Action TV

Action TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Action TV, Video Creator, Barishal.

20/12/2022

২৪। চিত্রকর কেয়ামতের দিন সকলের চাইতে অধিক শাস্তি ভোগ করবে। বুখারী ও মুসলিম
২৫। মুসলমান মুসলমানের ভাই। মুসলিম
২৬। কোন বান্ধবী প্রকৃত মুমিন হতে পারিবে না। যতক্ষণ না সে অন্য মুসলমান ভাইয়ের জন্য সে জিনিস পছন্দ করে যাহা নিজের জন্য পছন্দ করে ।বুখারী ও মুসলিম
২৭। যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট হইতে নিরাপদ নয় সে বেহেশতে প্রবেশ করিতে পারবে না। মুসলিম
২৮। আমি নবীদের শেষ আমার পর কোন নবী নাই। বুখারী ও মুসলিম
২৯। তোমরা পরস্পরে সম্পর্ক ছেদ করিও না ,গীবত করিও না ,শত্রুতা করিও না ,হিংসা করিও না , আল্লাহর দাস হিসাবে তোমরা ভাই ভাই হইয়া দাও। বোখারী
৩০। কেহ ইসলাম গ্রহণ করিলে ইহা তাহার পূর্বের পাপরাশি মিটিয়ে দেয় এবং হিজরত ওয়ার পূর্বের পাপ রাশি মিটিয়ে দেয় আর হজ ওহার পূর্বের পাপ রাশী মিটে দেই। মেশকাত
৪১.উম্মতে মুহাম্মদীর একজন আলেমের মর্যাদা বনি ইসরাইল সম্প্রদায়ের একজন নবীর মর্যাদা সমতুল্য। আর একজন আলেমকে দেখা ৭০ জন নবী রাসুলগণকে দেখার সামান্য মর্যাদার সওয়াব। হাকি ইবাদত
৪১।তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত, ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের ওপর হিংসা করা থেকে বিরত রাখো। – হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে- সে আমাকেও অত্যন্ত ভালোবাসে
– বুখারী
৪৩।যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, (তখন আফসোস করার বদলে) এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে
– মুসলিম
৪৪।নিশ্চই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো, গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম
– মুসলিম

20/12/2022

প্রিয় নবীর চল্লিশটি হাদিস।

১।কাজের ফলাফল তো নিয়ত অনুযায়ী। বুখারী ও মুসলিম

২। মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটি দাবি। যথা: ক) সালামের জবাব দেওয়া খ) রোগ আক্রান্ত হইলে দেখাশোনা করা গ) জানাজার পিছনে যাওয়া ঘ) দাওয়াত গ্রহণ করা এবং ঙ) ইয়ারহামুকাল্লাহ বুলিয়া হাসির জবাব দেওয়া। বুখারী ও মুসলিম

৩। যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ ও তাহার প্রতি দয়া করে না। বুখারী ও মুসলিম

৪। পরনিন্দাকারী বেহেস্তে প্রবেশ করিতে পারিবেনা। বুখারীর ও মুসলিম

৫। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বেহেশতে দাখিল হতে পারবেনা। বোখারী ও মুসলিম

৬। অত্যাচার কেয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। বুখারী ও মুসলিম

৭। গোড়ালের যে অংশ মাজামার নিচে থাকে তাহা দোযখে জ্বলিবে। বুখারী ও মুসলিম

৮। প্রকৃত মুসলমান সে জাহাজ জিব্বাও হাত হইতে অন্য মুসলমান নিরাপদ। বুখারী মুসলিম

৯। ব্যক্তির স্বভাবের নম্রতা নাই সে সর্বপ্রকার কল্যাণ হইতে বঞ্চিত। মুসলিম

১০। মূল্য যদি যে প্রতিপক্ষকে পরাজিত করে সে বীর নয়, প্রকৃত বীর সে যে রাগের সময় আপন প্রবৃত্তিতে বসে থাকে। বোখারী মুসলিম

১১। যখন তুমি লজ্জা ত্যাগ করবে তখন যা ইচ্ছা তাই করতে পারবে ।মুসলিম মুসলিম

১২। কম হইলো ও নিয়মিত আমল ই আল্লার নিকট সর্বাধিক প্রিয়

১৩। যে ঘরে কুকুর বা ছবি আছে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। বুখারী মুসলিম

১৪। তোমাদের মধ্যে এলো কি আমার অধিকতর কতর প্রিয়, যে অধি কতর চরিত্রবান। বুখারী মুসলিম

১৫। দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য স্বর্গ। বুখারী মুসলিম

১৬। মুমিনের জন্য তাহার মুমিন ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করিয়া তিন দিনের বেশি থাকা বৈধ নয়। বুখারী ও মুসলিম

১৭। মমিন একই গর্তে দুইবার ধংসিত হয় না। বুখারী ও মুসলিম

১৮।আত্তার প্রাচুর্য ই প্রকৃত প্রাচুর্য। বোখারী মুসলিম।

১৯। দুনিয়াতে কিভাবে থাকো যেন তুমি প্রবাসী কিংবা প্রতীক।বোখারী মুসলিম

২০। মানুষ মিথ্যাবাদী সাবাস্থ্য হইবার জন্য ইহাই যথেষ্ট যে, সে যা শুনে যাচাই না করিয়া তাহাই বলিয়া বেড়াই। বুখারী

২১। পিতার ভ্রাতা পিতৃ সমতুল্য। বুখারী ও মুসলিম

২২। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রেখে, কেয়ামতের দিন আল্লাহ তাহার দোষ গোপন রাখবেন। বোখারী মুসলিম

২৩। সেই সফলকাম যে ইসলাম গ্রহণ করিয়াছে প্রয়োজনমতো রিযিক পাইয়াছে এবং আল্লাহ তাআলার দানের উপর সন্তুষ্ট হইয়াছে। মুসলিম

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Action TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Action TV:

Share

Category