01/06/2025
কিছু মানুষ থাকে যারা যেন মেডিসিন নয়, পুরো একটা জীবন বাঁচানোর মতো অনুভূতি!
আমাদের জীবনের প্রতিটি দিন সমান যায় না। কখনো ক্লান্তি, কখনো মানসিক চাপ, কখনো শরীরের অসুস্থতা—সব মিলে যেন জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে যায়। চারপাশে মানুষ থাকে, শব্দ থাকে, আলো থাকে, কিন্তু তবুও মনে হয় সবকিছু নিস্তব্ধ। ঠিক এমন সময়েই কিছু মানুষ আসে আমাদের জীবনে, যারা কোনো ডাক্তার নয়, কোনো ওষুধ নয়—তবুও যেন একধরনের জাদু ছুঁয়ে দিয়ে যায়।