17/09/2025
সেবাবিন্দুর নামকরণের দিনটির কথা আজও মনে পড়ে।
সেদিন মনে হয়েছিল—একদিন এই স্বপ্ন সত্যি হবে, আমরা সবাই মিলে কিছু গড়তে পারবো।
আজ সেই স্বপ্নের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি।
ভাবুন তো—এখানে কারো সাথে কারো রক্তের সম্পর্ক নেই, তবুও কত বিশ্বাস, কত সম্মানের সাথে আমরা একে অপরকে আঁকড়ে ধরে একটি অলাভজনক প্রজেক্ট চালিয়ে যাচ্ছি। এটাই সেবাবিন্দুর আসল শক্তি।
আজ বলি, সেবাবিন্দুর প্রকৃত অর্থ কী—
অনন্যা অসুস্থ শরীর নিয়েও এসে দাঁড়ায় সবার পাশে।
নাজমুল প্রতিদিন বাবুগঞ্জ থেকে ছুটে আসে শুধুমাত্র দায়িত্ববোধে।
সাদিয়া মাথা ব্যথা নিয়ে বাচ্চাদের হৈচৈ সহ্য করেও পড়ায়।
সজিব নিজের পরিবারের অসুস্থ সদস্যকে রেখে এসেও সেবার জায়গায় উপস্থিত হয়।
আর আছে আমাদের অনেক আদরের ভাই-বোন, যারা নিজেদের স্বার্থ, সময় আর আরাম ছেড়ে বাচ্চাদের জন্য প্রাণ খুলে দৌড়ে আসে।
এই ছোট ছোট সেবা, ত্যাগ আর ভালোবাসার বিন্দু-বিন্দুই গড়ে তুলেছে সেবাবিন্দু ফাউন্ডেশন।
আর এই সেবার মূল্য কখনোই যাতায়াত খরচ, কিংবা সিঙ্গারা-চায়ের মাধ্যমে দেওয়া যায় না।
এই সেবার আসল মূল্যায়ন অমূল্য—যা হৃদয়ে জায়গা করে নেয়, প্রজন্মকে পথ দেখায়, আর আমাদের প্রত্যেককে মানুষের জন্য বাঁচতে শেখায়।