Bsldon24.com

Bsldon24.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bsldon24.com, Newspaper, .

30/08/2022

আচ্ছালামুআলাইকুম ওয়া রহমাতুল্লা। আজ আমরা পূর্ব কর্ণকাঠী হিলফুল ফুযুল সংগঠনের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত আবুল কাজীর পরিবারকে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করলাম। আলহামদুলিল্লাহ্।

গতকাল (২৯) জুলাই শুক্রবার বিকাল ৩ টায় ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মডেল দক্ষিণ থানার আয়োজন...
29/07/2022

গতকাল (২৯) জুলাই শুক্রবার বিকাল ৩ টায় ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মডেল দক্ষিণ থানার আয়োজনে যুব জামায়েত ও র‍্যালীর আয়োজন করা হয়। এ সময় যুব আন্দোলনের মহানগর নেতৃবৃন্দ সহ যুব আন্দোলনের সকল নেতাকর্মী যুব জামায়েতে অংশ নেন। র‍্যালিটি রুপাতলী হাউজিং মসজিদ থেকে শুরু করে সাগরদী কামিল মাদরাসা পর্যন্ত শেষ হয়।

29/07/2022

মানবতার ফেরিওয়ালা বরিশাল সদর উপজেলার জননন্দিত ভাইস চেয়ারম্যান এ্যড. মাহবুবুর রহমান মধু ভাইয়ের সাক্ষাতকার।

21/07/2022
বরিশালের বাকেরগঞ্জে মসজিদ ভেঙ্গে বাড়ী নির্মাণের অভিযোগ।অসহায় পরিবারের থানায় মামলা।রিপোর্ট//: নিজস্ব প্রতিবেদক ১৮/০৭/২০২২...
17/07/2022

বরিশালের বাকেরগঞ্জে মসজিদ ভেঙ্গে বাড়ী নির্মাণের অভিযোগ।
অসহায় পরিবারের থানায় মামলা।

রিপোর্ট//: নিজস্ব প্রতিবেদক
১৮/০৭/২০২২. Bsldon24.com

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামে (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য, রফিক মৃধা'র নেতৃত্বে একটি অসহায় পরিবারের জমির মসজিদ ভেঙ্গে বাড়ী নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। অসহায় পরিবার বাকেরগঞ্জ
থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বাকেরগঞ্জ উপজেলায় ১৩নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম দূর্গাপুর গ্রাম আঃ কাদের হাওলাদারের বাড়ীর সামনে পাঞ্জেগানা মসজিদ ভেঙে বাড়ী নির্মাণ করার ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল কালাম হাওলাদার জানান, গত ২৪( ফেব্রুয়ারি) ২০১০ সালে পশ্চিম দূর্গাপুর মৌজার -দাগ নং ৯৭২- জেল-নং-১৭ খতিয়ান নং-৭ এর জমির মালিক মজিবর চৌকিদারের কাজ থেকে তিন শতাংশ জমি ক্রয় করেন। ক্রয় সুত্রে জমির মালিক নুরুল হক হাওলাদার, পিতাঃ মৃত আয়নউদ্দীন হাওলাদার ও মোঃ আবুল কালাম হাওলাদার।

দীর্ঘদিন জমিটি পরিত্যক্ত থাকায় মাটি ভরাট করে নিজেদের উদ্যোগে ৪/৫ বছর আগে একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করা হয়।গত ২০(জুন)২০২০ সালে স্থানীয়দের নিয়ে পশ্চিম দূর্গাপুর নেছারিয়া পাঞ্জেগানা মসজিদ নাম করন করে ২১ সদস্য কার্যনির্বাহী কমিটি গঠন করেন।

