PARU -পারু

PARU -পারু Love to Travel

কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পরআমরা সাধারণত দু’টি পথে হাঁটতে পারি—অথবা তাকে পরিবর্তন করার চেষ্টা করি,অথবা নিজেদের ভেঙে ...
07/12/2025

কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পর
আমরা সাধারণত দু’টি পথে হাঁটতে পারি—
অথবা তাকে পরিবর্তন করার চেষ্টা করি,
অথবা নিজেদের ভেঙে পড়তে দিই।

কিন্তু সবচেয়ে মূল্যবান তৃতীয় পথটি হলো—
নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে ফেলা।

এই পরিবর্তন কোনো রাগের প্রতিফলন নয়,
এটা প্রতিশোধও নয়—
এটা নিজের অস্তিত্ব পুনর্গঠনের এক নীরব প্রক্রিয়া।

যখন কেউ আপনাকে কষ্ট দেয়, প্রতারণা করে,
অথবা নিজের স্বার্থে ব্যবহার করে—
তখন তার উপর প্রতিশোধ নেওয়াটা খুব স্বাভাবিক মনে হয়।
কিন্তু সেটাই কি সত্যিকারের জয়?
না।

সত্যিকারের জয় তখনই আসে,
যখন আপনি সেই মানুষটিকে চিনে ফেলার পর
নিজেকে আগের থেকে আরও শক্ত করেন,
আরও পরিণত করেন,
আরও সচেতন হন।

আপনার নরম জায়গাগুলোকে রক্ষা করতে শিখেন,
বিশ্বাস দেওয়ার আগে একটু থামতে শিখেন,
আর নিজের মূল্য বুঝে
নিজেকে এমনভাবে গড়ে তোলেন
যে আপনাকে আর কেউ সহজে ভাঙতে না পারে।

এটাই সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ব্যয়বহুল প্রতিশোধ—
কারণ এতে আপনি কাউকে হারান না,
বরং নিজেকেই জিতিয়ে আনেন।

আপনার পরিবর্তন তখন একজনের জন্য নয়,
আপনার পুরো জীবনকে সুস্থ ও নিরাপদ রাখার জন্য।w
যে আপনাকে অবমূল্যায়ন করেছে,
সে হয়তো একদিন বুঝবেও না
আপনি কতটা বদলে গেছেন।
কিন্তু আপনি জানবেন—
এই পরিবর্তনটিই ছিল আপনার সত্যিকারের মুক্তি।

নিজেকে বদলে ফেলা—
এটাই মানুষের ওপর প্রতিশোধ নয়,
নিজের প্রতি নেওয়া সর্বোচ্চ সম্মান। ❤️
~ ফরিদ আহমেদ মুন্না।

I don’t need many, just one real heart that stays🖤   ゚ .
07/12/2025

I don’t need many, just one real heart that stays🖤

゚ .

Falling in love is easy but staying in love is very special. 🖤   ゚
07/12/2025

Falling in love is easy but staying in love is very special. 🖤

I don’t need many, just one real heart that stays.🖤   ゚
06/12/2025

I don’t need many, just one real heart that stays.🖤

In your arms, I found my safest place. 🖤   ゚
06/12/2025

In your arms, I found my safest place. 🖤

হাতে হাত রেখে, ছুয়ে দেওনা আমাকে..!!🖤
29/11/2025

হাতে হাত রেখে, ছুয়ে দেওনা আমাকে..!!🖤

প্রতিটি সকলে তোমাকে চাই। 🖤
29/11/2025

প্রতিটি সকলে তোমাকে চাই। 🖤

- যত্নশীল জীবনসঙ্গী পাওয়া এক ধরনের  রিজিক, যা পুরো জীবন জুড়ে শান্তি ছড়িয়ে দেয়! 🖤
26/11/2025

- যত্নশীল জীবনসঙ্গী পাওয়া এক ধরনের রিজিক, যা পুরো জীবন জুড়ে শান্তি ছড়িয়ে দেয়! 🖤

22/11/2025

সুখ আপেক্ষিক অনুভূতি , ভাবলে আছে, না ভাবলে নেই।🖤

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when PARU -পারু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share