Don't miss Out

Don't miss Out (Recent Issue-Political Issue-Islamic Issue-Sports Issue)
Everyone follow and grow my page..!
(3)

কিউবা মিচেল এসেছেন। একজন প্রতিভাবান ফুটবলারের আগমন। কিন্তু সত্যি বলতে, ব্যক্তিগতভাবে আমি এখন আর কিউবার ওপর অত বেশি আশা ক...
31/07/2025

কিউবা মিচেল এসেছেন। একজন প্রতিভাবান ফুটবলারের আগমন। কিন্তু সত্যি বলতে, ব্যক্তিগতভাবে আমি এখন আর কিউবার ওপর অত বেশি আশা করে বসে নেই।

কেন?
কারণ আমি বুঝে গেছি—একজন খেলোয়াড় আসলেই সব কিছু না। তার চারপাশের অবকাঠামো, ট্রেনিং, কোচিং, প্রতিযোগিতা—এসবই গড়ে তোলে উন্নতি। আর সেখানেই প্রশ্ন বাংলাদেশের ঘরোয়া ফুটবলকে ঘিরে।

আমরা যতই বিদেশফেরত ফুটবলার নিয়ে আবেগ দেখাই না কেন, লিগের মাঠ যদি ধানক্ষেতের মতো থাকে, ফিজিও না থাকে, কোচরা যদি পেশাদার না হয়, খেলোয়াড়দের মাসের পর মাস বেতন না দেওয়া হয়—তাহলে এক কিউবা এসে কতটুকুই বা পারবে?

আমরা এখন ব্যক্তি নয়, ব্যবস্থা বদলাতে চাই।
আমরা তারকায় নয়, টিকে থাকার মতন লিগ ব্যবস্থায় আস্থা রাখতে চাই।

বাফুফে এবং ক্লাবগুলোর কাছে আমাদের জোর দাবি—
➤ প্রতিটি ক্লাবকে বাধ্য করুন হোম গ্রাউন্ড উন্নত করতে।
➤ প্রি-সিজন থেকে ট্রেনিং ফ্যাসিলিটি ও ফিটনেস ক্যাম্প চালু করতে হবে।
➤ মানসম্মত কোচ, ট্রেনার, ফিজিও রাখাটা হোক বাধ্যতামূলক।
➤ প্রতিটি ম্যাচ লাইভ ব্রডকাস্টের আওতায় আনতে হবে।
➤ ঘরোয়া লিগের স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মানের ন্যূনতম লেভেলেও নিতে হবে।

এই দাবি কোনো বিলাসিতা নয়, এই দাবি হচ্ছে টিকে থাকার ন্যূনতম শর্ত।
আমরা আর বিদেশফেরত কারো ওপর অলৌকিক কিছু আশা করি না।
আমরা চাই—যে কোনো ফুটবলারই যেন বাংলাদেশে এসে উন্নতি করতে পারে।

আজ কিউবা এসেছে, কাল কেউ আর আসবে না—এই বাস্তবতা আমাদের ভুলিয়ে দেবে না।
আমরা জানি, কেবল একজন তারকা দিয়ে লিগ বাঁচে না।
লিগ বাঁচে মাঠে, বাঁচে ম্যাচে, বাঁচে গ্যালারিতে, বাঁচে পেশাদার ব্যবস্থাপনায়।

তাই বলছি—
কিউবা নয়, বদলাও সিস্টেম।
তোমাদের গ্ল্যামার চাই না—আমাদের ঘরোয়া ফুটবল বাঁচাও।

-✍️: অরন্য সরকার রুদ্র; ডাগআউট!
Dugout-ডাগআউট এর সাথে থাকুন।


#বিপিএল_উন্নয়ন_অবিলম্বে
#ধানক্ষেতে_নয়_স্ট্যান্ডার্ড_মাঠ_চাই
#ফুটবলকে_গম্ভীরভাবে_নাও

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ", " হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে...
23/07/2025

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ",

" হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে",

" বাবা আর অফিস যাবার পথে সত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না", "মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"

" কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"

"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",,,,,,,,,, সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে🙂
" আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা",,,,,🙂

২১.০৭.২৫(উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা) 😭🤲😭

🚨 ব্রেকিং: কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হওয়ার জন্য চুক্তিতে পৌঁছেছেন।ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (CB...
27/04/2025

🚨 ব্রেকিং: কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হওয়ার জন্য চুক্তিতে পৌঁছেছেন।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (CBF) পক্ষ থেকে দিয়েগো ফার্নান্দেস বর্তমানে স্পেনে অবস্থান করছেন, আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্বে আনতে।

