Shebabindu Foundation

Shebabindu Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shebabindu Foundation, Barisal Sador, Barishal.
(3)

Shebabindu Foundation — It is a non-profit and non-political voluntary organization.

🟢Where every point of service together creates an ocean of hope.
🟢From the perspective of human service, progress in education, or social change,if you want.

🤝❤️🤝

অতিথি ডটকম এর প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সাইফুল ইসলাম সোহেল সাহেবের সাথে এবংঅবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জে...
19/09/2025

অতিথি ডটকম এর প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সাইফুল ইসলাম সোহেল সাহেবের সাথে এবং
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. ফেরদৌস (প্রাক্তন পরিচালক, এনএসআই ও প্রাক্তন লেবার অ্যাটাশে, বাংলাদেশ দূতাবাস – মাস্কাট, ওমান) সাহেবের সাথে সৌজন্য সাক্ষাতে অংশ নেয় সেবাবিন্দু ফাউন্ডেশন পরিবার।
সেবাবিন্দু ফাউন্ডেশন-সেবিফা Shebabindu Foundation

সেবাবিন্দুর নামকরণের দিনটির কথা আজও মনে পড়ে।সেদিন মনে হয়েছিল—একদিন এই স্বপ্ন সত্যি হবে, আমরা সবাই মিলে কিছু গড়তে পারবো।আ...
17/09/2025

সেবাবিন্দুর নামকরণের দিনটির কথা আজও মনে পড়ে।
সেদিন মনে হয়েছিল—একদিন এই স্বপ্ন সত্যি হবে, আমরা সবাই মিলে কিছু গড়তে পারবো।
আজ সেই স্বপ্নের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি।

ভাবুন তো—এখানে কারো সাথে কারো রক্তের সম্পর্ক নেই, তবুও কত বিশ্বাস, কত সম্মানের সাথে আমরা একে অপরকে আঁকড়ে ধরে একটি অলাভজনক প্রজেক্ট চালিয়ে যাচ্ছি। এটাই সেবাবিন্দুর আসল শক্তি।

আজ বলি, সেবাবিন্দুর প্রকৃত অর্থ কী—

অনন্যা অসুস্থ শরীর নিয়েও এসে দাঁড়ায় সবার পাশে।

নাজমুল প্রতিদিন বাবুগঞ্জ থেকে ছুটে আসে শুধুমাত্র দায়িত্ববোধে।

সাদিয়া মাথা ব্যথা নিয়ে বাচ্চাদের হৈচৈ সহ্য করেও পড়ায়।

সজিব নিজের পরিবারের অসুস্থ সদস্যকে রেখে এসেও সেবার জায়গায় উপস্থিত হয়।

আর আছে আমাদের অনেক আদরের ভাই-বোন, যারা নিজেদের স্বার্থ, সময় আর আরাম ছেড়ে বাচ্চাদের জন্য প্রাণ খুলে দৌড়ে আসে।

এই ছোট ছোট সেবা, ত্যাগ আর ভালোবাসার বিন্দু-বিন্দুই গড়ে তুলেছে সেবাবিন্দু ফাউন্ডেশন।

আর এই সেবার মূল্য কখনোই যাতায়াত খরচ, কিংবা সিঙ্গারা-চায়ের মাধ্যমে দেওয়া যায় না।
এই সেবার আসল মূল্যায়ন অমূল্য—যা হৃদয়ে জায়গা করে নেয়, প্রজন্মকে পথ দেখায়, আর আমাদের প্রত্যেককে মানুষের জন্য বাঁচতে শেখায়।

আম্বিয়া বিবি — এক সৎ, নিরপরাধ এবং অসহায় নারী।তার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো, তিনি কখনো মানুষের কাছে হাত পাততে চান না। আত্...
16/09/2025

আম্বিয়া বিবি — এক সৎ, নিরপরাধ এবং অসহায় নারী।
তার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো, তিনি কখনো মানুষের কাছে হাত পাততে চান না। আত্মসম্মানই তার সব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তাকে সেই অবস্থায় দাঁড় করিয়েছে, যেখানে না চাইতেও সাহায্যের হাত বাড়াতে হচ্ছে।

