09/12/2023
স্বামী-স্ত্রীর সম্পর্ক একটা টিমের মত।
টিমের মূল সদস্য সংখ্যাও দুজন।জীবনের হাসি-কান্না,উত্থান-পতনের লুকোচুরি গেইমে জিততে, অন্তত টিকে থাকতে হলে দুজনকে এক টিম হয়ে খেলতে হবে।
একজন যখন জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে রনে ভংগ দেয় অপরপক্ষকে তখন ক্লান্ত যোদ্ধার পাশে শক্তিশালী বর্ম হয়ে দাঁড়াতে হয়।
আবার মস্তিষ্কের দ্বন্দ্বে কখনো কখনো হাসিমুখে হেরে গেলে জিতে যায় দুজনেই...
কেবল তৃতীয়পক্ষকে দেওয়া অবাধ প্রবেশাধিকারেই হেরে যায় সম্পর্ক।
অবশ্য দুজনের একজন যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজেই তৃতীয় পক্ষের ভূমিকা পালন করে- সেটা ভিন্ন প্রসংগ 🙂