Md: Basar

Md: Basar মানুষ মানুষের জন্য

09/01/2025

ইত্যাদি চলাকালীন ঠাকুরগাঁও এ এ কেমন ঘটনা ঘটে গেলো ,

16/12/2024

রেকর্ড ব্রেকিং বৃষ্টিপাতের আশংকা ২০ ও ২১ শে ডিসেম্বর

আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। ২০২২ সালের ৪ ৫ ই ফেব্রুয়ারি যেই রকম রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এই রকম পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আগামী ১৮ ও ১৯ শে ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবাল আশংকা করা যাচ্ছে। দুর্ভাগ্যক্রমে একই সময়ে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে একটি শক্তিশালি পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে। স্থলভাগের উপরে পশ্চিমা লঘুচাপ ও সমুদ্রের উপরে লঘুচাপের মিলিত প্রবাহে আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। সম্ভব্য এই ভারি বৃষ্টি সম্বন্ধে আমি শতকরা ৯০% এর বেশি নিশ্চিত। সবচেয়ে বেশি বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।

খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আলু-চাষিদের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা করা যাচ্ছে ভারি বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ার কারণে। এই সকল বিভাগের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে আজ থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য। একই সাথেকে দক্ষিণাঞ্চলের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করে রাখার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্য।



© mostofa kamal polash

ভোর ৫ টায় মৃ'ত্যু। সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে।৮ টায় শেষ গোসল করানো হবে।৯টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে।যোহর নামা...
05/10/2024

ভোর ৫ টায় মৃ'ত্যু।
সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে।
৮ টায় শেষ গোসল করানো হবে।
৯টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে।
যোহর নামাজ পরে তোমার আলিশান বাড়ি
থেকে বের করে নেওয়া হবে।
২টায় তোমার আজান ছাড়া নামাজ পড়ানো হবে।
২:৩০ তোমাকে মাটিতে দাফন করে দেওয়া হবে।
মাটি দেওয়া শেষে কেউ তোমার জন‍্য দোয়া করবে।
আর কেউ চলে আসবে।
এইতো তোমার জিবনের শেষ আয়োজন!
তো কিসের এতো অহংকার?

ভুলে যাও তোমার সব রঙিন স্বপ্ন।ফিরে আসো রবের দিকে। তোমার শেষ ঠিকানা এই সাড়ে ৩ হাত মাটি তোমার শেষ সম্বল।

প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জন।
09/07/2024

প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জন।

একেতো কোটার বাশতার উপর প্রশ্নফাঁস 😞😞
09/07/2024

একেতো কোটার বাশ
তার উপর প্রশ্নফাঁস 😞😞

30/06/2024

কথাগুলো নিদারুণ সত্যি.......

21/02/2024

কাউকে গা*লির বদলে গা*লি দিও না, ল*জ্জা*র বদলে ল*জ্জা দিও না, ক*ষ্টের বদলে ক*ষ্ট দিও না।

যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রো*ধের সৃষ্টি হয়, আর তা তুমি হ*জম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,

"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!"
(সূরা আয-যুমারঃ ১০)

৮২ বছর বয়স হয়েছিল; পৃথিবীর মায়া কাটিয়েছেন "পেলে"
29/12/2022

৮২ বছর বয়স হয়েছিল; পৃথিবীর মায়া কাটিয়েছেন "পেলে"

08/12/2022

কি লিখবো বুঝতেছিনা

28/11/2022

- মনে রেখো...😊

- সৃষ্টিকর্তা দিয়েও পরীক্ষা নেয়, নিয়েও পরীক্ষা নেয়!"🤗💙

28/11/2022

এই গানটা শুনলে অনেক বেশি
মৃত্যুর কথা মনে পড়ে🤲🤲🤲

Address

Barishal
8400

Telephone

+8801757232271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md: Basar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md: Basar:

Share