RS Rayhan Blogs BD

RS Rayhan Blogs BD =তারা সামান্য হেঁসে নিক।
শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।
সুরা :আত তাওবা (আয়াত ৮২)☺🤲

ফেরাউনকে যখন মূসা (আঃ) এর আগমন বার্তা দেয়া হয় তখন ভয়ে সে লাখ লাখ শিশু - বাচ্চাদের হ'ত্যা করেছিলো।কিন্তু আল্লাহ তার ঘরেই ...
07/04/2025

ফেরাউনকে যখন মূসা (আঃ) এর আগমন বার্তা দেয়া হয় তখন ভয়ে সে লাখ লাখ শিশু - বাচ্চাদের হ'ত্যা করেছিলো।কিন্তু আল্লাহ তার ঘরেই মূসা (আঃ) কে লালিত পালিত করেছিলেন। ফেরাউন ঠেকাতে পারেনি তার আগমনকে
হযরত ইসা (আঃ) এর সময়ও ততকালীন সম্রাটকে ইসা (আঃ) এর আগমন সম্পর্কে জানানো হয়েছিলো এবং সেও হাজার হাজার শিশু - বাচ্চা হ'ত্যা করেছিলো এরপরেও ইসা (আঃ) এর আগমন ঠেকাতে পারেনি!
ই'সরা'য়েলর নে'তানি'য়াহু একই কাজ করছে শিশু এবং বাচ্চাদের হ'ত্যা করে ইমাম মাহদির আগমন ঠেকাতে! কিন্তু এটা যে আল্লাহর পরিকল্পনা 🙂
ইতিহাস পূনঃত্থাপন হচ্ছে, নিজের ইমানকে শক্ত করুন। দাজ্জাল আগমনের জন্য তারা " Third Temple " তৈরি করবে এবং দাজ্জালের ৪০ দিন পৃথিবী শাষণের পরেই ইমাম মাহদির আগমন ঘটবে! এর আগে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। সময় খুবই কম, আমি আবারও বলছি নিজের ইমানকে শক্ত করুন!
~ ইশতিয়াক আহমদ

বাধ্যতা ব্যতীত- আমরা কেউ'ই কারো জন্য- না!-সিন্ধান্ত'হীনতায় পুড়ে চলেছি..!আমি' পৃথিবীর জন্য না, নাকি; পৃথিবী আমার জন্য না!
13/12/2024

বাধ্যতা ব্যতীত- আমরা কেউ'ই কারো জন্য- না!

-সিন্ধান্ত'হীনতায় পুড়ে চলেছি..!
আমি' পৃথিবীর জন্য না, নাকি; পৃথিবী আমার জন্য না!

আকাশ সুন্দর যদি তাঁরা থাকে!আর পুরুষ সুন্দর যদি টাকা থাকে-!😊
19/11/2024

আকাশ সুন্দর যদি তাঁরা থাকে!
আর পুরুষ সুন্দর যদি টাকা থাকে-!😊

We're all bad in someone's story..!
07/11/2024

We're all bad in someone's story..!

=যতদিন দেহে আছে প্রাণ গাইবো মুজিবের গান!//জয় বাংলা জয় বঙ্গবন্ধু//
22/10/2024

=যতদিন দেহে আছে প্রাণ
গাইবো মুজিবের গান!
//জয় বাংলা জয় বঙ্গবন্ধু//

যে যা বলুক চুপচাপ শুনে নাও,কারন জবাব তুমি নয় সময় দিবো...!!
19/10/2024

যে যা বলুক চুপচাপ শুনে নাও,
কারন জবাব তুমি নয় সময় দিবো...!!

ফেল করা মেয়ে বিয়ে করা হয়!!
16/10/2024

ফেল করা মেয়ে বিয়ে করা হয়!!

11/10/2024

খেলা শুরু হয়ে গেছে গাইস!!

