03/10/2025
আমাকে কেউ ভালবাসে না ।
এই কথাটা একদম মিথ্যা কথা ।আমাকে সবাই ভালবাসতে চায় । আমার জীবনে কেউনা কেউ আসতে চায় । কিন্তু আমি একজনকে প্রচন্ড ভালবাসি তাই কাউকে আমার জীবনে আসতে দেইনা । কিন্তু সে মানুষটা আমাকে বুঝেও বোঝে না ।
অথবা , আমাকে এমন ভাবে ভেঁঙ্গচূড়ে গুড়িয়ে দেওয়া হইছে ভালবাসার অভিনয় করে ,যে আমার জীবনে আমি কাউকেই আসতে দেই না ।
প্রতিটা একা থাকা মানুষের গল্প গুলো ঠিক এমন করেই শুরু হয় ।
অথচ ভিতরে লুকানো থাকে কাউকে গভীর ভাবে ভালবাসার কথামালা ।
~মাসুমা ইসলাম নদী -