Verse of Deen

Verse of Deen It's about my Adventure

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْতাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
07/06/2025

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

একবার ভাবুন........................।।একটা ১০ পাউন্ড স্টিলের বার, আর আমাদের জীবনের মূল্যএকটা ১০ পাউন্ডের স্টেইনলেস স্টিলে...
06/06/2025

একবার ভাবুন........................।।

একটা ১০ পাউন্ড স্টিলের বার, আর আমাদের জীবনের মূল্য
একটা ১০ পাউন্ডের স্টেইনলেস স্টিলের বার – কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ৪০ ডলার।
🔨 এটাকে ঘোড়ার নাল বানালে মূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ৪০০ ডলার।
💉 এটাকে মেডিকেল সুচে পরিণত করলে মূল্য হয় ৪০,০০০ ডলার।
⏱️ এটাকে ঘড়ির স্প্রিংস ও গিয়ারে রূপান্তর করলে মূল্য পৌঁছায় ৪০০,০০০ ডলারে!
💻 আর এটাকে যদি হাই-টেক লেজার কম্পোনেন্টে পরিণত করা যায়, যেগুলো চিপ তৈরিতে লাগে — তখন এই বারটির মূল্য দাঁড়ায় মিলিয়ন ডলারেরও বেশি।
তাহলে প্রশ্ন হচ্ছে, আসল মূল্য কোথায়?
তোমার মূল‍্য এই নয় তুমি কী দিয়ে তৈরি, বরং তুমি নিজেকে কতটা দক্ষ করে গড়েছো, আর তোমার স্কিল কোথায়, কিভাবে প্রয়োগ করছো – সেটাই তোমার সত্যিকারের মূল্য।
একটা বাস্তব সত্য
এই গল্প আমরা প্রায় সবাই জানি।
তবে এই গল্পের শিক্ষা খুব কম মানুষই বাস্তব জীবনে নেয়।
📊 সমাজে মাত্র ১% মানুষ নিজের স্কিল ডেভেলপ করার পেছনে বিনিয়োগ করে।
📄 আর বাকি ৯৯% মানুষ সার্টিফিকেট নিয়ে চাকরি খোঁজে।
যে ১% মানুষ স্কিল ডেভেলপ করে, তারাই হয় মালিক –
আর বাকি ৯৯% তাদের অধীনে চাকরি করে।

Collected From Islam Vai

💕কুরবানীর দিনের আমলা 💕কুরবানির দিন (ঈদুল আজহার দিন) ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে কিছু বিশেষ আমল ...
06/06/2025

💕কুরবানীর দিনের আমলা 💕
কুরবানির দিন (ঈদুল আজহার দিন) ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে কিছু বিশেষ আমল রয়েছে যা পালন করা মুস্তাহাব (সুপরামর্শযোগ্য) এবং কখনো কখনো ওয়াজিব (আবশ্যিক)। নিচে কুরবানির দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো দেওয়া হলো:
🌙 ১. তাকবিরে তাশরীক পাঠ করা
কুরবানির দিনসহ ১০-১৩ জিলহজ পর্যন্ত (মোট ৫ দিন) প্রতিটি ফরজ নামাজের পরে উচ্চস্বরে বলা:
تَكْبِيْرُ التَّشْرِيْقِ:
اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ
উচ্চারণ: Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Wallahu Akbar, Allahu Akbar, wa lillahil hamd
অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই; আল্লাহই মহান, আল্লাহই মহান; সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
🕋 ২. ঈদের নামাজ আদায় করা
ঈদের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের নামাজ আদায় করা।
নামাজে যাওয়ার আগে গোসল করা, উত্তম পোশাক পরা, আতর ব্যবহার করা এবং খালি হাতে ঈদগাহে যাওয়া সুন্নত।
🐄 ৩. কুরবানী প্রদান করা
সামর্থ্যবান মুসলমানদের জন্য কুরবানী করা ওয়াজিব (হানাফি মতে)।
কুরবানির পশু জবাই করে এর গোশত তিন ভাগে ভাগ করে: নিজের জন্য, আত্মীয়-স্বজনদের জন্য, এবং গরীবদের জন্য বিলি করা উত্তম।
🤲 ৪. দোয়া ও ইবাদতে মশগুল থাকা
আল্লাহর জিকির, তাসবিহ, তাহমিদ, এবং তিলাওয়াতে সময় ব্যয় করা।
গুনাহ মাফ ও রহমতের দোয়া করা।
🍽️ ৫. কুরবানির গোশত খাওয়া
কুরবানির দিন নিজের কুরবানির গোশত খাওয়া সুন্নত। সম্ভব হলে ঈদের নামাজের পর খাওয়া উত্তম।
💬 ৬. শুভেচ্ছা বিনিময় করা
"ঈদ মোবারক" বলে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত।
এই আমলগুলো যথাযথভাবে পালন করলে ঈদুল আজহার তাৎপর্য এবং বরকত লাভ করা যায়।