আজ যদি সামান্য কিছু টাকা পেতেন, তবে হয়তো একটু চাল কিনে ক্ষুধার্ত পেট ভরাতে পারতেন। কিন্তু দুঃখের বিষয়, এর থেকেও ভয়াবহ এক যন্ত্রণার সাথে লড়ছেন তিনি। তার পায়ে ইনফেকশন হয়ে এখন এমন অবস্থায় পৌঁছেছে যে সেখানে পোকা ধরে গেছে! কল্পনা করা যায়? প্রতিটি মুহূর্তে তিনি যে যন্ত্রণা সহ্য করছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না।

মাত্র ৫০০০ টাকা হলে হয়তো এই যন্ত্রণার পাহাড় থেকে মুক্তি মিলত। অথচ টাকার অভাবে তিনি চোখের সামনে নিজের শরীরের ক্ষয় দেখে যাচ্ছেন, সহ্য করছেন অসহ্য কষ্ট।

আমরা যদি সবাই মিলে একটু করে পাশে দাঁড়াই, তবে আম্বিয়া বিবিকে এই হৃদয়বিদারক অবস্থা থেকে মুক্তি দেওয়া সম্ভব। হয়তো আমাদের সামান্য সহযোগিতা তার জীবনে আশার আলো হয়ে উঠবে।
Shebabindu Foundation সেবাবিন্দু ফাউন্ডেশন-সেবিফা

পথের পাঠশালার ছোট্ট তারকারা ✨পড়াশোনার পাশাপাশি নাচ-গান, খেলাধুলা আর হাসিখুশি আড্ডায় এগিয়ে যাচ্ছে পথের পাঠশালার বাচ্চা...
16/09/2025

পথের পাঠশালার ছোট্ট তারকারা ✨
পড়াশোনার পাশাপাশি নাচ-গান, খেলাধুলা আর হাসিখুশি আড্ডায় এগিয়ে যাচ্ছে পথের পাঠশালার বাচ্চারা। 🎶🌸

📍 স্থান: চাঁদমাঠি ব্রিজ সংলগ্ন, ৩০ গোঁডাউন, বরিশাল |

স্বপ্নের শুরু হয় এখানেই, যেখানে বই মেলে আকাশের সাথে।🫰 #পথের_পাঠশালা
15/09/2025

স্বপ্নের শুরু হয় এখানেই, যেখানে বই মেলে আকাশের সাথে।🫰

#পথের_পাঠশালা

15/09/2025

বিশেষ সতর্কীকরণ নোটিশ

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেবাবিন্দু ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। বর্তমানে সেবাবিন্দু ফাউন্ডেশন পরিচালিত ‘পথের পাঠশালা’ প্রজেক্টটি চলমান রয়েছে।

সম্প্রতি একটি কুচক্রী মহল আমাদের প্রজেক্টের নাম ও ছবি ব্যবহার করে অনৈতিকভাবে ফান্ড সংগ্রহ করেছে। এই প্রতারণার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অনুগ্রহ করে নিম্নে দেওয়া নাম ও ফোন নম্বর থেকে অন্তত দুজনের সাথে যোগাযোগ করে ভেরিফিকেশন সম্পন্ন করার পরেই যেকোনো সহযোগিতা বা অনুদান প্রদান করুন।

যাদের সাথে যোগাযোগ করবেন:

ওমর তমাল — সভাপতি, সেবাবিন্দু ফাউন্ডেশন।
📞 +880 1646-791660

আসিফ আলী — সম্পাদক, সেবাবিন্দু ফাউন্ডেশন।
📞 +880 1619-937328

মামুন খান — প্রজেক্ট ডাইরেক্টর, পথের পাঠশালা।
📞 +880 1303-940457

মোঃ নাজমুল হাসান — প্রচার সম্পাদক, সেবাবিন্দু ফাউন্ডেশন ও প্রজেক্ট ম্যানেজার, পথের পাঠশালা।
📞 +880 1727-792081