গত ১২(জুলাই)মঙ্গলবার ১৫/২০ জন মিলে অতর্কীতভাবে মসজিদে হামলা চালিয়ে ভাংচুর করে দখল করে নেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত হেলাল উদ্দীন মৃধা'র পুত্র (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য, রফিক মৃধা'র নেতৃত্বে, খালেক মৃধা, তহমিনা, পিতাঃ মৃত হেলাল উদ্দীন মৃধা, তহমিনার ছেলে শহিদ, হালিম, শাহিন। খালেক মৃধা'র ছেলে মুরাদ মাসুদ, ও আঃ রশিদ এর পুত্র আঃ হাই সহ অজ্ঞাত ৪/৬ জন পুরুষ ও মহিলা মিলে গত (৩৩৩)
অতর্কীত ভাবে পাঞ্জেগানা মসজিদ ভেঙে বাড়ী নির্মাণ করেন।

আবুল কালাম হাওলাদার জানান, বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ প্রশাসন কোনো আইনগত পদক্ষেপ নিচ্ছে না। তিনি আরও বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্যারে আমাকে বলে যে তুই বলবি, ওখানে কোনো মসজিদ ছিলো না একটি কুঁড়ের ঘড় ছিলো।

বড় পুইয়াউটা গ্রামের দোকান্দার কালাম মুন্সি বলেন, আমাদের গ্রামে মসজিদের সংখ্যা কম, কাদের হাওলাদারের বাড়ীর সামনে পাঞ্জেগানা একটা মসজিদ আছে আমরা ঐ পথে যাতায়াতের প্রায় সময় নামাজ আদায় করছি,কিন্তু কিছুদিন ধরে শুনছি যে রফিক মৃধা মসজিদ ভেঙে বাড়ী তৈরী করেছে।

স্থানীয় শালিসদার নাসির সিকদার জানান,অনেক বছর ধরে মসজিদটি রয়েছে, আমি প্রায়ই সময় মসজিদে নামাজ আদায় করছি, যদি মসজিদের জমি নিয়ে কোনো ঝামেলা থাকে, তাহলে মসজিদটি না ভেঙে, স্থানীয়দের সাথে আলাপ আলোচনা করলে সঠিক একটি রায় দেওয়া যেতো।

ইউনুস হাওলাদার জানান, ক্ষমতার প্রভাব খাটিয়ে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গা ঠিক নয়। রফিক মৃধা যে কাজটি করছে সেটা ইসলাম বিরোধী কাজ আমি ধিক্কার জানাই ও পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি এই অপরাধীকে আইনগত কঠিন ব্যবস্থাগ্রহণ করা হোক।

অভিযুক্ত পরিবারের মুঠোফোনে কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম (বাবু) বলেন, বিষয়টি আমি শুনছি আমি ব্যস্ত থাকায় যেতে পারি নাই,খুব নেক্কার জনক ঘটনা এটা।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন' মুঠোফোনে কল দিলে বলেন, বিষয়টি শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে ও আবুল কালাম হাওলাদার নামে একলোক অভিযোগ দায়ের করছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

13/07/2022

বরগুনা সদর উপজেলার পোটকাখালি,ঢলুয়ায় সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের লাইফ ভিডিও।

বরিশালের উজিরপুরে বাসচাপায় ভ্যানচালক নিহতনিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের উজিরপুরে বাসচাপায় মো. আলমগীর হাওলাদার (৫০) ...
12/07/2022

বরিশালের উজিরপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের উজিরপুরে বাসচাপায় মো. আলমগীর হাওলাদার (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে নতুন শিকারপুর নামক স্থানে বরিশাল-ঢাকা মহাসড়কের এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হাওলাদার পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে।

ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক ও হেলপার পলাতক রয়েছে।

পুলিশ জানায়, শামীম পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস ময়মনসিংহ থেকে সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলেন। উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থান অতিক্রম করার সময় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আলমগীর হাওলাদারের মৃত্যু হয়। তবে বাসটির কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হলে উজিরপুর মডেল থানা পুলিশ, গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন বরিশালটাইমসকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। এবং বাসটি আটক করে নেওয়া হয়েছে গৌরনদী হাইওয়ে থানায়। এ ঘটনায় নিহতর পরিবারের কেউ মামলা করেনি,। পরবর্তীতে যদি মামলা করে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাসের চালক ও হেলপার পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বরিশালের সেই সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে যা বল্লেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মধুরিপোর্ট। এইচ. এম মাছুম।বরিশাল স...
08/07/2022