৬ই জুন ৯ই জিলহজ (শুক্রবার) ফজর থেকে শুরু হচ্ছে তাকবির ওয়াজিব পাঠ।একটি সুন্নাহসম্মত তাকবির:اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَك...
05/06/2025

৬ই জুন ৯ই জিলহজ (শুক্রবার) ফজর থেকে শুরু হচ্ছে তাকবির ওয়াজিব পাঠ।
একটি সুন্নাহসম্মত তাকবির:
اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد
আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার; লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার, আল্লা-হু আকবার; ওয়া লিল্লা-হিল ‘হামদ।
(অর্থ : আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহই সবচেয়ে বড়; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।)
(আস-সুনান: ১৭৫৬)
জিলহজের ৯ তারিখ (শুক্রবার) ফজর থেকে শুরু করে ১৩ তারিখ (মঙ্গলবার) আসর পর্যন্ত (মোট ২৩ ওয়াক্ত) প্রত্যেক ফরজ নামাজের পরপর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ—প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত যেকোনো একটি তাকবির) পাঠ করা ওয়াজিব। পুরুষদের উচ্চ আওয়াজে বলতে হবে এবং নারীরা নিচু আওয়াজে।
◉ প্রত্যেক ফরজ নামাজের সালামের পরপর কোনো কথাবার্তা বলা বা নামাজ পরিপন্থী কোনো কাজ করার আগেই তাকবিরে তাশরিক অন্তত একবার পড়তে হবে।
◉ শুধু পাঁচ ওয়াক্ত ফরজের পর পড়তে হবে। বিতরের কিংবা অন্য কোনো সুন্নাত বা নফলের পরে পড়ার প্রয়োজন নেই। তবে, কোনো কোনো পূর্বসূরি নফল নামাজ শেষেও পড়তেন। তাই, কেউ চাইলে পড়তে পারেন।
◉ তাকবিরে তাশরিক পড়তে ভুলে গেলে খুব বেশি দেরি না হলে স্মরণ হওয়া মাত্র পড়ে নিতে হবে। আর, একদম মিস হয়ে গেলে বা নামাজের পর বেশি দেরি হয়ে গেলে ইস্তিগফার করবেন।
◉ ঈদের দিনে ঈদগাহে যেতে এটি পড়া উত্তম।
◉ পিরিয়ডে থাকা নারীদের জন্য এই তাকবির পাঠ করা জরুরি নয়। কারণ এটি ফরজ নামাজের পর পাঠ করতে হয়। তবে, তাঁরা যেকোনো সময় এটি পড়তে পারেন, পড়লে নেকি পাবেন।

05/06/2025

Labbaik Allahumma Labbaik Hajj Ki Talbiyah لبیک اللہم لبیک

আপনি মুসলিম হলে একবার হলেও নিচের দোয়াটি পরে নিন। আজকের আরাফার দিন। মুমিনের জন্য সর্বশেষ একটি দিন।
05/06/2025

আপনি মুসলিম হলে একবার হলেও নিচের দোয়াটি পরে নিন। আজকের আরাফার দিন। মুমিনের জন্য সর্বশেষ একটি দিন।

আজকে আরাফার দিন। আজকের দিনের জন্য অতীব জরুরি দোয়া। 🤲🤲🤲
04/06/2025

আজকে আরাফার দিন। আজকের দিনের জন্য অতীব জরুরি দোয়া। 🤲🤲🤲

একটি সিয়ামের বিনিময়ে ২ বছরের গুনাহ মাফের সুযোগ মুমিনরা হাতছাড়া করতে পারে না।আরাফার দিনে রোজা...আগের এবং পরের দুই বছরের গ...
04/06/2025

