Tanzina Tanu

Tanzina Tanu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanzina Tanu, Digital creator, Barisal.

࿐⃝💚 ࿐⃝💚اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْبِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ࿐⃝💚যাহারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহাপুরস্কার।࿐⃝💚𝄞⋆⃝💜❝࿐

14/08/2025

আগে ধার্মিকদের স্ত্রীরা এমন ছিল যে তাদের স্বামীরা ঘর থেকে বের হওয়ার সময় বলতেন, হারাম উপার্জন থেকে দূরে থাকুন। অবশ্যই, আমরা অনাহারে থাকতে পারি, কিন্তু জা*হান্নামের আগুনে যেতে পারি না!

[সূত্র : মিনহাকুল-কাসিদীন, ২/৬২]

কিসের এত অহংকার 💔😅
04/08/2025

কিসের এত অহংকার 💔😅

বিড়ালদের কিছু অতিপ্রাকৃত শক্তি অনুভব করার ক্ষমতা আছে, বিশেষ করে জিন বা অদৃশ্য আত্মা সম্পর্কিত বিষয়গুলোতে।🐱 কিভাবে বিড়া...
25/07/2025

বিড়ালদের কিছু অতিপ্রাকৃত শক্তি অনুভব করার ক্ষমতা আছে, বিশেষ করে জিন বা অদৃশ্য আত্মা সম্পর্কিত বিষয়গুলোতে।

🐱 কিভাবে বিড়াল জিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে?

১. অদৃশ্য শক্তির উপস্থিতি টের পায়

বিড়ালদের ইন্দ্রিয় (বিশেষত দৃষ্টি ও শ্রবণশক্তি) খুবই প্রখর। অনেক সময় তারা এমন দিকে তাকিয়ে থাকে বা প্রতিক্রিয়া দেয়, যেখানে মানুষের চোখে কিছুই দেখা যায় না। বিশ্বাস করা হয়, তারা জিন বা অশরীরী আত্মা বুঝতে পারে।

২. জোরে শব্দ করে তাড়া দেয়

অনেক সময় বিড়াল হঠাৎ গর্জন করে বা ফোঁসফোঁস শব্দ করে— যেন কাউকে ভয় দেখাচ্ছে। লোকবিশ্বাস অনুযায়ী, তারা এইভাবে জিনকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়।

৩. ঘরের নির্দিষ্ট জায়গায় গিয়ে হামলে পড়ে

বিড়ালরা যদি ঘরের কোনো নির্দিষ্ট কোণে গিয়ে অকারণে আঁচড়াতে শুরু করে বা ঘেউ ঘেউ করে, তাহলে অনেকে বলেন— সেই জায়গায় হয়তো কোনো অশুভ উপস্থিতি রয়েছে, এবং বিড়াল সেটাকে আক্রমণ করছে।

৪. নামাজ বা কোরআন তেলাওয়াতের সময় শান্ত হয়ে বসে

জিন উপস্থিত থাকলে সাধারণত পরিবেশ ভারী হয়ে যায়। কিন্তু কোরআন তেলাওয়াত বা আজানের সময় বিড়াল যদি শান্ত হয়ে পড়ে, তাহলে ধারণা করা হয়— সে আল্লাহর বাণী শুনে প্রশান্ত হয়, এবং আশেপাশে থাকা জিন দূরে সরে যায়।

---

👁️ বিড়াল যখন জিনকে দেখে তখন তার লক্ষণসমূহ

✔️ ১. এক দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা

যদি বিড়াল কিছু না থাকা জায়গায় স্থিরভাবে তাকিয়ে থাকে এবং নড়াচড়া না করে, তাহলে বিশ্বাস করা হয় সে জিনকে দেখতে পাচ্ছে বা টের পাচ্ছে।

✔️ ২. হঠাৎ ভয় পাওয়া বা লুকিয়ে পড়া

বিড়াল হঠাৎ গুটিশুটি মেরে লুকিয়ে পড়ে বা হঠাৎ দৌড়ে পালিয়ে যায়, অথচ চারপাশে কোনো ঝুঁকি নেই— তাহলে ধারণা করা হয়, সে অদৃশ্য কোনো কিছুকে ভয় পেয়েছে।

✔️ ৩. ঘরের নির্দিষ্ট কোনায় বারবার যাওয়া

বারবার এক জায়গায় গিয়ে ঘুরাঘুরি করা, গন্ধ শোঁকা বা ঘেউ ঘেউ করাও এক ধরনের ইঙ্গিত হতে পারে।

✔️ ৪. ঘুমের মধ্যে ফোঁসফোঁস বা প্যাঁচপ্যাঁচ শব্দ করা

বিড়াল যদি ঘুমের মধ্যেই বিরক্তি প্রকাশ করে, তাহলে কেউ কেউ মনে করেন— সে স্বপ্নেও অশরীরী কিছুর সঙ্গে লড়াই করছে।

---

📿 বিড়ালকে আশীর্বাদ হিসেবে দেখা হয় কেন?

ইসলাম ধর্মে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। নবী মুহাম্মদ (স.) নিজেও বিড়াল পোষতেন। অনেকে মনে করেন, বিড়াল ঘরে থাকলে জিনের প্রভাব কমে যায়, কারণ তারা আল্লাহর সৃষ্টি হিসেবে অনেক আত্মিক শক্তির অধিকারী।

---

🕯️

23/07/2025

“আহারে গরিব রিকশাওয়ালা মামা, ১০ টাকা ভাড়া বেশি দিলে কি হয়?”
দুর্ঘটনার সময়:
: মামা হাসপাতালে যাবেন?
: না মামা, যামুনা।
: মামা চলেন না, বাচ্চাটার শরীর পুড়ে গেছে। তাড়াতাড়ি হাসপাতালে না নিলে বাঁচবে না।
: ঠিকাসে যামু । ১০০ টাকা ভাড়া।
: মামা হাসপাতাল পর্যন্ত তো ৪০ টাকা ভাড়া।
: না মামা, যামুনা তাইলে।

“দোকানদার মানুষ, দাম ২ টাকা এদিক সেদিক হতেই পারে। সামনে দোকান আরও দূরে। থাক, ২ টাকা বেশি দিয়েই কিনি।”
দুর্ঘটনার সময়:
:ভাই, পানি হবে? ২ লিটার পানি দেন, আমার বাচ্চাটা আগুন থেকে বের হয়ে শ্বাস নিতে পারছে না। ওকে পানি খাওয়াতে হবে।
:হ্যাঁ হবে। কিন্তু ৬০০ টাকা।
:কি বলেন ভাই? ২ লিটার পানি ৬০০ টাকা?
:জ্বি। নিলে ৬০০ টাকা দিয়ে নিতে হবে। অনেকেই পানি খুঁজতেসে। আপনি না নিলে অন্য করো কাছে বিক্রি করবো।

কার প্রতি দয়া মায়া দেখবেন আপনি? অন্য সময়ে আপনার সামনে মায় কান্না করবে আর আপনার দুঃসময়ে এরা আপনার পরিস্থিতির ফায়দা তুলবে।
সবগুলো অমানুষ, সব।
এগুলো সহ্য করার মতো নয়।
আল্লাহ তুমি আমাদের ধৈর্য্য দাও।

কিছু বলার ভাষা নাই😢
23/07/2025

কিছু বলার ভাষা নাই😢

23/07/2025

Assalamu alikum.... 🌸

Why always July 😭
21/07/2025

Why always July 😭

Pray For Milestone 🥺
21/07/2025

Pray For Milestone 🥺

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanzina Tanu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share