31/10/2025
#ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের অন্তর্গত প্রত্যেকটা #মানুষের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে মহান #আল্লাহ তায়ালার নিকট আত্মসমর্পণ করা, আনুগত্য করা। আল্লাহর নিকট আনুগত্যের অর্থ হচ্ছে আল্লাহর দেওয়া বিধান ও হযরত #মুহাম্মদ (সা.) প্রদর্শিত পথে নিচের #জীবন পরিচালনা করা। আল্লাহর আনুগত্যকারীর জন্য আল্লাহ যেমন জান্নাতের ব্যবস্থা করেছেন তেমনি বিরুদ্ধাচারণ করলে শাস্তির ব্যবস্থাও করেছেন। #জান্নাত কিংবা #জাহান্নামে জন্য নয় একজন তাকওয়াবান মানুষের দায়িত্ব হচ্ছে সর্বাবস্থায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করা। কিন্তু আমরা প্রাত্যহিক জীবনে হরহামেশাই আল্লাহকে ভুলে যাই এবং নিজের অন্তর আত্মার কু-প্ররোচনায় ব্যক্তিস্বার্থ হাসিল ব্যস্ত থাকি। আল্লাহ কুরআনের মধ্যে স্পষ্ট করে কিছু বিষয় উল্লেখ করে দিয়েছেন যেগুলো তার পছন্দ নয় তারমধ্যে অন্যতম হচ্ছে সীমা লঙ্ঘনকারী।