Marium hoor

Marium hoor Never give up

31/10/2024
10/10/2024

মন খারাপের রাতগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে ফেলি। চাইলেও নিজেকে যেন কিছুতেই আটকাতে পারি না।
এরপর আস্তে আস্তে মনের চারপাশে ভিড় জমায় রাজ্যের সব মন খারাপের গল্প, যার পৃষ্ঠা একটার পর একটা উল্টাতেই থাকে। থামতে চায় না একদমই। সাথে ভারী হয় কন্ঠস্বর, ফুলে যাওয়া চোখ তো আছেই।

প্রচন্ড কান্নার রেশে শরীর হয় ক্লান্ত। তারপর মাথা ধরার সাথে ঘুমের চেষ্টা এবং এক সময় এসে ঘুম। আর একবার যদি ঘুম এসেই যায়, তবে সব শান্ত।
তারপর যখন সকাল হয়। রোদের উঁকিঝুঁকিতে একটু দেরি করে ঘুম ভাঙে। তখন আর মনে থাকে না, ঘুমানোর আগে আমার ঠিক কতোটা মন খারাপ ছিলো। বরং মনটা তখন অনেকটা শীতলই থাকে। ঠিক সকালের মিষ্টি রোদের মতো।

হ্যাঁ মন খারাপ হতেই পারে। মন খারাপ যে মনুষ্য জীবনের একটা অংশ, নিত্যদিনের রুটিন। তবে হ্যাঁ, এই খারাপটা না সারাজীবন থাকে না। একদম বেশি হলে কয়েকদিন! তারপর নিজে থেকেই উপলব্ধি হতে থাকে যে এইসব মন খারাপের কোনো মানেই হয় না।

মন খারাপ হয়, হবেই। একে বাদ দেওয়াও যাবে না জীবন থেকে। তাই মন খারাপ হলে একটু কেঁদে ফেলুন। যদি কান্না না আসে তবে রাজ্যের সব মন খারাপের গল্পগুলো মনে করে হলেও কাঁদুন। কান্না শেষ হলে আপনি নিজেকে নতুনভাবে অবিষ্কার করতে পারবেন।
মনে রাখবেন বৃষ্টির পরে আকাশে কিন্তু সুন্দর রঙধনু উঠে এবং তা যার নজরে পড়ে, তারই নজর কাড়ে।

নিজেকে ভেঙে তোমাকে আস্ত আকাশ কিনে দিয়েছিলাম। তুমি ধরে রাখতে পারলে না।বিশ্বাসের বুকে ধান ভাঙা মেশিন চালিয়ে দিলে। বুঝতে পা...
23/09/2024

নিজেকে ভেঙে তোমাকে আস্ত আকাশ কিনে দিয়েছিলাম।
তুমি ধরে রাখতে পারলে না।
বিশ্বাসের বুকে ধান ভাঙা মেশিন চালিয়ে দিলে।
বুঝতে পারলে না, সস্তা ভেবে যে আকাশ তুমি
অবিশ্বাসের সাথে নষ্ট করলে,
সেখানে একদিন তাকিয়ে আফসোস কর‍তে হবে মনে রেখো।

তুমি আমার ভালবাসাটা দেখেছ,
কিন্তু আমার ঘৃণা দেখোনি!
তুমি দেখেছো কিভাবে বিশ্বাস পুজি করে মনে রাখা যায়।
কিন্তু ভুলে যাওয়ার ক্ষমতাটা দেখোনি।
তুমি কি ভেবেছো তোমাকে ছাড়া বাঁচতে পারাটা অসম্ভব? ভুল ভেবেছো! ভাঙতে আমিও জানি।

মেনে নেওয়া আর মানিয়ে চলার পথে
তোমাকে পাপের সাথে ঘৃণায় ডুবিয়ে মার.বো।
যতোটা যত্নে তোমাকে বুকের আড়াই ইঞ্চি জায়গায় আগলে পুষেছি।
সেখানে তুমি ততোটা পাপীর তালিকায়
অযত্নে অবহেলায় আয়না মুখ দেখতে পাবে।।

তুমি যেখানে বিশ্বাস খেয়ে গেছো,
সেখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিবো,
বিশ্বাসঘাতকের প্রবেশ নিষিদ্ধ।
বুকের শহরে প্রতিটি অলিগলিতে,
কাচা পাকা রাস্তায় বিলবোর্ডে টানিয়ে দিবো
বিশ্বাসঘাতকের ক্ষমা নেই।

তুমি যেখানে দাঁড়িয়ে বিশ্বাসের সওদা করেছো,
ভুল বলে ফিরে এসে যদি মৃত্যুর চোখে তাকিয়ে বলো
ক্ষমা করার ক্ষমতার দখল নিতে,তবুও তোমার জন্য প্রবেশ নিষিদ্ধ।
তোমাকে এতোটাই ঘৃণার জলে ডুবে মার.বো যে
অনুসন্ধানে কোন চোখ তোমাকে আমার কাছ
অবধি পৌঁছাতে পারবে না।

তুমি আমার তীব্র ভালবাসা দেখেছো,
কিন্তু আমার ঘৃণা করার তীব্র শক্তি দেখোনি।
তুমি আমার যত্ন দেখেছো,
কিন্তু ভুলে যাওয়ার প্রবল শক্তি খুঁজে পাওনি।

লেখা– মোঃ মেহেদী হাসান

05/09/2024
13/03/2024

ভালোবাসা, সম্পর্ক খুব অদ্ভুত।এক জায়নামাজে নামাজ পরা ব্যক্তি, প্রতি 2 রাকায়েত তাহাজ্জুদ নামাজ শেষে কপালে চুমু খাওয়া মানুষ টাও একদিন সব ভূলে যায়,জিবন আমাদের শিক্ষায় কোন কিছুই চিরস্থায়ী নয়, আসছি একা, যেতে হবেও একা।

https://youtu.be/wf8CGgeqSTg?si=P4yK-PP-tKuLsTQm
03/12/2023

https://youtu.be/wf8CGgeqSTg?si=P4yK-PP-tKuLsTQm

যদি বারে বারে একটি সুরে মন তোমায় কাদায় | kobitar gan(কবিতার গান)| 🎧 Use headphone and close your eyes for better experience 🥰🔰Hey,If you ...

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marium hoor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marium hoor:

Videos

Share