cutie pie

cutie pie pet lover

নারীর ছোঁয়া যেখানেই পরে সেখানেই সোনা ফলে। এটা অনেকে মানে আর অনেকে মানে না।
25/06/2023

নারীর ছোঁয়া যেখানেই পরে সেখানেই সোনা ফলে। এটা অনেকে মানে আর অনেকে মানে না।

 #পরিচ্ছন্ন_হোক_বরিশাল_শহিদ_আবদুর _রব_সেরনিয়াবাত_স্টেডিয়াম_ও _তার_আশপাশ। #বিডি_ক্লিন_বরিশাল  টিম এর সাথে সুনাগরিক হওয়ার ...
18/06/2023

#পরিচ্ছন্ন_হোক_বরিশাল_শহিদ_আবদুর _রব_সেরনিয়াবাত_স্টেডিয়াম_ও _তার_আশপাশ।

#বিডি_ক্লিন_বরিশাল টিম এর সাথে সুনাগরিক হওয়ার চর্চায় আপনিও আমন্ত্রিত।

আগামী ২৩ জুন ২০২৩ তারিখ, রোজ শুক্রবার বিকেল ০৩:৩০ টায় আমরা #বিডি_ক্লিন_বরিশাল টিম আসছি বরিশাল শহিদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম ।

এবার পরিচ্ছন্ন হবে
#বরিশাল_শহিদ_আবদুর _রব_সেরনিয়াবাত _স্টেডিয়াম_ও_তার_আশপাশ।

রিপোর্টিং টাইম: বিকেল ০৩.৩০-০৩.৪৫ টা
রিপোর্টিং প্লেস: স্টেডিয়ামের মেইন গেট।

আপনার অংশগ্রহন নিশ্চিত করতে আগামী ২২ জুন রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ০৭.০০ টার মধ্যে আপনার মোবাইল নং পাঠিয়ে দিন পেইজের ইনবক্সে।

ইভেন্ট সম্পর্কিত তথ্য জানতে ও সদস্য হতে যোগাযোগ করুন এবং বিস্তারিত জানতে বা যে কোন প্রয়োজনে কল করুনঃ

জায়েদ ইরফান - উপজেলা সমন্বয়ক,
বিডি ক্লিন - বরিশাল সদর ( +880 1783-458255 )

চলে আসুন আপনিও, ছড়িয়ে দিন পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা। নিজ দেশপ্রেম উজ্জীবিত করে হয়ে উঠুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার একজন গর্বিত অংশীদার, একজন সহযোদ্ধা।

আপনিও ছড়িয়ে দিন সচেতনতার আহবান।
চলে আসুন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে।
আমরা থাকবো আপনার অপেক্ষায়

ব্যবহার করুন
#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে হ্যাশ ট্যাগ, ছড়িয়ে দিন #পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন বার্তা"


#বিডি_ক্লিন

#বিডি_ক্লিন_বরিশাল

#পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন

#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে

 যে আমাকে ফেলেছে ছুড়ে, সে গিয়েছে মরেঅথচ আমি বেঁচেই আছি ৪০০ বছর ধরে।প্লাস্টিক এমন একটি রাসায়নিক পদার্থ যা উপাদান ভেদে প্র...
15/06/2023



যে আমাকে ফেলেছে ছুড়ে, সে গিয়েছে মরে
অথচ আমি বেঁচেই আছি ৪০০ বছর ধরে।

প্লাস্টিক এমন একটি রাসায়নিক পদার্থ যা উপাদান ভেদে প্রায় ৫০০ বছরেও পরিবেশের সাথে মিশে না বরং ক্ষতি করে অবিরাম।

প্লাস্টিক পদার্থটি পরিবেশে পঁচতে অথবা কারখানায় পুনঃপ্রক্রিয়াকরণ করতে প্রচুর সময় লাগে ৷ তাই একে "অপচ্য পদার্থ" বলা হয়।

বর্তমানে লক্ষ্যণীয়, একেবারে ক্ষুদ্রতম প্ল্যাংকটন থেকে শুরু করে অতিকায় সব ধরণের সামুদ্রিক প্রাণীই যে প্লাস্টিক খাচ্ছে তার অনেক প্রমান পাওয়া গিয়েছে। সমূদ্রে সব প্লাস্টিকের ওপরই দ্রুত এক ধরণের মাইক্রোব বা ক্ষুদ্রাতি-ক্ষুদ্র জীবাণুর আস্তরণ পড়ে। বৈজ্ঞানিক পরিভাষায় একে বলা হয় 'প্লাস্টিস্ফেয়ার'। এই পিচ্ছিল জীবন্ত আস্তরণ থেকে যে রাসায়নিক নির্গত হয়, সেটাই আসলে প্লাস্টিককে লোভনীয় খাদ্যে পরিণত করে। যার কারণে প্লাস্টিক থেকে তখন খাদ্যের মতোই গন্ধ বের হয় এবং এর স্বাদও হয় সেরকম। মেছো গন্ধের কারণেই পানির নিচে প্রাণীরা প্লাস্টিকের প্রতি আকৃষ্ট হয়।

