দৈনিক পায়রা'র কণ্ঠ

দৈনিক পায়রা'র কণ্ঠ সদা সর্বদা সংবাদের সন্ধানে
দৈনিক পায়রা'র কণ্ঠ আপনাদের সাথে।
(4)

বরিশালস্থ পটুয়াখালী জেলা ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদ ৭১ বিশিষ্ট কমিটি ঘোষণা, সভাপতি নাহিদ সরোয়ার ও সাধারণ সম্পাদক তামিম ইক...
19/07/2025

বরিশালস্থ পটুয়াখালী জেলা ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদ ৭১ বিশিষ্ট কমিটি ঘোষণা, সভাপতি নাহিদ সরোয়ার ও সাধারণ সম্পাদক তামিম ইকবাল।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা কমেন্ট বক্সে......

চট্টগ্রামের রাউজানের বিখ্যাত জমিদার বাড়ি ‘রামধন জমিদার বাড়ি’। ‘ডাবুয়া জমিদার বাড়ি’ হিসেবেও এলাকায় পরিচিত। জমিদার রামধন ধ...
18/07/2025

চট্টগ্রামের রাউজানের বিখ্যাত জমিদার বাড়ি ‘রামধন জমিদার বাড়ি’। ‘ডাবুয়া জমিদার বাড়ি’ হিসেবেও এলাকায় পরিচিত।

জমিদার রামধন ধর এই জমিদারিত্ব এবং বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন। ৮৬ বছর বয়সী রাজকন্যা ছবি ধর জমিদার রামধন ধরের নাতনি। রামধন মারা যাবার পর জমিদারির দায়িত্ব পড়ে ছবি ধরের বাবা কেশব চন্দ্রের ওপর। কেশব চন্দ্র ছিলেন রামধন ধরের পালক সন্তান। ১৯৫৫ সালে জমিদার কেশব চন্দ্র মারা যাবার দুই বছর পর ১৯৫৭ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। জমিদারি প্রথা বিলুপ্তির পর পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন। এতে জমিদারির জৌলুশ হারিয়ে যায়।

ছবি ধর বিয়ে করেননি। অর্থাৎ, তিনি এখনও কুমারী। ভাইদের ছেলে-সন্তান নিয়ে এখনও জমিদার বাড়ির একটি অংশে বসবাস করেন। অন্যরা সবাই চলে গেলেও তিনি এখনও বাড়িটি ছেড়ে যাননি।

ছবি ধর জানিয়েছেন, দাদার জমিদারির সম্পত্তি ছাড়াও জমিদার বাবা কেশব চন্দ্রের চট্টগ্রাম শহরে ছিল ৫৪টি বিল্ডিং। যার কিছুই এখন অবশিষ্ট নেই।

একসময় যে জমিদার বাড়িতে শতাধিক লোক কাজ করতো, প্রতিবেলায় ৩০০/৪০০ মানুষের রান্না হতো, অথচ থালা-বাসন ছিল স্বর্ণ-রূপার, এখন সেই বাড়িতে শুধুই অভাব-অনটন। কথিত আছে, বাড়ির অনেক আসবাবপত্রও রূপা ও স্বর্ণের তৈরি ছিল।

ডাবুয়া জগন্নাথ হাট, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, চিকদাইর পুলিশ ফাঁড়িসহ রাউজান আর আর এসি মডেল হাই স্কুলের প্রতিষ্ঠায় বিশেষ অবদান রয়েছে ছবি ধরদের বংশধরদের।

১৯৯৬ সালে মাত্র ২৭ বছর বয়সে আমেরিকান নিউক্লিয়ার বিজ্ঞানী এলি লোবেল ভয়ানক একটি টিক পোকার কামড়ে লাইম ডিজিজে আক্রান্ত হন। প...
18/07/2025