বরিশালের সেই সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে যা বল্লেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মধু

রিপোর্ট। এইচ. এম মাছুম।
বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী চরকরনজির চলাচলের একমাত্র সংযোগ সেতু দুটি দীর্ঘ একযুগের বেশি সময় ভেঙ্গে থাকলেও নজরে আসেনি কারো। দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় সংবাদ প্রচারের পরে ২০২০ সালে পরিদর্শনে আসেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মাধু। পরিদর্শনের পরে বিষয়টি তিনি তাৎক্ষনিক ভাবে পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে কথা বলে উপজেলার অন্যান্য সেতুর সাথে এই সেতু দুটিও করার অনুমোদন পাশ করান। সদর উপজেলার ১৬ টি সেতু মাননীয় প্রতিমন্ত্রী ভার্চয়াুল ভাবে উদ্বোধন করেন। বর্তমানে পর্যায়ক্রমে সেতুগুলোর কাজ চলমান রয়েছে। গতকাল শুক্রবার মাননীয় মন্ত্রীর পক্ষে কাজের সার্বিক খোজ খবর নিতে চলে আসেন উপজেলা ভাইস চেয়ারম্যান। তিনি পূর্ব কর্ণকাঠী বায়তুল হামদ্ জামে মসজিদে জুমার নামাযে অংশগ্রহণ করেন এবং মুসুল্লিদের সাথে কুসল বিনিময় করেন। এ সময় তিনি সেতুর কাজ পরিদর্শন করে স্থানীয় লোকজনের সার্বিক খোজ খবর নিয়ে কথা বলেন।
ভাইস চেয়ারম্যানের জনকল্যাণ মূলক এ কাজের প্রশংসা করেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় আলী আকবর হাওলাদর জানান, আমরা মধু ভাইয়ের মাধ্যমে আমাদের দীর্ঘ প্রতিক্ষার সেতু পেয়েছি। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞ। মাননীয় প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেলিম আকন জানান, আমরা তার এই কাজে আনন্দিত। আমরা চাই ভবিষ্যতে এই সেতুর পাশিপাশি আমাদের অবহেলিত গ্রামের রাস্তাঘাটের দিকেও নজর দিবেন জনপ্রতিনিধিরা। মুসা খান জানান, এই সেতুর মাধ্যমে আমাদের দুই এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দুর্দশা দুর হবে, পাশাপাশি আমাদের রাস্তাঘাটের দিকে নজর দিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাই আমাদের প্রত্যাশা। দেলোয়ার হোসেন নামের একজন জানান, সেতু বাস্তবায়ন হওয়ায় মননীয় ভাইস চেয়ারম্যান মন্ত্রী মহোদয় ও প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ। এ বিষয় উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু জানান, পত্রিকার সংবাদ প্রকাশ ও সাংবাদিক মাছুমের মাধ্যমে এই এলাকার সমস্যার কথা জেনে আমি পরিদর্শনে আশি এবং মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামিম এমপি মহোদয়ের নিকট সমস্যাগুলো তুলে ধরি এবং পত্রিকার ছবিগুলো ও ভিডিও চিত্র তাকে দেখাই। সে সদর উপজেলার অন্যান্য সেতুর সাথে এই সেতু দুটির প্রকল্পও বাস্তবায়ন করেন। তাই মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্যবাদ জানাই আধুনিক বাংলাদেশের রুপকার আমার নেত্রী জননেত্র শেখ হাসিনাকে। সকলের কাছে প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন।

বরিশালে ডিবি'র অভিযানে গ্যাস সিলেন্ডার থেকে ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১রিপন রানা,বরিশাল:: ফেন্সিডিলের একটি চালান বরিশা...
29/06/2022

