26/10/2025
মানুষ কেমন জানেন?
মানুষ শুরুতে যেমন দেখায় শেষ পর্যন্ত তেমন থাকে না। মানুষ পরিবর্তনশীল। আপনি যখন একটা মানুষের সাথে একটা সম্পর্কে যাবেন, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা, প্রথমে আপনাকে যে priority দিবে শেষে তার অর্ধেক ও আপনাকে দিবে না!মানুষ বদলায়, মানুষের ভালোলাগা বদলায়! আপনার সাথে মানুষটা মিশবে, আপনাকে বুঝবে! কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনি তার কাছে বিরক্তকর হয়ে যাবেন। সারা জীবন কেউ পাশে থাকে না। তবে থাকে খুব কম মানুষই যারা এমন পায় তারা খুব ভাগ্যবান হয়!❤️🩹