Minimal Dream by NR

Minimal Dream by NR Hay there,
it’s me,Rubaida Binta Aziz. welcome to my page🌼It features paintings,Crafts,activities
(7)

আমার মেহেদী দেয়ার পার্টনার পেয়ে গিয়েছি।এখন তিনি নিজেই বলে"চলো আমরা দুজন মেহেদী দেই"তার ছোট ছোট খুনসুটি, মিষ্টি কথা, আর ন...
23/05/2025

আমার মেহেদী দেয়ার পার্টনার পেয়ে গিয়েছি।এখন তিনি নিজেই বলে"চলো আমরা দুজন মেহেদী দেই"
তার ছোট ছোট খুনসুটি, মিষ্টি কথা, আর নিষ্পাপ হাসি—সবকিছুতেই ভরে থাকে এক অপার্থিব আনন্দ🎀
আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য

ভালোবাসা হলো এক চিলতে রোদ, যা হৃদয়কে উষ্ণ রাখে....এক অব্যক্ত অনুভূতি, যা দূরত্বের মাঝেও কাছাকাছি রাখে....❤️❤️ফোনের এই ব্...
23/03/2025

ভালোবাসা হলো এক চিলতে রোদ, যা হৃদয়কে উষ্ণ রাখে....
এক অব্যক্ত অনুভূতি, যা দূরত্বের মাঝেও কাছাকাছি রাখে....❤️❤️

ফোনের এই ব্যাক কভারটি আমি পেইন্ট করেছিলাম আমার জীবনসঙ্গীর জন্য। ইহা নিয়েই তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়ায় দিগবিদিক... তাতে কি..?
প্রিয়জনের স্পর্শে থাকুক আমার তুলির ছোঁয়া...🎀🎀

সময়ের সাথে সাথে জীবনের প্রায়োরিটি বদলে যায়। তবে সেই বদল যদি মনকে একটু হলেও প্রশান্তি দেয়।তবে তাই হোক.....আলহামদুলিল্লাহ ...
20/03/2025

সময়ের সাথে সাথে জীবনের প্রায়োরিটি বদলে যায়। তবে সেই বদল যদি মনকে একটু হলেও প্রশান্তি দেয়।তবে তাই হোক.....
আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।

ছবিতে আমার করা বোতল পেইন্টিং with clay🎀

O Allah, protect the people of Gaza and increase the Rizik people of Gaza....O Allah, help those who are in need, wherev...
19/03/2025

O Allah, protect the people of Gaza and increase the Rizik people of Gaza....
O Allah, help those who are in need, wherever they may be. Ameen!
(21:71) “And We delivered him [Ibrahim] and Lut to the land which We had blessed for the worlds”

মাঝেমধ্যে অনেক কিছু বলার থাকলেও বলতে ইচ্ছে করেনা....কারণ শব্দ ভালো লাগেনাভালো লাগে শুধু মাত্র নিরবতা..🌼
17/03/2025

মাঝেমধ্যে অনেক কিছু বলার থাকলেও
বলতে ইচ্ছে করেনা....
কারণ শব্দ ভালো লাগেনা
ভালো লাগে শুধু মাত্র নিরবতা..🌼

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।রবিবাবু..... ❤️আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্ত...
15/03/2025

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।

রবিবাবু..... ❤️

আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্ত-কাল🎀

বেহেশতের ফুল ‘আছিয়া’ বেহেশতে চলে গেছে আলহামদুলিল্লাহ। ‘আছিয়া মরিয়া প্রমাণ করিলো সে মরে নাই! সে বাঁচিয়াছে! আর আমাদের ম...
13/03/2025

বেহেশতের ফুল ‘আছিয়া’ বেহেশতে চলে গেছে আলহামদুলিল্লাহ।

‘আছিয়া মরিয়া প্রমাণ করিলো সে মরে নাই! সে বাঁচিয়াছে! আর আমাদের মারিয়া গিয়াছে।’

জাতি হিসেবে আমরা লজ্জিত, আর কত!!
আচ্ছা,এদের শাস্তি হতে কি দীর্ঘ অমানিশার প্রয়োজন? এদের প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক...
দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।

হে আমার প্রিয়, তোমায় প্রথম দেখা,তোমার প্রথম স্পর্শ, তোমাকে প্রথমবারের মতন ছুঁয়ে দেখা....এ যেনো স্বপ্নের মতন।তোমার নিষ্পা...
12/03/2025

হে আমার প্রিয়,
তোমায় প্রথম দেখা,তোমার প্রথম স্পর্শ, তোমাকে প্রথমবারের মতন ছুঁয়ে দেখা....এ যেনো স্বপ্নের মতন।
তোমার নিষ্পাপ মুখের চাহনি, আর তোমার মিষ্টি মুখের হাসি....🎀
তুমি আমার হৃদয়ের এক টুকরো, আমার অস্তিত্বের পরিপূর্ণতা❤️

