01/07/2025
"কমেন্টে 'ফলো ব্যাক দিন' বলা থেকে বিরত থাকুন।
ফেসবুকের অ্যালগরিদম এটিকে স্প্যাম বা অপব্যবহার মনে করে, ফলে আপনার কমেন্টের মান ও প্রোফাইলের পেশাদার ভাবমূর্তি নষ্ট হয়। এতে করে আপনার রিচ (পোস্টের ছড়িয়ে পড়ার সম্ভাবনা) উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
সফল কেউ আপনাকে ফলো করবে না
বরং যারা নতুন, তারা একে অপরকে সহায়তা করুন। একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করুন—
আপনাকে ফলো করার মতো কিছু তৈরি করুন, চেয়ে নয়—দিয়ে দিন, মানুষ নিজেই আসবে।"