অনুস্বার-ং-Anuswar

অনুস্বার-ং-Anuswar রংয়ে ছন্দে মিলে একাকার যেখানে অনুস্বার।

Okay, bye
23/08/2025

Okay, bye

He flirting on his own language 😑😑
21/08/2025

He flirting on his own language 😑😑

18/08/2025

ঘরে ফেরার তাড়া ফুড়িয়েছে বোধহয়। কোনো আকাঙ্ক্ষা নেই। এ যেন বড্ড অদ্ভুতদর্শন বিধাতা। আমি তো এ দর্শন চাইনি কস্মিনকালেও।
আমি কতটা একা? এই ধরো, শহরের রাস্তায়, অলিতে-গলিতে ছড়িয়ে থাকা মানুষ, তবুও তারা অদৃশ্য প্রাণীর ন্যায়। চোখে এসব ঝাপসা। সময় হয় না বলে পাশ কাটিয়ে চলে আসা হয়, অথচ সময় দিতে না চাওয়াটাই মূল কারণ। একাকিত্ব বিনাস করে, বিধ্বস্ত করছে। ফিরে আসার সব পথ বন্ধ যেন। কেমন এক দোটানায় কাটছে সময়।
আই ওয়াজ নাইস টু ইউ হানি, এই এক ফর্মুলাই যেন ধ্বংসের কারণ। ঘরে ফেরার তাড়া নেই; একটা ছোট্ট বার্তা আসে না এই বলে যে, বাসায় যাচ্ছো না কেনো? এসব না পাওয়াই থাক বরং।
বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে চর্চিত মিথ্যা "একাকিত্ব " সুন্দর। আমার মাথায় ঘোরে একজন, বকুলের শুভ্রতা আমায় টানে না। হেমন্তের দূত হয়ে আসা ছাতিমে প্রেম আসে না আর । নভেম্বর-ডিসেম্বরের শহরে আমার সব ঝাপসা লাগে। সর্বশেষ, আমি ঘরে ফেরার তাড়া হারিয়েছি। এবং ওখানে আমার কেউ নেই। কোনো কারণ অবশিষ্ট নেই।
চারদিক অন্ধকার হয়ে আসে, আমারে আমার ভাল্লাগে না যেন। পীড়া দেয় বড্ড। সিলিং ফ্যান ঘোরে, পলকে পলকে মনে হয় যেন বন্ধ হোক, কিছু একটা ঝুলে যাক। কেউ জানবে না, দেখবে না। সাঁঝেরবাতির ন্যায় লোক জানিয়ে নয় বরং দাবায় হেরে যাওয়া গুটির মতো অগোচরে প্রস্থান করাটাই যেন ন্যায়। এরচেয়ে গুরুতর সত্য নেই আমার কাছে। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডেও নেই "আমি আমার পৃথিবীর চাকা বন্ধ করতে চাই। " এরচেয়ে অধিকতর সত্য কিছু।
কাঠফাঁটা দুপুরেও ঘরে ফেরার তাড়া নেই যেন। বরং বি.এমের ক্যাম্পাসের পুকুর পাড়ে বসে একটু শীতল হাওয়ার অপেক্ষাই যেন জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। চারিদিকে সবাই আছে, শুধু ওই লোকটা নেই। কেনো নেই?
পিছুটান নিয়ে কী আর একাকিত্ব উদযাপন কিংবা উপভোগ করা যায়?

লেখা: Gazi Mithila Farjana

দুনিয়াতে যে যত কম সত্য জানবে সে যেন ততো সুখী।জানার কমতি যত, অধিক সুখ ততো।
17/08/2025

দুনিয়াতে যে যত কম সত্য জানবে সে যেন ততো সুখী।
জানার কমতি যত, অধিক সুখ ততো।

15/08/2025

কীভাবে ইস্তিগফার করবো?
কীভাবে ইস্তিগফার করবেন?

১. ‘আস্তাগফিরুল্লাহ।’ অর্থাৎ, ‘আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।’ প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুলুল্লাহ (সা.) এ ইস্তিগফারটি তিনবার পড়তেন। (মিশকাত)

২. ‘আস্তাগফিরুল্লাহা ওয়া তুবু ইলাইহি।’ অর্থাৎ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর কাছ থেকে ফিরে আসছি। এ ইস্তিগফার প্রতিদিন ৭০ থেকে ১০০ বার পড়ার নিয়ম। রাসুলুল্লাহ (সা.) প্রতিদিন ৭০ বারের অধিক তওবা ও ইস্তিগফার করতেন। (বুখারি)

৩. ‘রাব্বিগফিরলি, ওয়া তুব আলাইয়্যা; ইন্নাকা আংতাত তাউয়্যাবুর রাহিম।’ অর্থাৎ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। রাসুলুল্লাহ (সা.) মসজিদে বসে এক বৈঠকেই এ দোয়া একশবার পড়েছেন। (আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

হজরত উমর (রা.) ছিলেন সুশিক্ষিত সাহাবি
৪. ‘আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া তুবু ইলাইহি।’ অর্থাৎ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তওবা করে) ফিরে আসি।

দিনের যেকোনো ইবাদত-বন্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা-ইস্তিগফার করা যেতে পারে। হাদিসে আছে, এভাবে তওবা-ইস্তিগফার করলে আল্লাহ–তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)

৫. সাইয়েদুল ইস্তিগফার পড়া: ‘আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।’

অর্থাৎ, হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারেই আবদ্ধ। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ, তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ, তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।

14/08/2025

জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।

(সূরা- বাকারাহ, আয়াত- ২১৪)

18/07/2025

🙂

ইসরায়েলের একের পর এক বিমান হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক...
21/06/2025

ইসরায়েলের একের পর এক বিমান হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ইরানের কোম প্রদেশে অবস্থিত ফর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি ভূমিকম্প আঘাত হানে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভূমিকম্প ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

একজন ইরানি ব্লগারের টেলিগ্রাম চ্যানেলে ইঙ্গিত দেওয়া হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হয়তো কোনো কিছু ‘পরীক্ষা’ করছিল।

তবে এ দাবি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মিরর ইউএস।

সূত্র: AFP, Daily Express

21/06/2025

বাসায় দড়ি লাগবে।
ছাদে জামা - কাপড় শুকাতে দেওয়ার ওয়ে নাই এখন। যেহেতু বর্ষা কাল।
দড়ি লাগবে যেহেতু সেহেতু সেটা আমার কিনতে হবে। গেলাম কিনতে। ভাইইই, বহুত দিন পর আনন্দ পাইলাম।
দোকানদারের সাথে কনভারসেশন :

আমি: ভাই দড়ি আছে?
দোকানদার: আপু মনে কিসের কষ্ট আপনার? আমাকে বলেন।
লে আমি: 🥲

16/06/2025

কারা বিয়ে করো এই গরমে?

10/03/2025

চলুন ঘুমানোর আগে একটু ইস্তেগফার পাঠ করি..

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম!
সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম সুবহনাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস

হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!!

রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাছানা ওয়া ফিল আখিরাতি হাছানা ওয়া কিনা আজাবান্নার

ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু,ইয়া বাসিতু,ইয়া ওয়াদুদু,ইয়া যুল যালালি ওয়াল ইকরাম,ইয়া আরহামার রহিম।

পড়া শেষ হলে বলি আলহামদুলিল্লাহ 🌸

কালেক্টেড ফ্রম পেইজ

🥹🥹🥹🥹
22/12/2024

🥹🥹🥹🥹

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুস্বার-ং-Anuswar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share