20/12/2022
২৪। চিত্রকর কেয়ামতের দিন সকলের চাইতে অধিক শাস্তি ভোগ করবে। বুখারী ও মুসলিম
২৫। মুসলমান মুসলমানের ভাই। মুসলিম
২৬। কোন বান্ধবী প্রকৃত মুমিন হতে পারিবে না। যতক্ষণ না সে অন্য মুসলমান ভাইয়ের জন্য সে জিনিস পছন্দ করে যাহা নিজের জন্য পছন্দ করে ।বুখারী ও মুসলিম
২৭। যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট হইতে নিরাপদ নয় সে বেহেশতে প্রবেশ করিতে পারবে না। মুসলিম
২৮। আমি নবীদের শেষ আমার পর কোন নবী নাই। বুখারী ও মুসলিম
২৯। তোমরা পরস্পরে সম্পর্ক ছেদ করিও না ,গীবত করিও না ,শত্রুতা করিও না ,হিংসা করিও না , আল্লাহর দাস হিসাবে তোমরা ভাই ভাই হইয়া দাও। বোখারী
৩০। কেহ ইসলাম গ্রহণ করিলে ইহা তাহার পূর্বের পাপরাশি মিটিয়ে দেয় এবং হিজরত ওয়ার পূর্বের পাপ রাশি মিটিয়ে দেয় আর হজ ওহার পূর্বের পাপ রাশী মিটে দেই। মেশকাত
৪১.উম্মতে মুহাম্মদীর একজন আলেমের মর্যাদা বনি ইসরাইল সম্প্রদায়ের একজন নবীর মর্যাদা সমতুল্য। আর একজন আলেমকে দেখা ৭০ জন নবী রাসুলগণকে দেখার সামান্য মর্যাদার সওয়াব। হাকি ইবাদত
৪১।তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত, ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের ওপর হিংসা করা থেকে বিরত রাখো। – হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে- সে আমাকেও অত্যন্ত ভালোবাসে
– বুখারী
৪৩।যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, (তখন আফসোস করার বদলে) এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে
– মুসলিম
৪৪।নিশ্চই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো, গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম
– মুসলিম