ShopnoJoy-স্বপ্নজয়

ShopnoJoy-স্বপ্নজয় পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কই সুন্দর যদি আমরা একে অপরকে শ্রদ্ধা করি।।
সবাইকে আমার পেইজে স্বাগতম।।

31/10/2025

কারো জীবনে প্রয়োজন না হয়ে প্রিয়জন হতে পারাটা অনেক বেশি সৌভাগ্যের

20/10/2025

এক লাইনে এত দাড়ি ক্যান🤪🤪

#

দায়িত্ব জিনিসটা একটা অন্যরকম ব্যাপার।। ভালো সবাই বাসতে জানলেও দায়িত্ব জিনিসটা সবাই বোঝেনা।। অনেকের ছোটবেলা থেকেই দায়ি...
14/10/2025

দায়িত্ব জিনিসটা একটা অন্যরকম ব্যাপার।। ভালো সবাই বাসতে জানলেও দায়িত্ব জিনিসটা সবাই বোঝেনা।। অনেকের ছোটবেলা থেকেই দায়িত্ব নিতে শিখে যায়,, আবার কেউ কেউ ৪০ বছর বয়সে এসেও দায়িত্ব কি সেটা বোঝে না।।।

কেউ প্রশংসা করুক বা বদনাম করুক, তাতে আপনার কি যায় আসে 🤔কেউ প্রশংসা করলে আমরা আকাশে ভাসি না, আবার কেউ বদনাম করলেও আমরা ম...
10/10/2025

কেউ প্রশংসা করুক বা বদনাম করুক, তাতে আপনার কি যায় আসে 🤔
কেউ প্রশংসা করলে আমরা আকাশে ভাসি না, আবার কেউ বদনাম করলেও আমরা মাটির নিচে চলে যাই না।।
অতএব মানুষকে বেশি বেশি বদনাম করতে দিন।।। তাতে দিনশেষে লাভ আপনারই হবে।। অন্তত আপনার আমলনামা তো ভারি হবে না,।

ভালো সময়গুলো খুব দ্রুত শেষ হয়ে যায়😥শুভ রাত্রি
05/10/2025

ভালো সময়গুলো খুব দ্রুত শেষ হয়ে যায়😥
শুভ রাত্রি

তাদেরকে ভালোবাসতাম,অতঃপর একদিন দেখলাম তারা আমাকে পছন্দই করে না,ভালোবাসবে কি🙃🙃
02/10/2025

তাদেরকে ভালোবাসতাম,
অতঃপর একদিন দেখলাম তারা আমাকে পছন্দই করে না,ভালোবাসবে কি🙃🙃

কথাগুলো💞ঘর যতটা বড় হয় দরজা ততটা বড় হয় না, দরজা যতটা বড় হয়, তালা ততটা বড় হয় না, তালা যতটা বড় হয়, চাবি ততটা বড় ...
01/10/2025

কথাগুলো💞
ঘর যতটা বড় হয় দরজা ততটা বড় হয় না, দরজা যতটা বড় হয়, তালা ততটা বড় হয় না,
তালা যতটা বড় হয়, চাবি ততটা বড় হয় না।।

কিন্তু সেই ছোট্ট চাবিটাই পুরা ঘরটাকে সামলে রাখে।

তাই আপনি যতই বড় হবেন ছোট কাউকে কখনোই অসম্মান করবেন না ।

মানুষের চোখের পানি মূল্য অনেক অনেক বেশি যদি তা আল্লাহর কাছে কবুল হয়ে ই যায়।
20/09/2025

মানুষের চোখের পানি মূল্য অনেক অনেক বেশি যদি তা আল্লাহর কাছে কবুল হয়ে ই যায়।

18/09/2025

জীবন থেকে শান্তি নামক জিনিস টা চলে গেছে।।জীবনকে নরক বানাতে একজন ই যথেষ্ট 😬😬

জীবন তো আর কারো জন্য থেমে থাকে না।।শুধু কিছু সুন্দর সময় হারিয়ে যায়,,আর হারিয়ে যায় মানসিক শান্তি
08/09/2025

জীবন তো আর কারো জন্য থেমে থাকে না।।
শুধু কিছু সুন্দর সময় হারিয়ে যায়,,আর হারিয়ে যায় মানসিক শান্তি

03/09/2025

সেসব মানুষ থেকে তো কবেই মুখ ফিরিয়ে নিয়েছি,, যারা কথা আঘাতে মন ভেঙে দেয়।
হয়তোবা একসাথে পথ চলাটা ফরমালিটি,আর কিছুই না।

একটা সময় পরে অভিমানগুলো কাউকে বোঝানো যায় না 😥নিজের বুকের মধ্যে চাপা রেখেই বেঁচে থাকতে হয়।
20/07/2025

একটা সময় পরে অভিমানগুলো কাউকে বোঝানো যায় না 😥নিজের বুকের মধ্যে চাপা রেখেই বেঁচে থাকতে হয়।

Address

Charfashion Road
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShopnoJoy-স্বপ্নজয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share