Sanaullah Afrahim

Sanaullah Afrahim Welcome to my official page.

তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও। আর মূর্খদের থেকে বিমুখ থাকো। (সূরা আ‘রাফ : ১৯৯)
18/03/2024

তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও। আর মূর্খদের থেকে বিমুখ থাকো।
(সূরা আ‘রাফ : ১৯৯)

-চারদিকে রমজানের আমেজ, সুগন্ধ ছড়াচ্ছে! এটা সাধারন কোনো অনুভূতি না,এটা একটা অসাধারণ অনুভূতি।রমজান, সেহরী, তারাবীহ, তাহাজ্...
11/03/2024

-চারদিকে রমজানের আমেজ, সুগন্ধ ছড়াচ্ছে!

এটা সাধারন কোনো অনুভূতি না,এটা একটা অসাধারণ অনুভূতি।
রমজান, সেহরী, তারাবীহ, তাহাজ্জুদ, ইফতার! একটা বছর পর এমন অনুভূতি পেতে সৌভাগ্য লাগে, হায়াত লাগে।
আল্লাহ্‌ তায়ালা আমাদের সেই সৌভাগ্য করে দিয়েছেন,আলহামদুলিল্লাহ্‌।

কিন্তু কষ্টও হচ্ছে আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য।
"হে আল্লাহ্‌ আমাদের ক্ষমা করুণ"
আমাদের ফিলিস্তিন ভাইদের উপর আপনার রহমতের হাত বাড়িয়ে দিন। হে মাবুদ!

মনে হচ্ছে পটে আকাঁ ছবি তাই না?ছবি টা কোনো শিল্পীর আকাঁ নয়।এই তীব্র শীতে আমাদের দুনিয়ারই আরেক প্রান্তে থাকা আরেক নগরী গা ...
06/02/2024

মনে হচ্ছে পটে আকাঁ ছবি তাই না?
ছবি টা কোনো শিল্পীর আকাঁ নয়।
এই তীব্র শীতে আমাদের দুনিয়ারই আরেক প্রান্তে থাকা আরেক নগরী গা জার ছবি এটি।
রাতে ঘুমাতে গেলে আমরা আমাদের বাচ্চাদের গায়ে আরেকটা কম্বল তুলে দেই।
জানালার গ্লাসটা ঠিক মতো আটকানো আছে নাকি দুইবার উঠে গিয়ে চেক করি।
বাচ্চার গায়ে যেন একটু কুয়াশা না লাগে।
আচ্ছা এই ঠান্ডায়, তীব্র শীতের বৃষ্টিতে এই শিশু গুলোর কেমন লাগছে?
ওদের কি এই কাদামাটির ভেজা বিছানায় থাকার কথা ছিল?
এই পৃথিবী যেন নীরব দর্শক!
প্রচন্ড শক্ত একটা মন নিয়ে সবাই মিলে একখানা হৃদয়বিদারক ক্রমশ চলন্ত সিনেমা দেখছি।

🤲আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।

যদি উড়তে না পারো তবে দৌড়াও ,,,, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো ,,,,যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও।।যে পরিস্থিতি হ...
30/01/2024

যদি উড়তে না পারো তবে দৌড়াও ,,,,
যদি দৌড়াতে না পারো তবে হাঁটো ,,,,
যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও।।
যে পরিস্থিতি হোক না কেন,, তোমাকে সফল হতেই হবে,,, সামনে তোমাকে এগিয়ে যেতে হবেই...।
🥀ইনশাআল্লাহ।

11/11/2023

ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মাদিনা।
অ্যাডভোকেট রোকোনুজ্জামান।

10/10/2023

পাখির মত উড়িয়ে দেয়া হচ্ছে ইজরাইলি বিমান।

06/10/2023

🌾🥰আমরা যারা দুনিয়াবি ব্যস্ততায়,চাকুরি,পরিবার,ক্যারিয়ার ইত্যাদির অজুহাতে দ্বীন পালন করিনা,ইসলাম নিয়ে পড়াশোনার সময় পাই না; তাদের উচিত এ হাদিসটি মনোযোগ দিয়ে পড়ে নিজেদের জীবনের সাথে মিলিয়ে নেওয়াঃ

আল্লাহর রাসূল (ﷺ) বলেন, “আল্লাহ্ তা‘আলা বলেন, হে আদম সন্তান! আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব।
আর যদি তা না কর, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না।”
[তিরমিযী:২৪৬৬]

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Sanaullah Afrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sanaullah Afrahim:

Share