মিঃ লিজে'ন্ট

মিঃ লিজে'ন্ট বিনোদন জগতের নতুন নতুন নিউজ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে ফলো করে রাখুন। ধন্যবাদ
(1)

01/06/2025

কিছু মানুষ থাকে যারা যেন মেডিসিন নয়, পুরো একটা জীবন বাঁচানোর মতো অনুভূতি!

আমাদের জীবনের প্রতিটি দিন সমান যায় না। কখনো ক্লান্তি, কখনো মানসিক চাপ, কখনো শরীরের অসুস্থতা—সব মিলে যেন জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে যায়। চারপাশে মানুষ থাকে, শব্দ থাকে, আলো থাকে, কিন্তু তবুও মনে হয় সবকিছু নিস্তব্ধ। ঠিক এমন সময়েই কিছু মানুষ আসে আমাদের জীবনে, যারা কোনো ডাক্তার নয়, কোনো ওষুধ নয়—তবুও যেন একধরনের জাদু ছুঁয়ে দিয়ে যায়।

31/05/2025

রাত ১২ টার পরের সময়টা খুব অদ্ভুত!
কেউ অপেক্ষায় থাকে, কেউ বেলকনিতে বসে একাকিত্ব উপভোগ করছে, কেউ বালিশে মুখ লুকিয়ে কাঁদছে, কেউবা ফোন স্ক্রিনে তাকিয়ে চোখের পানি ফেলছে!🙂

31/05/2025

কেউ আপনাকে না বুঝলে অসুবিধা নাই। কিন্তু কেউ আপনাকে ভুল বুঝলে সেখান থেকে চলে আইসেন।

31/05/2025

" অবহেলার চেয়ে একাকীত্ব অনেক সুন্দর "।

জীবনে মানুষের প্রয়োজন আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু এমন কোনো সম্পর্কে নিজেকে জড়িয়ে রাখা উচিত নয় যেখানে আপনি গুরুত্বহীন, অবহেলিত।

আপনার উপস্থিতি যদি কারো কাছে মূল্যহীন হয়, তাহলে নিজেকে প্রমান করার জন্য বার,বার আগ্রহ দেখানো শুধু নিজেকেই ছোট করে তোলে। গুরুত্ব না পেলে সেখানে যত্ন বাড়াবেন না---- কারণ ভালোবাসা কখনো একপাক্ষিক হতে পারে না।

আপনার একাকীত্ব তখনই সুন্দর, যখন সেটা সম্মানের সাথে জড়িত......

31/05/2025

আমাদের সবার আশেপাশে এমন কিছু so called আপনজন আছে, যারা নিজ প্রয়োজনে আপনগীরি দেখায় আর প্রয়োজন ফুরাইলে নূন্যতম curtasy টুকু ও বজায় রাখে না।

31/05/2025

জানি না মাঝে মধ্যে হঠাৎ করে কেন মনটা ভেঙে যায়। 😥

31/05/2025

ভালোবাসার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে।

আপনি ভালোবাইসা অধিকার চাইবেন। কেয়ার চাইবেন। মায়া চাইবেন। মানুষটা অন্যকারো সাথে আপনার মতো করে মিশলে বিরক্ত হবেন। মন খারাপ করবেন। জেলাস ফীল করবেন।

এসব করা যাবে না। যদি করেন, তবে আপনি টক্সিক মানুষ। আপনি তাকে সন্দেহ করেন।

এ যুগে এত চাওয়া পাওয়া থাকতে নেই। সে তার মতো থাকবে। আপনি আপনার মতো থাকবেন। মাঝেমধ্যে মনে পড়লে মেসেজ দিবেন - ইয়ো! কি অবস্থা? হঠাৎ মনে পড়লো।

এর বেশি কিছু না।
এক্সপেক্টেশন্স কমান।

মনে রাখবেন। প্রেম করে এটা পাইলাম না। ঐটা পাইলাম না। এসব হিসাব করা যাবে না। প্রেমে অংশগ্রহণ করাটাই বড় বিষয়।

সো, চীল ব্রো।

31/05/2025

ঠকেছেন! ঠকাবেন না, সৃষ্টিকর্তার উপর সবকিছু ছেড়ে দেন, তিনি কারো একার না!

31/05/2025

মানুষ প্রায়ই বলে, "ভাগ্যে ছিল না বলেই পাইনি।"
কিন্তু আসলে, সবকিছুর মূলে রয়েছে নিয়ত, বিশ্বাস আর প্রার্থনা। ভাগ্য এমন কিছু নয় যা একবার লেখা হয়ে গেলে আর বদলানো যায় না। যদি তুমি সঠিকভাবে, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে কিছু চাও, তবে সেই দোয়ার শক্তি এতটাই গভীর যে তা আসমান কাঁপিয়ে দিতে পারে।
আল্লাহ দাতা, তিনি কখনও কারও দোয়া শুনে অবহেলা করেন না।
হয় তিনি সঙ্গে সঙ্গে দেন, নয়তো অপেক্ষায় রাখেন, বা তার চেয়েও ভালো কিছু দেন, কিংবা বিপদ সরিয়ে দেন। তুমি যখন কারও কাছে না পেয়ে হতাশ হয়ে পড়ো, তখন মনে রেখো-তোমার সব চাওয়া যার হাতে, তাঁর কাছে তুমি কখনোই 'না-পাওয়ার' তালিকায় থাকো না।
তাই কখনোই আশা হারিয়ো না।
তুমি যা চাও, তা আল্লাহর কাছে চাইতে থাকো, হৃদয় উজাড় করে। কারণ-
Dua can change our Taqdeer

31/05/2025

একজন গ্র্যাজুয়েট নারী কখনো বাড়ির বউ হইতে পারে না; বউ হবে এইট পাশ জরিনা🙂

31/05/2025

আজ থেকে ঠিক দুই বছর পর তোমার পরিস্থিতি আরো ভালো হবে মিলিয়ে নিও।

31/05/2025

আমার উপর রাগ করে লাভ নেই, আমি রাগ ভাঙাতে পারিনা, উল্টো নিজে রেগে যাই🙂

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when মিঃ লিজে'ন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিঃ লিজে'ন্ট:

Share