সুতরাং ব্যবহার পরবর্তীতে প্লাস্টিক সামগ্রী একবার যত্রতত্র ছুড়ে ফেললেই তা আমাদের ক্ষতি করবে শত শত বছরেরও বেশী সময় ধরে। এবং এই প্লাস্টিক যখন আমরা পানিতে ফেলছি তা কাল হয়ে দাঁড়াচ্ছে অনেক অবুঝ প্রাণীর।

মনে রাখা উচিৎ যে, প্রকৃতিকে আমরা যা দিব, প্রকৃতি ঠিক তেমনটাই আমাদেরকে ফেরৎ দিবে। প্লাস্টিক সামগ্রীর অসচেতন ব্যবহারে আমরা নিজেরাই নিজেদের এবং সাথে অন্যের ক্ষতি করে চলেছি দিনের পর দিন অবুঝের মত।

আসুন প্লাস্টিক ব্যবহারে সচেতন হই, এবং প্লাস্টিক ব্যবহারের পর এটি যত্রতত্র ফেলা থেকে বিরত থাকি।

#বিডি_ক্লিন

#পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন

#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে




মেয়েরা চুলে ফুল পরতে ভালোবাসে।🌸🌸
15/06/2023

মেয়েরা চুলে ফুল পরতে ভালোবাসে।🌸🌸

নিজের হাতে প্রথমবার বানালাম চিকেন মোমো😋😋
14/06/2023

নিজের হাতে প্রথমবার বানালাম চিকেন মোমো😋😋

 #পরিচ্ছন্ন_হোক_বরিশাল_সরকারি_বিএম_কলেজ_এর_মূল_ভবনের_আশপাশ #বিডি_ক্লিন_বরিশাল  টিম এর সাথে সুনাগরিক হওয়ার চর্চায় আপনিও আ...
12/06/2023

#পরিচ্ছন্ন_হোক_বরিশাল_সরকারি_বিএম_কলেজ_এর_মূল_ভবনের_আশপাশ

#বিডি_ক্লিন_বরিশাল টিম এর সাথে সুনাগরিক হওয়ার চর্চায় আপনিও আমন্ত্রিত

আগামী ১৬ ই জুন ২০২৩ তারিখ, রোজ শুক্রবার বিকেল ০৩:৩০ টায় আমরা #বিডি_ক্লিন_বরিশাল টিম আসছি বরিশাল বিএম কলেজ।

এবার পরিচ্ছন্ন হবে
#বরিশাল_সরকারি _বিএম_কলেজ_এর_মূল_ভবনের_আশপাশ।

রিপোর্টিং টাইম: বিকেল ০৩.৩০-০৩.৪৫ টা
রিপোর্টিং প্লেস: বিএম কলেজ মূল ভবন।

আপনার অংশগ্রহন নিশ্চিত করতে আগামী ১৫ জুন রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ০৭.০০ টার মধ্যে আপনার মোবাইল নং পাঠিয়ে দিন পেইজের ইনবক্সে।

ইভেন্ট সম্পর্কিত তথ্য জানতে ও সদস্য হতে যোগাযোগ করুন এবং বিস্তারিত জানতে বা যে কোন প্রয়োজনে কল করুনঃ

জায়েদ ইরফান - উপজেলা সমন্বয়ক,
বিডি ক্লিন - বরিশাল সদর ( +880 1783-458255 )

চলে আসুন আপনিও, ছড়িয়ে দিন পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা। নিজ দেশপ্রেম উজ্জীবিত করে হয়ে উঠুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার একজন গর্বিত অংশীদার, একজন সহযোদ্ধা।

আপনিও ছড়িয়ে দিন সচেতনতার আহবান।
চলে আসুন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে।
আমরা থাকবো আপনার অপেক্ষায়

ব্যবহার করুন
#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে হ্যাশ ট্যাগ, ছড়িয়ে দিন #পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন বার্তা"


#বিডি_ক্লিন

#বিডি_ক্লিন_বরিশাল

#পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন

#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে

ফুল সে হাসিতে হাসিতে ঝরে,           জোছনা হাসিয়া মিলায়ে যায়,  হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের                    তারা তেয়...
11/06/2023

ফুল সে হাসিতে হাসিতে ঝরে,
জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের
তারা তেয়াগে কায়।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when cutie pie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share