরে থাকবেন নতুবা আপনার আমল ধূলিশায়ী হয়ে যাবে}

কোনো ভাবেই যেনো লাইলাতুলকদর ছুটে না যায় এই ব্যবস্থা করতে হবে, কারন লাইলাতুলকদর কদর ছুটে যাওয়ার ব্যপারে কঠিন এক হাদিস এসেছে।

নাবী সা. লাইলাতুলকদর নিয়ে একটা হাদিস বলেন যার শেষে বলেন- ❝এতে (রমজানে) এমন এক রাত রয়েছে যা হাজার মাস থেকেও উত্তম। যে ব্যক্তি এ রাত্রির কল্যান থেকে বঞ্চিত হয়েছে। সে তো যাবতীয় (সকল) কল্যান থেকে বঞ্চিত হলো।” [নাসায়ী: ৪/১২৯, মুসনাদে আহমাদ: ২/২৩০, ৪২৫]❞

আরেকটা বিষয় এ রাত নিয়ে বিশেষ ইবাদত অর্থাৎ ধরাবান্দা ইবাদত না থাকলেও একটি সুন্দর দুয়া আছে যা আমাদের নাবী সা. এই রাতে করবার ব্যপারে শিক্ষা দিয়েছে, দুয়াটি হচ্ছে-

#আরবি:
اللَّهمَّ إنَّك عفُوٌّ كريمٌ تُحِبُّ العفْوَ، فاعْفُ عنِّي

#উচ্চারণ:
‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি।’

#অর্থ:
‘হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন।

উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) রাসুলুল্লাহ (স.)-এর কাছে জানতে চেয়েছেন, ‘কোন রাতটি লাইলাতুল কদর, তা যদি আমি জানতে পারি, তখন কোন দোয়া পড়বো?’ তখন রাসুলুল্লাহ (স.) তাঁকে উপরোক্ত দোয়াটি পড়তে বলেন। (তিরমিজি: ৩৫১৩)

এছাড়াও যেকোনো দুয়া করতে পারেন, এবং এই রাত্রিগুলিতে আল্লাহর কাছে খাসদিলে তাওবাহ করুন এবং নিজের সকল চাহিদা-প্রয়োজন আল্লাহর কাছে চান। ইনশাআল্লাহ কবুল হবে।

20/03/2025

গা*জায় যুদ্ধ বিরতির জন্য আহবান জানালেন সকল দেশ ও জাতিসংঘকে
🗣 ইউনুস স্যার✊
দেশে এমন নেতাই দরকার আমাদের🫶

আলহামদুলিল্লাহ ✊
20/03/2025

আলহামদুলিল্লাহ ✊

সুবাসিত ফুল,তুমি তো জান্নাতি!
20/03/2025

সুবাসিত ফুল,তুমি তো জান্নাতি!

20/03/2025

আলহামদুলিল্লাহ ☝️
গা*জায় হামলা না থামা পর্যন্ত ইয়েমেন ছাড়*বেনা ইসরাইলকে ✊

Address

Banaripara.Barisal
Barisal
8530

Alerts

Be the first to know and let us send you an email when Adha Pagol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share