22/09/2025
দীর্ঘদিন পর
দীর্ঘদিন পোষ্ট করিনি,,হয়তো সময় ছিল কম, হয়তো মন ছিল অন্য কোথাও,কিংবা ব্যাক্তিগত সমস্যা,,,কিন্তু এই সময়টা ছিল আমার নিজের জন্য
পেজটা খুলেছিলাম শখের বশে,,বলতে পারেন শখের জন্য শুরু করেছিলাম,
কিন্তু মাঝে মাঝেই মনে হয়, শখটাই যেন এক অন্যরকম দায় হয়ে দাঁড়ায়।
সেই জন্যই আজ একটু থামা
মাঝে মাঝে সব কিছু থেকে বিরত থাকতে হয়।
হয়তো একটু দূরে সরে গিয়ে নিজের কথা শুনতে,
মনকে কিছুটা বিশ্রাম দিতে।
জীবনের এই ধীর গতি আমাদের দখল থেকে মুক্ত করে।
আবার নতুন শক্তি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়।
বিরতি নেওয়াও এক ধরনের শিখন,
নিজেকে ভালোবাসার আরেক ভাষা।
তাই যখন মনে হয় সব ভারি হয়ে আসছে,
সেই সময় নিজেকে একটু সময় দিতে হয়,
বিরতি নিতে হয়, আবার ফিরে আসার জন্য।
হয়তো ফিরবো নতুন ভাবে নতুন করে যারা পাশে ছিলেন আশা করি মনে রাখবেন,,,আবার ভালোবাসা দিবেন।
আপনাদের জন্য শুভকামনা রইল,,,দুআ এবং ভালোবাসা,,আমার জন্যও দুআ করবেন🥰
's magical life