21/06/2025
টঙ্গী স্টেশন রোড থেকে ভিতরে নতুন বাজার থেকে স্বর্ণকার এর দোকান থেকে স্বর্ণ চুরি করতে গিয়ে ধরা খায়।এরা দুইজন ছিল একজন পালিয়ে যায় আর একজনকে জনগণ ধরে ফেলে। পরিচয় পাকিস্তানি দিচ্ছে কিন্তু কথাতে মনে হচ্ছে না সে পাকিস্তানি। প্রথমে স্বর্ণকারের দোকানে স্বর্ণ কিনার নাম করে গেলে দোকানদার স্বর্ণ দেখালে তা নিয়ে দৌর দিতে গেলে ধরে ফেলে একজনকে আর একজন দৌরে পালিয়ে যায়।