19/09/2025
পিছিয়ে পরা বরিশাল কে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ছিল শওকত হোসেন হিরনের- মাত্র ৫ বছর মেয়াদে বরিশাল কে এতটা পরিছন্ন আর সুন্দর ভাবে সাজিয়েছিলেন যা বরিশালবাসী আজ ও মনে করে- তিনি মারা গেছেন প্রায় ১ যুগ হয়ে গেল।
শওকত হোসেন হিরন মারা যাওয়ার পর থমকে যাওয়া বরিশাল নিয়ে আবারো স্বপ্ন দেখিয়েছিলেন সাবেক জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামান- বরিশালবাসী কে শিখিয়ে গিয়েছিলেন সিটিজেন জার্নালিজম কিভাবে করতে হয়। কিভাবে ফেসবুক ব্যবহার করে নগরীর সমস্যা সমাধান করা যায়- কিভাবে সম্ভাবনার বরিশাল নিয়ে একত্রে কাজ করা যায়। গাজী সাইফুজ্জামান বদলী হয়ে বরিশাল ছেড়ে যাওয়ার সময় বরিশালবাসীর আর্তনাদ আজ ও মনে পরে।।
এর পর দীর্ঘদিন বরিশালে কোন আলোচিত ব্যক্তির দেখা মেলেনি।
সব শেষ বরিশাল বিভাগের দায়িত্ব পান বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, পদাধিকার বলে তিনি সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক।
শওকত হোসেন হিরনের রেখে যাওয়া সেই বরিশাল আজ পুনরায় স্বপ্ন দেখছে, রায়হান কাওসার উচ্ছেদ করছেন, রক্ত চক্ষু উপেক্ষা করে প্রভাবশালীদের দখলে থাকা জমি উদ্ধার করছেন।
বরিশালের মরে যাওয়া খাল গুলোতে তিনি পুনরায় প্রবাহের ব্যবস্থা করেছেন- অবৈধ স্থাপনা ভেংগে গুড়িয়ে দিচ্ছেন।
নগরীর বিনোদন কেন্দ্র গুলোতে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা অবৈধ দোকান অপসারণ করছেন।
ওয়ার্ডে ওয়ার্ডে ড্রেন তৈরি করছেন, অলি-গলির ভাঙ্গা সড়ক গুলো মেরামতের উদ্যোগ নিয়েছেন।
তবে পুরোপুরি জনবিচ্ছিন্ন ভাবে তার কাজগুলো করছেন তিনি। কাউকে তোয়াক্কাই করছেন না। একলা চলো নীতিতেই আরো একবার থমকে যাওয়া বরিশাল কে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
তবে তিনিও হয়তো বেশিদিন বরিশালে থাকবেন না। আগামী নির্বাচন কে কেন্দ্র করে বদলী হয়ে গেলে আরো একবার থমকে যাবে বরিশাল।
থমকে যাবে পিছিয়ে পরা বরিশালের এগিয়ে যাওয়ার স্বপ্ন।
©