একটি সিয়ামের বিনিময়ে ২ বছরের গুনাহ মাফের সুযোগ মুমিনরা হাতছাড়া করতে পারে না।

আরাফার দিনে রোজা...
আগের এবং পরের দুই বছরের গুনাহ মাফ "ইনশাআল্লাহ"

বাইতুল্লাহর মুসাফির হওয়া প্রত্যেক মুমিন মুসলমানের স্বপ্ন এর জন্য নিচের এই দোয়া গুলো বেশি বেশি পড়তে পারি। আল্লাহ তাআলা...
04/06/2025

বাইতুল্লাহর মুসাফির হওয়া প্রত্যেক মুমিন মুসলমানের স্বপ্ন
এর জন্য নিচের এই দোয়া গুলো বেশি বেশি পড়তে পারি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ , জিয়ারতে মদিনা যাওয়ার তৌফিক দান করুক।

Day and night view of the Royal Clock Tower 🌙
03/06/2025

Day and night view of the Royal Clock Tower 🌙

আমি কোথায়?উত্তর: বাংলাদেশে।বাংলাদেশ কোথায়?উত্তর: এশিয়াতে।এশিয়া কোথায়?উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমি...
01/06/2025

আমি কোথায়?
উত্তর: বাংলাদেশে।

বাংলাদেশ কোথায়?
উত্তর: এশিয়াতে।

এশিয়া কোথায়?
উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমিটার (৭,৯২৬ মাইল)।

পৃথিবী কোথায়?
উত্তর: ৪.৬ বিলিয়ন বছর পুরনো সৌরজগতের তৃতীয় গ্রহ।

সৌরজগত কোথায়?
উত্তর: এটি অবস্থিত মিল্কিওয়ে (Milky Way) গ্যালাক্সির এক প্রান্তে, 'Orion Arm' নামক অঞ্চলে। মিল্কিওয়ে গ্যালাক্সিতে আনুমানিক ১০০ থেকে ৪০০ বিলিয়ন তারা রয়েছে।

মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?
উত্তর: এটি "লোকাল গ্রুপ" নামে পরিচিত একটি গ্যালাক্সি গুচ্ছে (galaxy group) অবস্থিত, যেখানে আরও ৫০টির মতো গ্যালাক্সি আছে।

লোকাল গ্রুপ কোথায়?
উত্তর: এটি অবস্থিত "ভিরগো সুপারক্লাস্টার"-এর একটি অংশ হিসেবে, যা হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত।

ভিরগো সুপারক্লাস্টার কোথায়?
উত্তর: এটি "লেনিয়া কিয়া সুপারক্লাস্টার" (Laniakea Supercluster)-এর একটি শাখা, যার ব্যাস প্রায় ৫২০ মিলিয়ন আলোকবর্ষ!

তাহলে এই সুবিশাল গ্যালাক্সি, ক্লাস্টার, সুপারক্লাস্টার—সবই কি মহাবিশ্ব?
উত্তর: মোটেই না। এগুলো মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ। আধুনিক বিজ্ঞান বলছে, আমরা পুরো মহাবিশ্বের মাত্র ৪-৫% বুঝতে পেরেছি। বাকি ৯৫% হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি—যা এখনো রহস্যের অন্ধকারে আচ্ছন্ন।

ভাবুন তো!
আমি, একটি মানুষ, একটি দেশ, একটি মহাদেশ, একটি গ্রহ, একটি তারামণ্ডল, একটি গ্যালাক্সি, একটি ক্লাস্টার, একটি সুপারক্লাস্টার... এভাবে একের পর এক মহাবিশ্বের স্তরের মধ্যে এক বিন্দু!

এই অসীম বিস্তারের মাঝে আমার অস্তিত্ব কতটুকু ক্ষুদ্র, আর সেই ক্ষুদ্র আমি যদি চিন্তা করি কে এই সব কিছুর স্রষ্টা—তবে বলা চলে:

> “যিনি এই অনন্ত মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি কতই না মহান!” 🌌✨
Verse of Deen

Address

Barishal

Telephone

+8801756221332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Verse of Deen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share