
28/07/2025
"ভালোবাসা মানে কেবল ‘ভালোবাসি’ বলা না...
ভালোবাসা মানে—তার পাশে বসে নিরবে হাত ধরে রাখা, তার ক্লান্ত মুখে একটু হাসি এনে দেওয়া।
এই গল্পটা এক নিঃস্বার্থ স্ত্রীর... যার পৃথিবী তার স্বামীকে নিয়েই গড়া।
🕊️ গল্প:
নায়লার বিয়ে হয়েছে পাঁচ বছর।
স্বামী রিফাত একজন সাধারণ চাকরিজীবী। না আছে বিলাসিতা, না আছে দামি গিফট... কিন্তু নায়লা জানে—এই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়।
রোজ রাতে রিফাত যখন ক্লান্ত হয়ে ঘরে ফেরে, নায়লা চুপিচুপি তার জুতা খুলে দেয়।
চা-টা হাতে দেয়, জিজ্ঞেস করে,
“খুব ক্লান্ত লাগছে, তাই না? তুমি একটু রেস্ট নাও, আমি গরম পানি দিয়ে পা টিপে দিই?”
রিফাত অবাক হয়ে বলে,
“তুমিও তো সারাদিন কাজ করো, তুমি ক্লান্ত হও না?”
নায়লা হেসে বলে,
“তোমার কাঁধেই তো আমার ঘর... তোমার আরামেই আমার শান্তি।”
---
তাদের মাঝে তেমন ঝগড়া হয় না।
তবে একদিন, অফিসের চাপ আর সংসারের টানাপেড়েনে রিফাত একটু রূঢ় হয়ে পড়ে।
নায়লার চোখে পানি আসে, কিন্তু সে কিছু বলে না।
সারারাত চুপচাপ কাটিয়ে, ভোরবেলায় সে শুধু একটা চিরকুট রেখে দেয় রিফাতের ফোনের পাশে:
> "তোমার রাগ আমি নিতে পারি,
কিন্তু তোমার নীরবতা খুব কষ্ট দেয়।
তুমি যদি জানো, আমার কাছে তুমি কতটা দরকারি,
তাহলে হয়তো আমায় এভাবে কষ্ট দিতে না..."
রিফাত অফিসে গিয়ে চিরকুট পড়ে—চোখ ভিজে যায়।
সন্ধ্যায় ফিরে এসে, নায়লার সামনে হাঁটু গেড়ে বসে বলে:
“তুমি শুধু আমার স্ত্রী না, তুমি আমার সব কিছু। আমি কথা দিচ্ছি—তোমার চোখে আর কোনোদিন অশ্রু আসতে দেবো না।”
---
শেষ অংশ
"ভালোবাসা মানে পারফেক্ট হওয়া না...
ভালোবাসা মানে—অসম্পূর্ণতার মাঝেও একে অপরকে পূর্ণ করে তোলা।
নায়লার মতো হাজারো স্ত্রী আছেন, যারা কোনো শোরগোল ছাড়াই নিঃস্বার্থভাবে ভালোবাসেন।
কারণ তাদের কাছে স্বামী মানেই—ঘর, আশ্রয় আর ভালোবাসার নাম..."