বরিশালে ডিবি'র অভিযানে গ্যাস সিলেন্ডার থেকে ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

রিপন রানা,বরিশাল:: ফেন্সিডিলের একটি চালান বরিশালের মাদক ব্যবসায়ীর কাছে পৌছে দিতে অভিনব পদ্ধতি অবলম্বন করেও রক্ষায় হয়নি এক ব্যক্তির। মো. সুমন মন্ডল (নওমুসলিম) (৪২) নামের এই ব্যক্তিকে পাকরাও করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। মঙ্গলবার বিকেলে তাকে শহরের বৈদ্যপাড়া মোড় সিঅ্যান্ডবি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ ঝিনাইদাহ’র শৈলাকুপা থানাধীন খালফুলিয়া গ্রামের মৃত সচীন মন্ডলের ছেলে সুমন মাদকের একটি বড় চালান নিয়ে নথুল্লাবাদ হয়ে বরিশাল নগরীতে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম বৈদ্যপাড়াসংলগ্ন সিঅ্যান্ডবি রোডের মুখে অবস্থান নেয়। এসময় ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে।

অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের এ এসআই মো.জামাল হোসেন প্রতিবেদককে জানান, গ্রেপ্তার যুবক ফেন্সিডিলের চালানটি নিয়ে আসার ক্ষেত্রে অভিনব পদ্ধতি অবলম্বন করে। গ্যাস সিলেন্ডারের নিচের অংশ কেটে ভেতরে ঢুকিয়ে ফেন্সিডিগুলো নিয়ে এসেছে।

গ্রেপ্তারের পর গ্যাস সিলেন্ডারটি থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় ডিবি পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. মাকসুদুল আলম তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। সেই মামলায় বুধবার আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন।

বরিশালে মেয়রের নাম ভাঙ্গিয়ে,ফিরোজের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট,জিম্মি পূর্ব ও দক্ষিনঞ্চলের রোগীরা।রিপন রানা : বরিশালে অ্যাম...
06/06/2022

বরিশালে মেয়রের নাম ভাঙ্গিয়ে,ফিরোজের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট,জিম্মি পূর্ব ও দক্ষিনঞ্চলের রোগীরা।

রিপন রানা : বরিশালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে অসহায় পূর্ব ও দক্ষিনঞ্চলের রোগীরা।

বিভাগীয় শহর বরিশাল দক্ষিণাঞ্চলে অবস্থিত সমুদ্র উপকূলীয় বিভাগ। বরিশালের ৬ টি জেলার মোট ৩৯ টি উপজেলা রয়েছে। আর প্রতিটি জেলা -উপজেলার রোগীরা অ্যাম্বুলেন্স যোগে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।

পটুয়াখালী থেকে রোগী নিয়ে আশা অ্যাম্বুলেন্সে রোগীর চিকিৎসা শেষে পটুয়াখালী রওয়ানা হলে দপদপিয়া টোল প্লাজার সামনে আটকে দেওয়ার অভিযোগ করেন। পটুয়াখালীর অ্যাম্বুলেন্স ড্রাইভার নুরুল করিম তিনি বলেন, বরিশালের অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি ফিরোজ, বেল্লাল,কাওসারসহ একাধিক ব্যক্তীরা টোল প্লাজায় বসে জরিমানার নামে তাঁরা চাঁদাবাজি করছে। এছাড়াও, অ্যাম্বুলেন্স ড্রাইভার রবিউল ইসলামের মা অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে, রোগীর কাজ থেকে দুই হাজার টাকা জরিমানা রাখেন।

বরগুনার অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, বরগুনা থেকে বরিশাল রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সগুলো বরিশাল থেকে ফেরার পথে বরিশাল মালিক সমিতির কাছে জিম্মি ও চাঁদাবাজির শিকার হয়। চাঁদা না দিলে অ্যাম্বুলেন্স ভাঙচুর ও আটকে দেওয়া হয়।

