
31/07/2025
কিউবা মিচেল এসেছেন। একজন প্রতিভাবান ফুটবলারের আগমন। কিন্তু সত্যি বলতে, ব্যক্তিগতভাবে আমি এখন আর কিউবার ওপর অত বেশি আশা করে বসে নেই।
কেন?
কারণ আমি বুঝে গেছি—একজন খেলোয়াড় আসলেই সব কিছু না। তার চারপাশের অবকাঠামো, ট্রেনিং, কোচিং, প্রতিযোগিতা—এসবই গড়ে তোলে উন্নতি। আর সেখানেই প্রশ্ন বাংলাদেশের ঘরোয়া ফুটবলকে ঘিরে।
আমরা যতই বিদেশফেরত ফুটবলার নিয়ে আবেগ দেখাই না কেন, লিগের মাঠ যদি ধানক্ষেতের মতো থাকে, ফিজিও না থাকে, কোচরা যদি পেশাদার না হয়, খেলোয়াড়দের মাসের পর মাস বেতন না দেওয়া হয়—তাহলে এক কিউবা এসে কতটুকুই বা পারবে?
আমরা এখন ব্যক্তি নয়, ব্যবস্থা বদলাতে চাই।
আমরা তারকায় নয়, টিকে থাকার মতন লিগ ব্যবস্থায় আস্থা রাখতে চাই।
বাফুফে এবং ক্লাবগুলোর কাছে আমাদের জোর দাবি—
➤ প্রতিটি ক্লাবকে বাধ্য করুন হোম গ্রাউন্ড উন্নত করতে।
➤ প্রি-সিজন থেকে ট্রেনিং ফ্যাসিলিটি ও ফিটনেস ক্যাম্প চালু করতে হবে।
➤ মানসম্মত কোচ, ট্রেনার, ফিজিও রাখাটা হোক বাধ্যতামূলক।
➤ প্রতিটি ম্যাচ লাইভ ব্রডকাস্টের আওতায় আনতে হবে।
➤ ঘরোয়া লিগের স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মানের ন্যূনতম লেভেলেও নিতে হবে।
এই দাবি কোনো বিলাসিতা নয়, এই দাবি হচ্ছে টিকে থাকার ন্যূনতম শর্ত।
আমরা আর বিদেশফেরত কারো ওপর অলৌকিক কিছু আশা করি না।
আমরা চাই—যে কোনো ফুটবলারই যেন বাংলাদেশে এসে উন্নতি করতে পারে।
আজ কিউবা এসেছে, কাল কেউ আর আসবে না—এই বাস্তবতা আমাদের ভুলিয়ে দেবে না।
আমরা জানি, কেবল একজন তারকা দিয়ে লিগ বাঁচে না।
লিগ বাঁচে মাঠে, বাঁচে ম্যাচে, বাঁচে গ্যালারিতে, বাঁচে পেশাদার ব্যবস্থাপনায়।
তাই বলছি—
কিউবা নয়, বদলাও সিস্টেম।
তোমাদের গ্ল্যামার চাই না—আমাদের ঘরোয়া ফুটবল বাঁচাও।
-✍️: অরন্য সরকার রুদ্র; ডাগআউট!
Dugout-ডাগআউট এর সাথে থাকুন।
#বিপিএল_উন্নয়ন_অবিলম্বে
#ধানক্ষেতে_নয়_স্ট্যান্ডার্ড_মাঠ_চাই
#ফুটবলকে_গম্ভীরভাবে_নাও