আপনাদের সচেতনতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।

স্বেচ্ছাসেবকদের হাতে গড়া ভবিষ্যৎ—একটি খোলা আকাশের ক্লাসরুম।🌻পথের পাঠশালা | সেবাবিন্দু ফাউন্ডেশন
14/09/2025

স্বেচ্ছাসেবকদের হাতে গড়া ভবিষ্যৎ—একটি খোলা আকাশের ক্লাসরুম।🌻

পথের পাঠশালা | সেবাবিন্দু ফাউন্ডেশন

সেচ্ছাসেবী হতে সবাই পারেনা আর সবাই মানুষের উপকারেও আসেনা। আল্লাহ যাকে তৌফিক দান করে,সেই কেবল মানুষের পাশে দাড়াতে পারে।
14/09/2025

সেচ্ছাসেবী হতে সবাই পারেনা আর সবাই মানুষের উপকারেও আসেনা।

আল্লাহ যাকে তৌফিক দান করে,সেই কেবল মানুষের পাশে দাড়াতে পারে।

পথশিশু ও বঞ্চিত শিশুদের জন্য খোলা আকাশের নিচে শিক্ষা কার্যক্রম—যেখানে বই-খাতা আর ভালোবাসাই তাদের আলোর পথ দেখাচ্ছে।
13/09/2025

পথশিশু ও বঞ্চিত শিশুদের জন্য খোলা আকাশের নিচে শিক্ষা কার্যক্রম—যেখানে বই-খাতা আর ভালোবাসাই তাদের আলোর পথ দেখাচ্ছে।

13/09/2025

✅ সদস্য সংগ্রহ বিজ্ঞপ্তি ✅

সেবাবিন্দু ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণমূলক সংস্থা। সমাজের অবহেলিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।

📌 বর্তমানে সমাজসেবায় নিস্বার্থভাবে নিয়োজিত থাকতে ইচ্ছুক এমন কিছু নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে।

👉 যোগ্যতা:

মানবসেবায় আন্তরিকতা ও আগ্রহ।

সময় দিয়ে স্বেচ্ছায় সমাজ উন্নয়নে কাজ করার মানসিকতা।

অরাজনৈতিক ও নিষ্ঠাবান মনোভাব।

✨ আসুন, একসাথে কাজ করি একটি মানবিক সমাজ গঠনে।
আপনার সহযোগিতা সমাজ পরিবর্তনের পথ তৈরি করবে।

📱 যোগাযোগ: +8801646791660 +8801766644467

সেবাবিন্দু ফাউন্ডেশন
কর্তৃপক্ষ
Shebabindu Foundation সেবাবিন্দু ফাউন্ডেশন-সেবিফা

পথের পাঠশালা—রাস্তার ধুলো পেরিয়ে, ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের উজ্জ্বল আলো।✨তারিখঃ ১১/০৯/২০২৫ ইং
11/09/2025

পথের পাঠশালা—রাস্তার ধুলো পেরিয়ে, ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের উজ্জ্বল আলো।✨

তারিখঃ ১১/০৯/২০২৫ ইং

দুঃখ-শোকের পথ পেরিয়ে, আশা রাখি মনে,একদিন জয়ের গান গাইব, নতুন ভোরের সুরে। #পথেরপাঠশালা  #সেবাবিন্দু_ফাউন্ডেশন    #বরিশাল ...
11/09/2025

দুঃখ-শোকের পথ পেরিয়ে, আশা রাখি মনে,
একদিন জয়ের গান গাইব, নতুন ভোরের সুরে।

#পথেরপাঠশালা
#সেবাবিন্দু_ফাউন্ডেশন

#বরিশাল
#পথশিশু
#শিশুকে
#শিক্ষা
#পাঠদান

Address

Barisal Sador
Barishal
8200

Telephone

+8801317882912

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shebabindu Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shebabindu Foundation:

Share