অপরদিকে বরিশালের অ্যাম্বুলেন্স মালিক সমিতির দাবি, বরগুনায় বরিশাল থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স গেলে বরিশাল ফেরার পথে বরগুনা থেকে কোনও রোগী তুলতে দেওয়া হয় না।

এ বিষয়ে বরগুনা জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন মৃধা বলেন, বরগুনা জেলার অ্যাম্বুলেন্স বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে রোগী নিতে পারেন না। বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে জরিমানা নামের চাঁদাবাজি করে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতি।

তিনি আরো বলেন, গত (১৪মার্চ)বরগুনার একটি অ্যাম্বুলেন্স আটকে দিয়ে,রোগী ইসমাইল বিহারীর কাছ থেকে তিন হাজার টাকা জরিমানার নামে চাঁদা নিয়েছে। বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতি। এ ঘটনা নিয়ে ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি আমাকে ফোন করে অশ্রাব্য গালাগালি করে ও হুমকি দেয়। এক পর্যায়ে উল্টো উকিল নোটিসও পাঠায়। আমি ওই গালিগালাজের ফোন রেকর্ড সংরক্ষণ করে রেখেছি। আমরা রোগীর সেবা দেই কিন্তু এই অনৈতিক কর্মকাণ্ড থেকে পরিত্রাণ না পেলে আমরা রোগীদের সেবা দিব কিভাবে। এর থেকে পরিত্রাণ চায় সকল অ্যাম্বুলেন্স মালিকরা।

এছাড়াও তিনি আরও বলেন,বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি ফিরোজ, সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নাম ভাঙ্ীয়ে এসব সিন্ডিকেট করছে,

তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, এসব বন্ধে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।

গত(১৭মে) বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির লোকজন বরগুনাগামী ‘হাওলাদার’ নামের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স আটকে ১৫০০ টাকা চাঁদা নিয়েছে বলে অভিযোগ করেছেন অ্যাম্বুলেন্সচালক সজিব।

চালক সজিব বলেন, ‘প্রতিদিনই দপদপিয়া সেতু সংলগ্ন টোলপ্লাজা এলাকায় বরগুনাগামী অ্যাম্বুলেন্স আটকে জরিমানা নামের চাঁদাবাজি করে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতি। শেবাচিম এলাকার স্থানীয় কাউন্সিলর মজিবুর রহমানের নাম ভাঙিয়ে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক সজিব মিয়া ও তাদের লোকজন মিলে চাঁদাবাজির সিন্ডিকেট তৈরি করেছে। তবে এই চাঁদা দিতে কেউ রাজি না হলে গালাগালি, মারধর এবং অ্যাম্বুলেন্স ভাংচুরসহ গাড়ি শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে আটকে রাখে তারা।’

এদিকে চাঁদাবাজির শিকার এক রোগীর ভুক্তভোগী স্বজন জানান, তাদের ঝামেলা কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। আবার মাঝপথে গাড়ি পাল্টাতে হয়। এই ভোগান্তি থেকে আমরা মুক্তি চাই।

তবে এ সকল অভিযোগ অস্বীকার করেন বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি ফিরোজ আলম। তিনি বলেন, ‘আমাদের সংগঠনটি বিভাগের সকল অ্যাম্বুলেন্স মালিকদের সমন্বয় গঠন করা হয়েছে। তাই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সকল কার্যক্রম চলছে। তবে বরগুনা জেলার কিছু প্রভাবশালীরা সংগঠনের গঠনতন্ত্রের বাইরে গিয়ে কর্যক্রম পরিচালনা করছে। তাই তাদের সংগঠনের নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়েছে।’