আমাদের প্রথম সমুদ্র দেখার স্মৃতি 🎀🌊🏝️🌞

কেকের আদি উৎপত্তি প্রাচীন মিশর এবং গ্রীসে। প্রাচীন মিশরীয়রা মধু, বাদাম এবং শুকনো ফল দিয়ে মিষ্টি রুটি তৈরি করত, যা কেকে...
07/03/2025

কেকের আদি উৎপত্তি প্রাচীন মিশর এবং গ্রীসে। প্রাচীন মিশরীয়রা মধু, বাদাম এবং শুকনো ফল দিয়ে মিষ্টি রুটি তৈরি করত, যা কেকের প্রাথমিক রূপের মতো।
সেই ১৮শ শতকে তৈরী হওয়া কেক,হোক সেটা মিশর বা এথেন্স,কোথায় কে জানে!!ঘোড়ার ডিম😜😜একবিংশ শতাব্দীর রমজান মাসে কন্যার মায়াময় আবদারে সাউথ এশিয়ার এক ছোট্ট দেশের,ছোট্ট শহরের এক মাতা(আমি)এই unpolished কেকটি রেডি করেছে। কেকের কোন রুলস এই আনাড়ি মাতা জানেন নাহ,তার উপর আবার কেক হতে হবে ♥ সেইপ,আবার রংটি হতে হবে পিংক।এতো কন্ডিশন মেনে কেক বানিয়ে যখনই একটু ছবি তুলতে যাবো,(একটু স্মৃতি ধরে রাখবার চেস্টা) তখন আবার রূপকথার মতন লোডশেডিং,💔 ভাবা যায়..!!
Though my little sunshine has enjoyed every single slice.... Alhamdulillah ❤️

সত্যিসত্যিই আমার মোমবাতিটি এবার কাজে লেগেছে... 🕯️🕯️🕯️
জীবন ভীষণ আনপ্রেডিক্টেবল... লাইক লোডশেডিং...😛
তবুও,
Life becomes more meaningful when you realize the simple fact that you'll never get the same moment twice.....

Ramadan is not just about testing your will power and abstaining from food. At a deeper level, Ramadan is about transcen...
28/02/2025

Ramadan is not just about testing your will power and abstaining from food. At a deeper level, Ramadan is about transcending to become the best versions of ourselves to please Allah (swt). To abstain from all things negative, be it in wicked thoughts, words, or actions.❤️❤️
May Allah grant us 🌼🌼

কাল আমরা দু'জন ভাষা শহীদদের নানান গল্প( ভাষা আন্দোলন,রফিক, শফিক, জব্বার, সালাম সহ সকলের গল্প) করছিলাম।একসময়... বছর তিনেক...
21/02/2025

কাল আমরা দু'জন ভাষা শহীদদের নানান গল্প( ভাষা আন্দোলন,রফিক, শফিক, জব্বার, সালাম সহ সকলের গল্প) করছিলাম।একসময়... বছর তিনেকের কন্যা আমার আপ্লুত হলো কিছুটা।বলেই ফেললো, পাকিস্তানি দুষ্টু গুলো! বললাম,মা,কোন কিছু পেতে হলে, কষ্ট একটু করতেই হয়।আহা!কচি মন!
একটু পরে বেলকনিতে গিয়ে দেখি, নীচে বাচ্চারা শহীদ মিনার বানাচ্ছে।নামিরাও দেখে ভীষন খুশি।তিনি অনেক আগে থেকেই শহীদ মিনার চিনেন।তাকে বললাম কাল তোমাকে আমরা নিয়ে যাবো কেমন।অল্পতেই খুশি হওয়া কন্যা আমার❤️
রাতে আমাদের ছবি আঁকার সময় এলে, আমি তাকে তার প্যাস্টেল কালার দিয়ে খুব সহজে একটা পেইন্টিং করে দেই।এই ছবি আমরা দু'জন মিলে এঁকেছি।
মা হয়ে,আমি যে কত কি শিখছি অবিরত!আমি অ্যক্রাইলিক ব্যবহার করি,প্যাষ্টেল কালারে খুব একটা কমফোর্টেবল না।ভাবলাম এখন থেকে চেষ্টা করতে হবে।কারণ, মেয়ে আমর কয়েকদিন বাদে এই রংয়েই ছবি আঁকবে।
সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের গাছের বাগানবিলাস নিয়ে আমরাও গেলাম শহীদ মিনারে।
সে এক বাঁধভাঙা ভালোলাগা।
এর আগে কবে গিয়েছি,ঠিক মনে করতে পারছি নাহ।
তবে নামিরার সাথে আমাদের এই প্রথম....

ধন্যবাদ মামা।

Address

Barishal

Telephone

+8801731395168

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minimal Dream by NR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share