Mr Sajib

Mr Sajib “মানুষের জীবন, প্রকৃতি ও ইতিহাসের গল্পের সন্ধানে। আমি সজীব ডকুমেন্টারি ভিডিও তৈরি করে থাকি❤️

United Nations United Nations Human RightsWill the UN just watch while Israel continues its massacre?Every day in Palest...
18/03/2025

United Nations United Nations Human Rights

Will the UN just watch while Israel continues its massacre?

Every day in Palestine, children are killed, innocent people are being murdered by Israeli attacks! Despite the declaration of a ceasefire, why does the bombing still not stop? Why is the whole world silent?

Israel continues its genocide day after day, and the UN remains a mere bystander! If the UN cannot stop this war, then what is its purpose? Is it only here to protect the interests of powerful countries?

We don’t want a UN that remains silent in the name of justice! If it can’t do anything, then it should shut down and enjoy itself!

Stand for humanity! Raise your voice against Israel’s massacre!

09/03/2025

শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যে পদক্ষেপগুলো কাজে আসতে পারে তা হলো।

নারী ও শিশু নির্যাতন, বিশেষত ধর্ষণ, আমাদের সমাজে একটি গুরুতর সমস্যা। এই অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এজন্য কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে, যেগুলি বাস্তবায়িত হলে সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

প্রথমত, নারী ও শিশু নির্যাতনের বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হওয়া উচিত। দ্রুত বিচার প্রক্রিয়া নারীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘকাল ধরে বিচারাধীন মামলাগুলো দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করে অপরাধীদের শাস্তির হাত থেকে বাঁচার সুযোগ দেয়, যা সমাজের নৈতিকতার জন্য ক্ষতিকর। এক মাসের মধ্যে দ্রুত বিচার, ধর্ষণকারীকে সঠিক প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে এই অপরাধকে প্রতিরোধ করা সম্ভব হবে।

দ্বিতীয়ত, ধর্ষণকারীকে সঠিক প্রমাণের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া একটি কার্যকরী পদক্ষেপ হতে পারে। এর মাধ্যমে অপরাধীরা বুঝতে পারবে যে, ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ এবং এর ফল অত্যন্ত কঠোর। মৃত্যুদণ্ডের মতো শাস্তি নিশ্চিত করবে যে, অপরাধীরা তাদের কর্মকাণ্ডের ফলাফল সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং এটি তাদেরকে এমন অপরাধ করতে বাঁধা দেবে।

তৃতীয়ত, সচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে এ বিষয়ে সচেতনামূলক ক্যাম্পিং চালিয়ে যেতে হবে। গ্রামের জনসাধারণের মধ্যে এই বার্তা পৌঁছাতে হবে, যাতে তারা জানে, কী ধরনের অপরাধ করলে কী শাস্তি হতে পারে। সচেতনতা তৈরির মাধ্যমে, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। এই ক্যাম্পেইনগুলোতে বিশেষভাবে বৃদ্ধ মানুষদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে, কেননা বর্তমানে অনেক সময় এমন মানুষও এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছেন।

এই পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে, নারীদের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা অনেকটাই বৃদ্ধি পাবে।

07/02/2025

১৪ই ফেব্রুয়ারীতে বয়ফ্রেন্ড হিসাবে আমাকে ভাড়া নিতে পারেন ফ্রি আছি ☺️ বুকিং দেওয়ার লাস্ট সময় ১৩ ই ফেব্রুয়ারী

05/02/2025

এই দেশের উপরে আমার আর কোন আস্থা নাই৷ ৯ টায় শুরু হওয়ার কথা, ৮ টায় শুরু হয়ে গেছে৷

04/02/2025

সকালে ঘুম থেকে উঠার পরে একটা মেয়ে ফোন করে বলতেছে স্যার আপনি কি বিয়ের জন্য পাত্রী খুজতেছেন 🙂

টেসলার পাইলটদের দখলে সম্পূর্ণ রাস্তা 🫡।লোকেশন: মিরপুর ১০ গোলচত্বর।
01/02/2025

টেসলার পাইলটদের দখলে সম্পূর্ণ রাস্তা 🫡।
লোকেশন: মিরপুর ১০ গোলচত্বর।

31/01/2025

বানিজ্য মেলায় নাকি গুলিস্তানের মত ডিসকাউন্ট চলতেছে এই ডিসকাউন্টে কেউ কিছু কিনে দিলেও পারতেন

30/01/2025

চাচা হেনা কোথায়?🤣

সড়ক পথে রেলের ছোঁয়া 🥹
29/01/2025

সড়ক পথে রেলের ছোঁয়া 🥹

06/01/2025

পরিস্কার সূত্র থেকে পাওয়া তথ্য- গতকাল টক শো করা ডালিম, আসল ডালিম নয়!

আসল ডালিমের ছবি কমেন্ট বক্সে আছে, আপনারা
মিলিয়ে দেখতে পারেন! এটাই বাস্তব

Memorable moments❤️
04/01/2025

Memorable moments❤️

30/12/2024

আমার ফিটনেস প্ল্যান: প্রথমে জিমে যাওয়া, তারপর জিমের সামনে সেলফি তোলা, তারপর বাসায় ফিরে আসা।

Address

C & B Road Barishal
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Mr Sajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr Sajib:

Share

Category