জরিমানর বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘সারা বিভাগ জুড়ে আমাদের একটি নিয়ম আছে। যেমন- বরিশাল দিয়ে যদি কোনও অ্যাম্বুলেন্স রোগী নিয়ে বিভাগের অন্য জেলায় যায় তাহলে তারা ফেরার পথে খালি গাড়ি নিয়ে ফিরতে হবে। অন্যথায় তাদের জরিমানা করা হবে। ঠিক একইভাবে যদি বিভাগের জেলাগুলো দিয়ে বরিশালে কোনও রোগী নিয়ে আসে তাদের রোগী রেখে খালি অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে ফিরতে হবে। কিন্তু বরগুনা জেলার অ্যাম্বুলেন্সচালকরা এবং মালিকরা এই বিষয়টি মানছে না। তারা উল্টা রোগী নিয়ে বরগুনায় ফিরছে, যার প্রেক্ষিতে তাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়েছে।

এছাড়া আজ সকালে বরগুনা অ্যাম্বুলেন্স মালিক সমিতি অ্যাম্বুলেন্স চালকদের মারধর রুগীদের হয়রানির প্রতিবাদে মানবন্ধন করেন।

বরিশালে ক্রেতাদের পকেট কাটছে মেসার্স অর্ক ভাণ্ডার।রিপোর্ট: এইচ. এম মাছুম।বরিশাল নগরীর  কাটপট্টি থানা পুকুরের পূর্ব পারে ...
29/05/2022

বরিশালে ক্রেতাদের পকেট কাটছে মেসার্স অর্ক ভাণ্ডার।
রিপোর্ট: এইচ. এম মাছুম।

বরিশাল নগরীর কাটপট্টি থানা পুকুরের পূর্ব পারে অবস্থিত মেসার্স অর্ক ভাণ্ডার নামে এক পাইকারী ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূল্যের থেকে বেশি দাম রাখার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী খুচরা বিক্রেতা শফিকুল আলম প্রতিবেদককে জানান, গত ২১ মে শানিবার অটো ড্রাইভারের মাধ্যমে দোকানে বিক্রির উদ্দ্যেশ্যে দুই বস্তা চাঁদ তারা চিকন ভুসি আনাই, মেসার্স অর্ক ভাণ্ডার যার মূল্য রাখে ৫৭১০ টকা, কিন্তু আমি চাঁদমারী ক্রিসেন্ট এন্ড এস্টার ফ্লোয়ার মিলসে যোগাযোগ করলে তারা আমাকে বলেন চিকন ভুসি বর্তমানে ২৭০০ টাকা করে বস্তা। পরবর্তীতে আমি অর্ক ভাণ্ডারে গেলে তারা আমাকে ৩০০ শত টাকার যায়গায় ১০০ শত টাকা ফেরৎ দেন। আমি তা গ্রহণ না করে তিনশত টাকা চাইলে তারা নানান ধরনের কথা বলেন। এভাবে হলে আমরা খুচরা ব্যবসায়ীরা সাধারণ ক্রেতার কাছে প্রশ্নবিদ্ধ হই। এক পর্যায়ে আমি ভোক্তা অধিকার সংরক্ষনে অভিযোগ করার কথা বল্লে তারা বলেন, যান গিয়া অভিযোগ করেন তাতে আপনার কোন লাভ হবেনা বরংস টাকা খরচ হবে। এ বিষয়ে চাঁদমারী ক্রিসেন্ট এন্ড মিলসের ম্যানেজারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ২১ তারিখ চিকন ভুসি ২৭০০ টাকা বস্তা ছিল। এ বিষয়ে মেসার্স অর্ক ভাণ্ডারের মালিকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি তখন কলকাতায় ছিলাম। ভাই আপনারাতো জানেনই বাজার উল্টাপাল্টা চলছে, সব জিনিসের দাম বৃদ্ধি। তারপরেও ওনাকে ১০০ টাকা দিতে চাইছে উনি রাগ করে চলে গেছে। চাইলে ১০০ টাকা এসে নিয়ে যেতে পারে। তাছারাও মিলের দামেতো আমরা বিক্রি করতে পারবোনা, আমাদের অনেক খরচ আছে। ভুক্তভোগী শফিকুল আলম ভোক্তা অধিকারে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে এ প্রতিবেদককে জানান।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bsldon24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share