Muhammad Ohedul Islam

Muhammad Ohedul Islam আমার পেজে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন

28/06/2025

26/06/2025

18/06/2025

মুঈনুল আবেদিনের জিবনের প্রথম শিক্ষা।

এমন খাঁটি প্রেমিক এখন খুব কমই পাওয়া যায় 😹
16/01/2024

এমন খাঁটি প্রেমিক এখন খুব কমই পাওয়া যায় 😹

16/01/2024

😹😹😹

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, হে রব ধৈর্য দাও😭যারা আপনাকে অন্যায় ভাবে এতো কষ্ট দিয়েছে আ...
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, হে রব ধৈর্য দাও😭
যারা আপনাকে অন্যায় ভাবে এতো কষ্ট দিয়েছে আল্লাহ পাক তাদের কে দুনিয়াতে মানুষের সামনে লা'ঞ্ছিত এবং কেয়ামতের মাঠে শ'কুনের চেহারার ন্যায় উপস্থিত করুক,, আমীন!

19/07/2023

মুজে কুফা ওয়ালো

19/07/2023

আরবী নববর্ষের শুভেচ্ছা।
স্বাগতম হিজরি১৪৪৫ সন।

18/07/2023

অভিভাবক হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহ পাক যথেষ্ট।
সুরাঃ নিসা ৪৫.

ভোট শেষে কমিশন বিবৃতি দিলো... " বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।" এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের কথ...
18/07/2023

ভোট শেষে কমিশন বিবৃতি দিলো... " বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"

এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের কথা মনে পড়ে গেল.....
আগেকার দিনে দূর-দূরান্ত থেকে অনেক মানুষই কলকাতায় চাকরি করতে এসে মেসে থাকতেন। কেউ সপ্তাহে কেউবা মাসে একবার বাড়ি যেতেন। এক ভদ্রলোক এক-মাস বাড়ি যাননি, একদিন সকালে তার গ্রামের বাড়ির চাকর এসে হাজির।

ভদ্রলোক :- কিরে তুই হঠাৎ, ওদিকের সব খবর ভালো তো?

চাকর:- হ্যাঁ বাবু, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ভালো।
বাবু :- বিচ্ছিন্ন ঘটনা, কি হয়েছে ?

চাকর :- তেমন কিছু নয়, শুধু ওই কোদালটা ভোঁতা হয়ে গেছে।

বাবু :- তা কোদালটা ভোঁতা হল কি করে?

চাকর :- কোদালের আর দোষ কি বলেন, গ্রামের বাইরে ওই পাথুরে মাটি কোপানো কি কোদালের কাজ?

বাবু :- তুই খামোখা পাথুরে মাটি কোপাতে গেলি কেন ?

চাকর:- খামোখা কেন হবে, আপনিতো বলেছিলেন লালি, আপনার পেয়ারের ঘোড়াটা মরলে যেন ওকে ভাগাড়ে না ফেলে কবর দেওয়া হয়।

বাবু :- কি বললি? লালি মারা গেছে ? তিন বছরের ঘোড়া মরল কি করে?

চাকর :- তিন বছরের তো কি হলো, আপনার অত বড় ফলন্ত আমগাছটা কাটছিলাম, আর ঘোড়াটা সেই সময় গাছের নিচে এসে দাঁড়ালো, আর গাছটা পড়বি তো পড় ঘোড়াটার উপরেই পড়লো, আর বাঁচে?

বাবু :- হারামজাদা, তুই আমগাছ কাটছিলি কেন ?

চাকর :- কি করব, মা-ঠাকরুন তো আপনার সামনেই কতবার বলেছিলেন, তেনার শেষ যাত্রায় যেন ওই গাছটাই দেওয়া হয়।

বাবু :- অ্যাঁ ! আমার মা আর নেই, ও-মাগো, বেশ তো সুস্থ দেখে এলাম, কি হয়েছিল মার ?
চাকর :- শোক বাবু শোক, নাতির শোকটা সামলাতে পারলেন না।

বাবু :- তারমানে ? আমার ছেলে, আমার ছেলে-টাও আর নেই। অ্যাঁ ! সে গেল কি করে ? হায়, হায়, হায়। তুই তাকেও খেয়েছিস ?

চাকর :- অনেয্য কথা বলবেন না বাবু, মা মরা দুধের শিশু কদিন বাঁচে বলুন ?
তবে যাই বলুন কত্তা। এই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খবর কিন্তু সবই ভালো।

( সংগৃহীত)

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যা...
18/07/2023

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই, সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হত।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।❤️

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল আশি থেকে একশত টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না।

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি:- "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা।"🙂

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা ❤️❤️

18/07/2023

বউ নিয়ে ভিডিও করে ইনকাম করা,
আর দেহব্যাবসা করার মধ্যে
কোনো পার্থক্য আছে কি⁉️

Address

Barishal

Telephone

+8801903757752

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Ohedul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share