Anik প্রিয় ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ 🇧🇩❤️
প্রিয় ফুটবলার লিওনেল মেসি 🇦🇷💙
(1)

বরিশালকে ছাড়াই বিপিএল! ❌বিপিএল ২০২৬ এ ৫ দল চুড়ান্ত। যেখানে নেই গত দুই আসরের চ্যাম্পিয়ন বরিশাল! দলগুলো হলো - ঢাকা, চট্টগ্...
04/11/2025

বরিশালকে ছাড়াই বিপিএল! ❌

বিপিএল ২০২৬ এ ৫ দল চুড়ান্ত। যেখানে নেই গত দুই আসরের চ্যাম্পিয়ন বরিশাল! দলগুলো হলো - ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট এবং রাজশাহী।

৫ দলের বিপিএল কেমন হবে.? যেখানে নেই গত দুই আসরের সেরা দল বরিশাল...

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা। নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) , শাদমান ইসলাম,...
04/11/2025

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) , শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ

এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাড় না করাক। এটা ছিলো আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ংকর সময়.! হাসপাতালে দরজার ভিতরে ঢুকার আ...
04/11/2025

এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাড় না করাক। এটা ছিলো আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ংকর সময়.!

হাসপাতালে দরজার ভিতরে ঢুকার আগে সে যখন আমাকে বললো আমি যেন তাকে ক্ষমা করে দেই...

- মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের স্পেশালিষ্ট ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল..!বাংলাদেশ দলের সাথে নতুন করে পথচলা শুরু আশরাফুলে...
03/11/2025

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের স্পেশালিষ্ট ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল..!

বাংলাদেশ দলের সাথে নতুন করে পথচলা শুরু আশরাফুলের। শুভ কামনা রইলো। ❤️

03/11/2025

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি লম্বা ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকা;

আকবর আলীকে অধিনায়ক করে ইমাজিং এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা।বাংলাদেশ দল ; জিসান আলম, হাবিবুর রহমান, জাওয়াদ আবরার, আরিফ...
03/11/2025

আকবর আলীকে অধিনায়ক করে ইমাজিং এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা।

বাংলাদেশ দল ; জিসান আলম, হাবিবুর রহমান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী, মাহিদুল ভূঁইয়া, রাকিবুল ইসলাম, মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, শাদীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার, মৃত্যুঞ্জয় চৌধুরী

হংকং সিক্সসেস ২০২৫ এর গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সময়সূচি ;প্রথম ম্যাচ - বাংলাদেশ বনাম হংকং৭ নভেম্বর,, ৬টা ১৫ মিনিটদ...
03/11/2025

হংকং সিক্সসেস ২০২৫ এর গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সময়সূচি ;

প্রথম ম্যাচ - বাংলাদেশ বনাম হংকং
৭ নভেম্বর,, ৬টা ১৫ মিনিট

দ্বিতীয় ম্যাচ - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
৭ নভেম্বর,, ১২ টা ৪০ মিনিট

বাবার ৩০, ছেলের পছন্দ ১৮! 😎"আমাদের প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ ভাইয়ের জার্সি নম্বর যেমন ৩০, যা দিয়ে তিনি মাঠ দাপিয়ে বে...
03/11/2025

বাবার ৩০, ছেলের পছন্দ ১৮! 😎

"আমাদের প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ ভাইয়ের জার্সি নম্বর যেমন ৩০, যা দিয়ে তিনি মাঠ দাপিয়ে বেড়ান, তেমনি তাঁর বড় ছেলে মাহরুস বেছে নিয়েছে ১৮ নম্বর জার্সি! 😊

তবে এই ১৮ নম্বরটা শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে আরেক কিংবদন্তির ছায়া—ভারতের ব্যাটিং মায়েস্ত্রো, বিরাট কোহলি! মাহরুসের এই কোহলি প্রীতি, বোঝাই যাচ্ছে বাবার মতোই ক্রিকেটকে ভালোবাসে।

হয়তো একদিন মাহরুসও নিজের ১৮ নম্বর জার্সি নিয়ে ক্রিকেট মাঠে ঝলসে উঠবে, ঠিক যেমন বাবা ৩০ নম্বর নিয়ে করে দেখিয়েছেন।

সাউথ আফ্রিকার ভাগ্যটাই খারাপ..!! - টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে ফাইনালে হার! - নারী ওয়ানডে বিশ্বকাপে ইন্ডিয়ার ...
02/11/2025

সাউথ আফ্রিকার ভাগ্যটাই খারাপ..!!

- টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে ফাইনালে হার!
- নারী ওয়ানডে বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে ফাইনালে হার!

পরপর দুটি ট্রফির কাছে গিয়েও জেতা হলো না। একই প্রতিপক্ষের বিপক্ষে হারলো ফাইনালে.!

ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ এ চ্যাম্পিয়ন ভারত.! 🏆
02/11/2025

ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ এ চ্যাম্পিয়ন ভারত.! 🏆

বরিশাল বাসীর জন্য সুখবর ❤️সবকিছু ঠিকঠাক থাকলে এবারের বিপিএলে বরিশাল দলের প্রতিনিধি হিসেবে থাকছে আকাশবাড়ি হলিডেজ এন্ড রিস...
02/11/2025

বরিশাল বাসীর জন্য সুখবর ❤️

সবকিছু ঠিকঠাক থাকলে এবারের বিপিএলে বরিশাল দলের প্রতিনিধি হিসেবে থাকছে আকাশবাড়ি হলিডেজ এন্ড রিসোর্ট লিমিটেড। অর্থাৎ ফরচুন বরিশাল না থাকলেও বিপিএল বরিশাল ফ্রাঞ্চাইজি থাকছে। দেখা যাক নতুন নাম কি হয়।

বরিশাল নামে যাঁরাই দল নিবে আমরা তাদের সাপোর্ট করবো।

''তামিম ভাই জয়ী দলের অধিনায়ক, তাকে পেতে নক করবো',যদি আমরা দল পাই কোচের মাধ্যমে চমক দেখবেন; পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ থেকে...
02/11/2025

''তামিম ভাই জয়ী দলের অধিনায়ক, তাকে পেতে নক করবো',
যদি আমরা দল পাই কোচের মাধ্যমে চমক দেখবেন; পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ থেকে প্লেয়ার আনব'

বিপিএলে বরিশালের মালিকানা নিতে বিসিবিতে আগ্রহ প্রকাশ করেছে আকাবাড়ি হলিডেজ। নিজেদের বাড়ি কুমিল্লাতে হলেও বরিশাল ফ্র্যাঞ্চাইজি কেন নিতে চেয়েছেন, সেটার ব্যাখ্যা দিয়েছেন কামাল তালুকদার।

প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার বলেন, ‘আমাদের ভাবির গ্রামের বাড়িও বরিশাল। আমাদের একজন পার্টনার আছে সেও বরিশাল চাচ্ছে। আমরাও চাচ্ছি তাদের যে ফ্যানবেজ আছে এবং ক্রিকেটের প্রতি তাদের যে একটা সফট কর্নার কাজ করে আমরা চাচ্ছি ওই সুযোগটা নিতে।’

বিদেশি তারকা ক্রিকেটারের সঙ্গে জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার থাকায় ফরচুন বরিশালের জনপ্রিয়তা অন্য মাত্রায় চলে গেছে। স্বাভাবিকভাবেই বরিশালকে এখন সবারই ব্যাপক প্রত্যাশা। বিষয়টি মাথায় আছে নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সবাইকে আশ্বাস দিয়েছেন, মালিকানা পেলে ফরচুন বরিশালের চেয়ে কোনো অংশ কম দল সাজাবেন না তারা।

কামাল বলেন, ‘সম্মান রেখে বলছি মিজান ভাইয়ের ফরচুন বরিশাল যখন ছিল উনি খুব ভালো ...করেছেন। একটা সুনাম ছিল। আমরা যদি বিসিবি থেকে দলটা পাই, বিপিএলে অংশগ্রহণ করতে পারি তাহলে আপনাদের সাক্ষী রেখে বলছি ফরচুন বরিশাল যেই জায়গায় ছিল, যেই ট্রেন্ডে ছিল কিংবা মাপকাঠিতে ছিল আমাদের দলটাও ফরচুন বরিশালের চেয়ে কম হবে না ইনশাআল্লাহ।’

ক্রিকেটার ও কোচিং স্টাফে চমকও দেখাতে চায় তারা। তিনি আরও বলেন, ‘যদি আমরা দলটা পাই, ইনশাল্লাহ চমক দেখবেন। কোচ, খেলোয়াড়েরর মাধ্যমে চমক দেখবেন। আমরা দেশি এবং বিদেশি খেলোয়াড়ের মাধ্যমে একটা সামঞ্জস্য রেখে দলটাকে ঢেলে সাজাব। আপনি বিদেশি খেলোয়াড়ও ভালো পাবেন। পাকিস্তান থেকে কীভাবে তারকা আনতে হয়, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজও আছে।আমরা ভালো খেলোয়াড়ই আপনাদের নিশ্চিত করব। অন্তত আমাদের দলে।’

বিপিএলের সবশেষ দুই আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তামিম। দুই মৌসুমেই চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৩ বিপিএলে ৪৯২ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তামিম। গত আসরেও ৪১৩ রান করেছেন বাংলাদেশের সাবেক ওপেনার। বরিশালের মালিকানা পেলে তামিমের সঙ্গে যোগাযোগ করবেন তারা। পাশাপাশি তামিম রাজি থাকলে দলেও নিতে আগ্রহ আছে প্রতিষ্ঠানটির।

কামাল বলেন, ‘আপনি যেটা বললেন তামিম ইকবালের কথা। উনি হচ্ছেন বিপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। হ্যাঁ, অবশ্যই আমরা তামিম ভাইকে নক করব। উনার যদি সম্মতি থাকে খেলার জন্য অবশ্যই আমরা উনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব।’

'বরিশালবাসীর কাছে দোয়া চাই, দল পেলে যদি চ্যাম্পিয়ন হই লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যাবো।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anik:

Share

Category