20/08/2025
এদেশের মানুষ আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও খুনিদের ক্ষমতায় দেখতে চায় না।
— মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
স্বাধীনতার পর থেকে এদেশের মানুষ নানা দলের শাসন দেখেছে। প্রত্যেক দলই জনগণকে ধোঁকা দিয়েছে। কেউ নিয়েছে নৌকা মার্কা, অথচ নৌকা চালাতে পারে না। কেউ নিয়েছে ধান মার্কা, অথচ ধান চাষ করে না। কেউ নিয়েছে লাঙ্গল মার্কা, অথচ লাঙ্গল চালাতেও জানে না। কিন্তু আমরা হাতপাখা মার্কা নিয়ে এসেছি, যা আমরা ব্যবহার করতে পারি। হাতপাখা ছোট-বড় সবার প্রয়োজন, ধনী-গরিব সবার প্রয়োজন। তাই আগামী নির্বাচনে হাতপাখা জিতলে জিতবে দেশের জনতা, জিতবে মানবতা, জিতবে অসহায়, বঞ্চিত ও নিপীড়িত মানুষেরা।
আজ ২০ আগস্ট ২০২৫, রোজ বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখার সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম খলিল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহফুজ আহমাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত ❝৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ❞-এ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম উপরোক্ত মন্তব্য করেন।
শায়খে চরমোনাই আরও বলেন, বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে ৫ আগস্ট আমরা স্বৈরাচারকে বিদায় জানিয়েছিলাম। কিন্তু ৫ আগস্ট-পরবর্তী সময়ে বৈষম্য কমার পরিবর্তে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে বিএনপির গায়ে লাগে, খুনিদের বিরুদ্ধে বললে বিএনপির গায়ে লাগে, দখলদারদের বিরুদ্ধে বললেও বিএনপির গায়ে লাগে। এমনকি বিএনপি এখন দেশের মসজিদগুলোর ইমামদের কণ্ঠস্বর রোধ করারও চেষ্টা করছে। আমরা আর কোন চাঁদাবাজ, খুনী ও দখলদারদের ক্ষমতায় দেখতে চাই না।
তিনি আরো বলেন, সকলের দুর্নীতি ও দুঃশাসন দেখে এদেশের মানুষ নতুন করে আবার ইসলামের দিকে ছুটছে, ইসলামকে কাছে টেনে নিচ্ছে। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। ৯২% মুসলমানের এই দেশে সংসদ চলবে কুরআনের আইনে।
উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, এই শতাব্দী হচ্ছে ইসলাম বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে ইসলাম স্বমহিমায় পুনরায় ফিরে আসবে। আমরা দক্ষ যোগ্য ও নৈতিকতার সমৃদ্ধ জনশক্তি তৈরি করতে পারলে আমাদের মাধ্যমেই ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরমোনাই কওমিয়া মাদরাসার প্রধান আদিব, মুফতি মিজানুর রহমান কাসেমী, শাখার সাবেক সভাপতি ও শায়খে চরমোনাইয়ের একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দিক, শাখার সাবেক সভাপতি ও চরমোনাই কওমিয়া মাদরাসার সিনিয়র উস্তাদ মুফতি জালালুদ্দিন মুলাদী, শাখার সাবেক সভাপতি ও চরমোনাই কওমিয়া মাদরাসার সিনিয়র উস্তাদ মুফতি সাঈদুর রহমান, শাখার সাবেক সভাপতি ও চরমোনাই কওমিয়া মাদরাসার সিনিয়র উস্তাদ মুফতি রহমাতুল্লাহ চাঁদপুরী, শাখার সাবেক সভাপতি ও চরমোনাই কওমিয়া মাদরাসার সিনিয়র উস্তাদ মুফতি মোশাররফ হোসাইন দিনাজপুরী, শাখার সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ সাঈদুল ইসলাম, শাখার সাবেক সহ সভাপতি মুহাম্মাদ ইসমাঈল শহিদ।
উক্ত সমাবেশে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই আলিয়া শাখার সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম, বরিশাল জেলার শাখার সভাপতি এম এম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ হাসিবুল হোসেন, সরকারী বিএম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ জিয়াউর রহমান নাঈম।
এছাড়াও উপস্থিত ছিলেন, শাখার সহ সভাপতি মুহাম্মাদ কাওসার হামিদ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ বিন জিহাদী, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ বায়েজিদ হুসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক নাজমুল হাসান, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ICAB NEWS