21/02/2025
কাল আমরা দু'জন ভাষা শহীদদের নানান গল্প( ভাষা আন্দোলন,রফিক, শফিক, জব্বার, সালাম সহ সকলের গল্প) করছিলাম।একসময়... বছর তিনেকের কন্যা আমার আপ্লুত হলো কিছুটা।বলেই ফেললো, পাকিস্তানি দুষ্টু গুলো! বললাম,মা,কোন কিছু পেতে হলে, কষ্ট একটু করতেই হয়।আহা!কচি মন!
একটু পরে বেলকনিতে গিয়ে দেখি, নীচে বাচ্চারা শহীদ মিনার বানাচ্ছে।নামিরাও দেখে ভীষন খুশি।তিনি অনেক আগে থেকেই শহীদ মিনার চিনেন।তাকে বললাম কাল তোমাকে আমরা নিয়ে যাবো কেমন।অল্পতেই খুশি হওয়া কন্যা আমার❤️
রাতে আমাদের ছবি আঁকার সময় এলে, আমি তাকে তার প্যাস্টেল কালার দিয়ে খুব সহজে একটা পেইন্টিং করে দেই।এই ছবি আমরা দু'জন মিলে এঁকেছি।
মা হয়ে,আমি যে কত কি শিখছি অবিরত!আমি অ্যক্রাইলিক ব্যবহার করি,প্যাষ্টেল কালারে খুব একটা কমফোর্টেবল না।ভাবলাম এখন থেকে চেষ্টা করতে হবে।কারণ, মেয়ে আমর কয়েকদিন বাদে এই রংয়েই ছবি আঁকবে।
সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের গাছের বাগানবিলাস নিয়ে আমরাও গেলাম শহীদ মিনারে।
সে এক বাঁধভাঙা ভালোলাগা।
এর আগে কবে গিয়েছি,ঠিক মনে করতে পারছি নাহ।
তবে নামিরার সাথে আমাদের এই প্রথম....
ধন্যবাদ মামা।