23/12/2023
শুকনো মস্তিষ্কের এক খন্ড....
ওমুক ছেলের তুখোড় মেধা!!ওমুকের ব্রেন ভালো!! ওমুকের মেয়ে খুব ব্রিলিয়ান্ট!!! ওমুকের একবার পড়লেই হয়ে যায়!!!!
তমুকের মাথা কাঁচা!!! তমুকের ব্রেন ভালো না!!! তমুকের সারাদিন পড়ে পড়া মুখস্থ করা লাগে,তাও হয় না!!! তমুকের ছেলের মাথায় গোবর!!!! তমুকেরে দিয়া কিছু হবে না!!!তমুক এত পড়ে তাও ভালো কিছু করতে পারে না!!!
আমার প্রশ্ন," তোমাগো ক্ষমতা থাকলে বানিয়ে দেখাও,যাকে তাচ্ছিল্য করছো তার মত মেধা হীন মানুষ,আল্লাহর সৃষ্টি নিয়ে তাচ্ছিল্য করার তুমি কে?তোমাকে সেই অধিকার কে দিয়েছে? "
আল্লাহ তায়ালা বলেন," "আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।" (সূরা আদ দূহা:৫)
আল্লাহ তায়ালা নিশ্চয়ই প্রত্যেককে কিছু না কিছু স্পেশালিটি দিয়েছেন। আর সব থেকে বড় স্পেশালিটি হলো ভালো মানুষ হওয়া।
আপনার সন্তান যদি তুখোড় মেধাবী হয় কিন্তু মানবিক না,বেপরোয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করে না কিংবা নেশা পানি করে।তাহলে কি আপনি নিজেকে সার্থক মনে করবেন?
আপনি আসলে ব্যর্থ।
আপনার সন্তান যদি কম মেধাবী হয়, কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনাকে মান্য করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে।
সেটাই আপনার সার্থকতা।
আসলে আল্লহতায়া ওই কম মেধাবী মানুষটাকে কিছু দিবেন, সুধু সময়ের ব্যাপার।
স্কুল, কলেজে প্রথম হওয়া কিন্তু মেডিকেল, ইঞ্জিনিয়ারিং,ভার্সিটিতে চান্স পাওয়াই সাফল্য না।
ওর জন্যও ভালো কিছু আছে, শুধু ওর জন্য দোয়া করবেন, আর অপেক্ষা করুন।
বলবেন, "অনেক ভালো মানুষ দেখেছি যারা সফল হতে পারে নি!"
আসলে আপনার কাছে সাফল্যের যা মাপকাঠি তার কাছে তা নয়।আপনার কাছে টাকাই সব,কিন্তু তার কাছে টাকা বড় বিষয় না।কিংবা...
আপনি কি জানেন সব থেকে বড় প্রফিট / পুরস্কার / সাফল্য দেয়া হবে কোথায়?
সেটা হবে হাশরের দিন,আর পুরস্কার হবে জান্নাত।
কিংবা.... আল্লাহ তায়ালা তার এই কম মেধাবী প্রিয় বান্দাকে পরকালে জান্নাত দান করবেন, তখনতো সেই সবথেকে সফল,তাই নয় কি???
কখনো আপনার ছেলে/ মেয়েকে কারো সাথে তুলনা করবেন না।
এই তুলনাই তাকে অপরাধের দিকে ধাবিত করবে...
হয়ে উঠবে চোখের কাটা....
ওকে সাহস দিন,সৎ পথে থাকার আর ধৈর্য ধরার। ইনশাআল্লাহ ওই দিন শেষে সফল থাকবে।থাকবে সবার উপরে।