১৯৯৬ সালে মাত্র ২৭ বছর বয়সে আমেরিকান নিউক্লিয়ার বিজ্ঞানী এলি লোবেল ভয়ানক একটি টিক পোকার কামড়ে লাইম ডিজিজে আক্রান্ত হন। পরবর্তী ১৫ বছর তিনি হুইলচেয়ারে কাটান এবং জীবনের প্রতি সব আশা হারিয়ে ‘ইচ্ছামৃত্যু’ নিতে যান ক্যালিফোর্নিয়ার এক গ্রামে।
সেখানেই ঘটে এক বিস্ময়কর ঘটনা—এক ঝাঁক মৌমাছির হুলে আক্রান্ত হন তিনি। ছোটবেলায় মৌমাছির হুলে কোমায় যাওয়া এলির মনে হয়েছিল এবার বুঝি সব শেষ। কিন্তু উল্টো তাঁর শরীরে দেখা দেয় জ্বর ও ব্যথা, যা দেখায় যে শরীরের ভেতরের ব্যাকটেরিয়াগুলো মরতে শুরু করেছে (এই প্রতিক্রিয়াকে বলে Herxheimer Reaction)।

মাত্র তিন দিনের মধ্যেই এলির অবস্থার উন্নতি হতে থাকে—ব্যথা কমে, স্মৃতি ফিরে আসে, তিনি হাঁটতে শুরু করেন।

গবেষণায় জানা যায়, মৌমাছির বিষে থাকা Melittin নামের একটি উপাদান লাইম ডিজিজের জন্য দায়ী ব্যাকটেরিয়া (Borrelia burgdorferi) ধ্বংস করতে পারে। এরপর এলি নিজেই শুরু করেন অ্যাপিথেরাপি—প্রতিদিন কিছু মৌমাছির হুল প্রয়োগ করে নিজেকে চিকিৎসা করেন। কয়েক হাজার হুল নেওয়ার পর তিন বছরেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

এখন তিনি মৌ-খামারে কাজ করেন এবং গবেষণা বলছে, মৌমাছির এই বিষ শুধু লাইম ডিজিজ নয়, এইচআইভি ও ক্যান্সারের বিরুদ্ধেও কার্যকর হতে পারে।

তথ্যসূত্র: বিবিসি

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নৃশংস হামলার প্রতিবাদ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের স/ন্ত্রা-সীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ...
17/07/2025

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নৃশংস হামলার প্রতিবাদ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের
স/ন্ত্রা-সীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বি*ক্ষোভ সমাবেশ

১৮ জুলাই, '২৫ শুক্রবার
বিকাল ৪টা

স্থান: জাতীয় প্রেস ক্লাব চত্বর

আয়োজনে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ

আমরা আবারো গোপালগঞ্জে যাবো। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটা উপজেলায়, প্রতিটা গ্রামে কর্মসূচি করবো।-নাহিদ ইসলাম #এনস...
17/07/2025

আমরা আবারো গোপালগঞ্জে যাবো। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটা উপজেলায়, প্রতিটা গ্রামে কর্মসূচি করবো।

-নাহিদ ইসলাম
#এনসিপি #আওয়ামীলীগ #গোপালগঞ্জ

16/07/2025

গোপালকে দিল্লি পাঠিয়ে, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান

16/07/2025

জাতীয় নাগরিক পার্টির নেত্রী ডা. মাহমুদা মিতু বলেন, আজ যদি আমার ভাইবোনের উপরে কোন আ-ঘাত লাগে তাহলে বাংলাদেশের ফ্যা-সিবাদবিরোধী জনগণ আওয়ামীলীগের প্রত্যেকটা ঘরকে ধানমন্ডি ৩২ বানাবে ইন শা আল্লাহ।

#গোপালগঞ্জ #এনসিপি #আওয়ামীলীগ #ধানমন্ডি

পটুয়াখালী সেতুর অতিরিক্ত টোল আদায়ের অপ*রাধে সেনাবাহিনী কর্তৃক আ*ট*ক...
16/07/2025

পটুয়াখালী সেতুর অতিরিক্ত টোল আদায়ের অপ*রাধে সেনাবাহিনী কর্তৃক আ*ট*ক...