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দিয়েগো আবার আনচেলত্তির সঙ্গে বৈঠক করবেন। এখানে দুটি সম্ভাবনা রয়েছে: হয় তিনি মে মাসে দায়িত্ব নেবেন, অথবা ৩০ জুনের পর।

দুই পক্ষই আলোচনা যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করছে, তবে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে।

🗞

ব্রেকিং: কার্লো আনচেলোত্তি টু ব্রাজিল ডিল ডান। বার্ষিক ১২ মিলিয়ন ইউরো বেতন নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি বেতন প্র...
27/04/2025

ব্রেকিং:

কার্লো আনচেলোত্তি টু ব্রাজিল ডিল ডান। বার্ষিক ১২ মিলিয়ন ইউরো বেতন নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি বেতন প্রাপ্ত কোচ হতে যাচ্ছেন আনচেলোত্তি। চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। আজকে পেরেজ এর সঙ্গে বৈঠক করবেন আনচেলোত্তি। স্কাই স্পোর্টস এর রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহেই রিয়াল মাদ্রিদ ছাড়বেন আনচেলোত্তি।

The drama is over, Here we go.

🏆 𝐁𝐀𝐑𝐂𝐄𝐋𝐎𝐍𝐀 𝐖𝐈𝐍 𝐄𝐋 𝐂𝐋𝐀𝐒𝐈𝐂𝐎 𝐀𝐍𝐃 𝐆𝐄𝐓𝐒 𝐓𝐇𝐄 𝐂𝐎𝐏𝐀 𝐃𝐄𝐋 𝐑𝐄𝐘! 💙❤️
26/04/2025

🏆 𝐁𝐀𝐑𝐂𝐄𝐋𝐎𝐍𝐀 𝐖𝐈𝐍 𝐄𝐋 𝐂𝐋𝐀𝐒𝐈𝐂𝐎 𝐀𝐍𝐃 𝐆𝐄𝐓𝐒 𝐓𝐇𝐄 𝐂𝐎𝐏𝐀 𝐃𝐄𝐋 𝐑𝐄𝐘! 💙❤️

গাড়ির চাবি নেওয়া হচ্ছে, চলন্ত গাড়ীতে ঢিল চুরা হচ্ছে, তবুও ফি*লি*স্তি*নের পক্ষে সুন্নিয়তের এই জাগরণ থামিয়ে রাখতে পারবে না...
26/04/2025

গাড়ির চাবি নেওয়া হচ্ছে, চলন্ত গাড়ীতে ঢিল চুরা হচ্ছে, তবুও ফি*লি*স্তি*নের পক্ষে সুন্নিয়তের এই জাগরণ থামিয়ে রাখতে পারবে না। রাতের চিত্র দিনের অপেক্ষায়। see more........

ভারতের পাঁচ রানের বিপরীতে পাকিস্তানের ৮রান🔥খেলা জমে পুরো রসমালাই👏
25/04/2025

ভারতের পাঁচ রানের বিপরীতে পাকিস্তানের ৮রান🔥

খেলা জমে পুরো রসমালাই👏

24/04/2025
🚨অবশেষে সিন্ডিকেটের মুখে চুনকালি মেখে জাতীয় দলে ডাক পাচ্ছেন ফাহমিদুল ইসলাম..সৌদি আরবে দলের সাথে ক্যাম্পে ছিলেন। প্রস্তুত...
23/04/2025

🚨অবশেষে সিন্ডিকেটের মুখে চুনকালি মেখে জাতীয় দলে ডাক পাচ্ছেন ফাহমিদুল ইসলাম..

সৌদি আরবে দলের সাথে ক্যাম্পে ছিলেন। প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিকও করেছিলেন। এরপর এক অদৃশ্য কারনে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাদ ফাহমেদুল। ব্যাখ্যা ছিলো বয়স হয়নি.!

এরপর আন্দোলন, তাতেও লাভ হয়নি। কিন্তু আগামী জুনে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন এই লেফট উইঙ্গার।

হামজা চৌধুরী, সুমিত সোম, কিউবা মিচেল, ফাহমেদুল ইসলাম। কম্বিনেশনটা কেমন.??

বাংলাদেশ পুলিশের নতুন লোগো। লোগো থেকে বাদ গেলো নৌকা।
22/04/2025

বাংলাদেশ পুলিশের নতুন লোগো। লোগো থেকে বাদ গেলো নৌকা।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Don't miss Out posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share