15/08/2025
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে সাত বছরের একমাত্র ছেলেকে মাদ্রাসায় রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছেন এক গৃহবধূ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রবাসী মিরাজ শরীফ জানান, তিনি ও তার মা দীর্ঘ ১৬ বছর ধরে কর্মসূত্রে দুবাই প্রবাসী। নয় বছর আগে একই বংশের সিরাজ শরীফের মেয়ে শান্তা আক্তার মনিকে (২৭) সামাজিকভাবে বিয়ে করেন তিনি। দাম্পত্য জীবনে তাদের আয়ান ইসলাম নামে সাত বছরের এক পুত্রসন্তান রয়েছে। চলতি বছরের ৯ জুন ছুটিতে দেশে এসে মিরাজ জানতে পারেন, স্ত্রী শান্তা আক্তারের সঙ্গে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়া গ্রামের বাসিন্দা আরিফুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছে। এ সম্পর্কের সূত্র ধরে তারা একাধিকবার কুয়াকাটা ও বরিশালের আবাসিক হোটেলে রাত্রীযাপন করেছেন। বিষয়টি অকপটে স্বীকার করে শান্তা উভয় পরিবারের উপস্থিতিতে লিখিত মুচলেকা দিয়ে ক্ষমা চান এবং আর কখনো এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেন।এরপর সংসার স্বাভাবিক থাকলেও গত ৭ আগস্ট সকালে শান্তা তার ছেলে আয়ানকে সরিকল বন্দরের মাদ্রাসায় দিয়ে বাড়ি ফেরেননি। পরে দুপুরে শান্তা তার বাবাকে ফোনে জানান, তিনি মুন্সীগঞ্জে আরিফুলের কাছে আছেন এবং খোঁজাখুঁজি করতে নিষেধ করেন।পরে বাসায় তল্লাশি চালিয়ে দেখা যায়, চার ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনও নিখোঁজ রয়েছে। এ ঘটনায় প্রবাসী মিরাজ শরীফ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শান্তা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে তার বাবা সিরাজ শরীফের ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।