16/07/2025

এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আ/গুন

ফ্যাসিবাদ মুক্ত প্রথম ক্যাম্পাস " সরকারি ব্রজমোহন কলেজ" এর উদ্যোগে ফ্যাসিবাদ মুক্ত দিবস র‍্যালি এবং জুলাই শহীদ দিবস-২০২৫...
16/07/2025

ফ্যাসিবাদ মুক্ত প্রথম ক্যাম্পাস " সরকারি ব্রজমোহন কলেজ" এর উদ্যোগে ফ্যাসিবাদ মুক্ত দিবস র‍্যালি এবং জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম এবং সভায় সভাপতিত্ব করেন মাননীয় অধ্যক্ষ ড. শেখ মোঃ তাজুল ইসলাম স্যার।

15/07/2025

ঢাকায় সোহাগ হ*ত‌্যা পাথর দি‌য়ে আ*ঘা*তকারী‌কে পটুয়াখালীর ইটবা‌ড়িয়া থে‌কে গ্রে*প্তার কর‌লো ডি‌বি পু‌লিশ

বর্তমান সময়ে হৃদরোগ বা হার্ট অ্যাটাক বিশ্বব্যাপী মৃত্যুর একটি বড় কারণ। হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে হার্ট ক্ষতিগ্রস্...
14/07/2025

বর্তমান সময়ে হৃদরোগ বা হার্ট অ্যাটাক বিশ্বব্যাপী মৃত্যুর একটি বড় কারণ। হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে হার্ট ক্ষতিগ্রস্ত হলে সেটা নিরাময় হওয়া কঠিন। তবে অক্সিটোসিন নামের হরমোন যা ভালোবাসার হরমোন নামে পরিচিত—হার্টের বাইরের কোষগুলোকে আবার সক্রিয় করে তুলতে পারে। সাধারণত কাউকে জড়িয়ে ধরা, ঘনিষ্ঠ মুহূর্ত কাটানো বা অর্গাজমের সময়, এমনকি প্রসব ও দুধ পান করানোর সময়ও অক্সিটোসিন নিঃসৃত হয়।

মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষণায় ২০২২ সালে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বিজ্ঞানীরা গবেষণাগারে মানবদেহের স্টেম সেল থেকে তৈরি হার্টের কোষে অক্সিটোসিন প্রয়োগ করে দেখেছেন যে এটি হার্টের এপিকার্ডিয়াল কোষ বা বাইরের স্তরের কোষগুলোকে সক্রিয় করে তোলে। এই কোষগুলো তখন দ্রুত সংখ্যায় বাড়তে থাকে এবং হার্টের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে শুরু করে। অনেকটা আমাদের ত্বক কেটে গেলে নতুন কোষ তৈরি হয়ে ক্ষত সেরে উঠার মত প্রক্রিয়া।

অক্সিটোসিনের আরেকটি বিস্ময়কর গুণ হলো এটি শুধু হার্টের পেশীই নয়, হার্টের রক্তনালী গঠনেও সাহায্য করে। হার্ট অ্যাটাকের পর রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে সেখানে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। অক্সিটোসিন এই রক্তনালীগুলো পুনর্গঠনেও ভূমিকা রাখে।

চিকিৎসাবিজ্ঞানের এই আবিষ্কার হৃদরোগীদের জন্য নতুন চিকিৎসার পথ খুলে দিতে পারে বলে আশাবাদী গবেষকগণ। অক্সিটোসিন ইতিমধ্যে চিকিৎসায় ব্যবহৃত হয়, তাই এর প্রয়োগও সহজ হবে। তবে হরমোনটির স্থায়িত্ব বাড়ানোর জন্য আরও গবেষণা প্রয়োজন। (বিজ্ঞান্বেষী)

সূত্র: National Library of Medicine
লেখা: Tasinul Sakif

Address

Barisal

Telephone

+8801609320646

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক পায়রা'র কণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক পায়রা'র কণ্ঠ:

Share