সেনা প্রধান কে সরিয়ে দেওয়ার জন্য গত ২৮ শে সেপ্টেম্বর কাগজে স্বাক্ষর করতে বলা হয় রাষ্ট্রপতি মহোদয়কে। রাষ্ট্রপতি মহোদয় রাজি হন নাই, পরে রাষ্ট্রপতি মহোদয় কে অপসরনের ডাক দেয় সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ্।
বিষয়টি সেনা প্রধান অবগত হলে, গত ৯ তারিখ রাতে যমুনা ঘেরাও করে সেনা বাহিনী। ড. ইনুস সাপ দিশে হারা হয়ে আইএস প্রধানকে ফোন করেন, আইএস প্রধান ফোন বন্ধ থাকায়, ফোন করেন আমেরিকান এম্বাসাডরকে। তিনি বলেন আমি এ বিষয়ে কিছু করতে পারবো না। তারপর জো ব্রাইডেন এর সহকারী পিএস কে ফোন দেন, উনি বলেন প্রেসিডেন্ট নির্বাচনী মিটিং এ ব্যাস্ত এখন।

অবশেষে কোন কুল কিনারা না পেয়ে গেস্ট রুমে বসে থাকা সেনা কর্মকর্তাদের সামনে আসেন ২৩ মিনিট পর। বাকবিতন্ডা হয় অনেকক্ষণ। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে ড. ইনুস সাপ নিজেই সরি বলেন সব বিষয়ের জন্য।
এ সময় উপদেষ্টা নাহিদ বলেন আপনারা ভুল করছেন, তখন একজন সেনা কর্মকতা ধমক দিয়ে চুপ করিয়ে দেন।

অন্য একজন কর্মকর্তা বলেন পুলিশ সদরদপ্তরে রিপোর্ট অনুযায়ী ৩১ শত ৮ জন পুলিশকে হত্যা করা হয়েছে, তুমি তো সমন্বয়ক ছিলে এই হত্যার দায়ে ফাঁশি কিন্তু আপনারও হবে। চুপ হয়ে যান নাহিদ.. নির্বিচারে হত্যা বন্ধ, বাজার নিয়ন্ত্রণ, হিন্দুদের উপর অত্যাচার, পুলিশ হত্যার বিচার, থানা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ যারা করেছে তাদের ধরতে এবং যত মিলকলকারখানা লুটপাট বিএনপি নেতারা করেছে তাদের ধরে বিচারের মুখোমুখি আগামী ১০ দিনের মধ্যে করতে হবে। সেই সাথে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের ব্যাবস্থা করতে হবে বলে জানান সেনা প্রধান।

জনগণ আওয়ামী লীগ নিধনের জন্য আপনাকে আনেনি জনগন নিরাপত্তা, খাদ্য, শান্তি ও সুষ্ঠু নির্বাচন ব্যাবস্থার জন্য আপনাকে এনেছেন বলে ব্যাক্ত করে সেনা প্রধান।

অন্য একজন শেয়ার বাজারের ৩১ হাজার কোটি টাকা লুটপাটের কথাও তুলে ধরেন। এসময় ড. ইনুস সাপ ও অন্য উপদেষ্টারা চুপ ছিলেন। ডিনারের ব্যাবস্থা আছে বলে অবগত করেন একজন নারী উপদেষ্টা। এ সময় একটু রাগান্বিত কন্ঠে সেনা প্রধান বলেন আমরা এখানে খেতে আসেনি।

শাপলা ফুল তুলতে গিয়ে হঠাৎ Ex সাথে দেখা🐉
10/10/2024

শাপলা ফুল তুলতে গিয়ে হঠাৎ Ex সাথে দেখা🐉

আইন মাকড়শার জালের মত, ক্ষুদ্র কেউ পরলে আটকে যায় বড়োরা ছিড়ে বেড়িয়ে আসে।
06/10/2024

আইন মাকড়শার জালের মত,
ক্ষুদ্র কেউ পরলে আটকে যায় বড়োরা ছিড়ে বেড়িয়ে আসে।

Address

Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when RS Rayhan Blogs BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RS Rayhan Blogs BD:

Share