Sofik Munshi - শফিক মুন্সী

Sofik Munshi - শফিক মুন্সী ✍️ ওখান থেকে নিয়মিত আমার এই পেজে ভিডিও পাবেন👉👇👇👇👇👇👇

মুন্সী মিডিয়া - Munshi Media

হারানো বিজ্ঞপ্তি।মা বাবার কোলে ফিরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা,,,নাম=হুমায়রা (৮) পিতা মোঃ হাসনাইন মুন্সি,মাতা মরিয়ম বেগ...
15/06/2025

হারানো বিজ্ঞপ্তি।
মা বাবার কোলে ফিরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা,,,

নাম=হুমায়রা (৮) পিতা মোঃ হাসনাইন মুন্সি,মাতা মরিয়ম বেগম,সাং হাজারীগঞ্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ড, গ্রাম মাহাদীগন্জ, গনি মিয়ার সেন্টার,মজিবল হক মুন্সি বাড়ি, থানা শশীভুষন, উপজেলা চরফ্যাশন, জেলা ভোলা।
গতকাল বিকাল ৩ ঘটিকার সময় নিজ বাড়ি থেকে কাশেমগন্জ নানা বাড়ি যাওয়ার পথে হারিয়ে যায়।কেউ কোথাও দেখলে দয়া করে নিচের নাম্বার যোগাযোগ করার অনুরোধ রইল।

বাবা = 01880214003 == 01715936083

08/06/2025
05/06/2025

চরফ্যাশন যুবদলের সভাপতি দিপু ফরাজী ৫ জুন ২০২৫

আজ, ৫ জুন' ২০২৫ ইং--বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্টে বী...
05/06/2025

আজ, ৫ জুন' ২০২৫ ইং--

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্টে বীর শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান।

চরফ্যাশন উপজেলা জুলাই-আগস্টে ১২ জন বীর শহীদ পরিবারের মাঝে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

প্রধান অতিথি :- জনাব, আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।
সাবেক সংসদ সদস্য ভোলা-৪

05/06/2025

ভোলা চরফ্যাশন শশীভূষণ রসুলপুর কলেরহাট গরুর বাজার, ৫ জুন২০২৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও ...
05/06/2025

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক।

ঈদুল আযহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো-ত্যাগ করা। পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, মাংশ বা রক্ত কোনটাই আল্লাহ’র কাছে পৌঁছায় না, ‘পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা’। বিশ্বাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহ’র নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহ’র নৈকট্য লাভের জন্য পশু কুরবানী দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আযহা। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছাসে পরিপূর্ণ। দেশের জনগণ দেড় দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। গত বছর ৫ই আগস্টে ফ্যাসিবাদী চক্রের পতনের পর দেশে কিছুটা স্বস্তির পরিবেশে এবার মানুষ ঈদুল আযহা উদযাপন করবে। ফ্যাসিবাদী আমলে তাবেদার অপশক্তির অবৈধ ক্ষমতা লোভের কারণে রাষ্ট্র ও সমাজে নীতি, নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটে। এখন সকলে মিলে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি, উন্নত নৈতিকতা ও পাহাড়সম বৈষম্য দূরীভুত করতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে সর্বত্র। যেন বেপরোয়া লুটপাট, দুর্নীতি ও টাকা পাচারের মতো ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়।

ত্যাগের উৎসব হলো ঈদুল আযহা। ঈদুল আযহার উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানী। পশু কুরবানী হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষার ঐতিহ্যের ধারা বেয়েই কোরবানী মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে। ঈদুল আযহার ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে। কোরবানীর যে মূল শিক্ষা তা আমরা যদি নিজ জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হই তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারবো। বিশ্বাসীদের সে চেষ্টায় আত্মনিবেদিত থাকতে হবে।

কোরবানী ঈদ বিশ্ববাসী মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। উৎসব হলো সর্বজনীন, এর প্রাঙ্গণে সমবেত হয় সব মানুষ। উৎসব মানুষকে পরস্পরের সাথে শুভেচ্ছাবোধে উদ্বুদ্ধ করে।

বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গৃহস্থালীতে পানি, গ্যাস ও বিদ্যূতের তীব্র সংকটে জনজীবন সীমাহীন দুর্দশায় নিপতিত। স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে ।

ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

05/06/2025

বক্তব্য রাখছেন শশীভূষণ থানার সভাপতি!

বোরহানউদ্দিন
05/06/2025

বোরহানউদ্দিন

Address

Dhaka

Telephone

+8801688642131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sofik Munshi - শফিক মুন্সী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share