27/09/2025
এখানে অনেকেরই কমেন্ট পড়লাম অনেকে বলছে ভালোবাসা যৌন নির্ভর অনেকে মানতে নারাজ আবার অনেকের নিজস্ব মন্তব্য কিন্তু বন্ধুরা প্রেম আর ভালোবাসা তো এক জিনিস নয়। যদি প্রেম কি তাহলে বলবো প্রেম হলো আবেগের বিশেষ তাড়না, কাউকে দেখে পছন্দ হলো, আপন মনে হলো, মনের কামনায় তাকে আপন করে কাছে পেতে মন চায়। এটা মনের উষ্ণ কামনা, মন বিচলিত না হলে সেই পছন্দের মানুষের প্রতি আগ্রহ জন্মাতো না। এটাই মনের বিকার ভাব। আচ্ছা সব বাদ। যদি প্রাণীদের দেহে সেক্স হরমোন না থাকতো তা হলে কোন প্রাণী বিপরীত লিঙ্গের প্রতি কোন আকর্ষণ বোধ কাজ করতো না। প্রেম তো দূরের কথা কেউ কারো দিকে ফিরেও তাকাতো না, অনুভূতি আসতো না সমস্ত অনুভূতি নিসক্রিয় হয়ে যেতো, তাই কাম বা যৌনতাই মূখ্য। যদি কোন স্ত্রীর সাথে তার স্বামী সহবাস না করে তবে দেখবেন ঐ স্ত্রী বা স্বামী যেই হউক না কেন। সে পর নারী বা পুরুষের প্রতি আকর্ষণ বোধ করবে তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। আর যদি তা না হয় তাহলে তার প্রতি আগ্রহ হারাবে সম্পর্ক শেষ হয়ে যাবে। একটু চিন্তা করেন এই দেহের একটা ধর্ম আছে নিজস্ব কটা চাহিদা আছে। কেননা কামশাস্ত্র মতে ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় সহবাস যত করা যায় মানসিক দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। হ্যা এটাও বলছি প্রেম পবিত্র থাকাই শ্রেয় তাতে নোংরা বানানো উচিত নয়। আর যদি ভালোবাসার কথা বলি আমরা তো মা- বাবা -ভাই -বোন -আত্মীয়স্বজন ওনাদেরকেও তো ভালোবাসী কারন ভালোবাসা তো প্রেম নয়। ভালোবাসা হতে পারে কথা বলার ধরণকে, ভালোবাসা হতে পারে সুন্দর ব্যবহারকে, আবার হতে কন্ঠকে, দীঘল চুলকে, তার ব্যক্তিকে, তার বড় মনকে, ধার্মিকতাকে, নম্র স্বভাবকে, সততাকে, এগুলোর মাধ্যমে ভালো লাগতে শুরু করে ভালো ভাবনা শুরু হয় ভালো লাগতে শুরু করে কেননা প্রেমের থেকে ভালোবাসা অনেক ঊর্ধ্বে।
ক্ষমা করবেন ক্ষুদ্র জ্ঞানে অল্প করে বুঝানোর প্রচেষ্টা করলাম। সকলের প্রতি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করছি🙏🗿