BD Milon 91

BD Milon 91 মন খুলে হাসুন আমার সাথে, প্রাণ খুলে বাঁচুন?

29/08/2025

বউ আর বাংলাদেশের রাজনীতি সমান। কোনটারই ব্যালেন্স নাই 😜

20/08/2025

“বন্ধুরা, একটা প্রশ্ন করি—
যখন বাংলাদেশে সিনেমার কিং শাকিব খান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে একটা পোস্ট দিলেন… তখন কার পেটে আগুন ধরলো জানেন?

হ্যাঁ, সেই নামধারী সাংবাদিক— ইলিয়াস হোসেন!
যিনি দেশের শহীদদের নিয়ে না লিখে, বরং শাকিব খানকে নিয়ে কটুক্তি করতে বেশি ব্যস্ত।

😂 ভাবুন তো!
বঙ্গবন্ধুকে নিয়ে সম্মান দেখালে তাতে কার ক্ষতি হলো?
না দেশের, না জাতির, না মানুষের।
কিন্তু ইলিয়াস ভাইয়ের ক্ষতি হলো… তার ভেতরের রাজাকারী মানসিকতার!

🔥 আসল সত্যি হলো—
যারা বঙ্গবন্ধুর নাম শুনলে কষ্ট পায়, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা মানসিকভাবেও মানতে পারে না।
শাকিব খানকে ছোট করার নামে বঙ্গবন্ধুর প্রতি অসম্মান করা, এর চেয়ে বড় নোংরামি আর কী হতে পারে বলুন?

😏 তাহলে ব্যাপারটা পরিষ্কার—
👉 শাকিব খান জাতির পিতাকে সম্মান করেছে
👉 আর ইলিয়াস হোসেন সেই সম্মানের বিরুদ্ধাচরণ করেছে

অতএব প্রশ্ন হলো—
দেশের তরুণরা কাকে অনুসরণ করবে?
একজন নায়ককে, যিনি শহীদের প্রতি শ্রদ্ধাশীল?
না একজন কথিত সাংবাদিককে, যিনি মুক্তিযুদ্ধের চেতনাকেই নিয়ে খেলা করে?

বন্ধুরা, বেছে নিন—
আমাদের পাশে থাকবে বঙ্গবন্ধুর স্বপ্ন, শাকিব খানের সম্মান…
নাকি ইলিয়াস হোসেনের মতো রাজাকারি আগুন?”

“জয় বাংলা ✊, জয় বঙ্গবন্ধু 🇧🇩”

13/08/2025

মাসের শুরুতে আমি: "এইবার টাকা জমাবো!" 💪
মাসের মাঝখানে: "হুম… একটু খরচ করলাম!" 😌
মাসের শেষে: "ভাই, ১০ টাকা ধার দিবা?" 🤝

09/08/2025

বউকে অল্প কিছুতে খুশি করার উপায় 😜

"ভালোবাসা মানে কেবল ‘ভালোবাসি’ বলা না...ভালোবাসা মানে—তার পাশে বসে নিরবে হাত ধরে রাখা, তার ক্লান্ত মুখে একটু হাসি এনে দে...
28/07/2025

"ভালোবাসা মানে কেবল ‘ভালোবাসি’ বলা না...
ভালোবাসা মানে—তার পাশে বসে নিরবে হাত ধরে রাখা, তার ক্লান্ত মুখে একটু হাসি এনে দেওয়া।
এই গল্পটা এক নিঃস্বার্থ স্ত্রীর... যার পৃথিবী তার স্বামীকে নিয়েই গড়া।

🕊️ গল্প:

নায়লার বিয়ে হয়েছে পাঁচ বছর।
স্বামী রিফাত একজন সাধারণ চাকরিজীবী। না আছে বিলাসিতা, না আছে দামি গিফট... কিন্তু নায়লা জানে—এই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়।

রোজ রাতে রিফাত যখন ক্লান্ত হয়ে ঘরে ফেরে, নায়লা চুপিচুপি তার জুতা খুলে দেয়।
চা-টা হাতে দেয়, জিজ্ঞেস করে,
“খুব ক্লান্ত লাগছে, তাই না? তুমি একটু রেস্ট নাও, আমি গরম পানি দিয়ে পা টিপে দিই?”

রিফাত অবাক হয়ে বলে,
“তুমিও তো সারাদিন কাজ করো, তুমি ক্লান্ত হও না?”

নায়লা হেসে বলে,
“তোমার কাঁধেই তো আমার ঘর... তোমার আরামেই আমার শান্তি।”

---

তাদের মাঝে তেমন ঝগড়া হয় না।
তবে একদিন, অফিসের চাপ আর সংসারের টানাপেড়েনে রিফাত একটু রূঢ় হয়ে পড়ে।
নায়লার চোখে পানি আসে, কিন্তু সে কিছু বলে না।

সারারাত চুপচাপ কাটিয়ে, ভোরবেলায় সে শুধু একটা চিরকুট রেখে দেয় রিফাতের ফোনের পাশে:

> "তোমার রাগ আমি নিতে পারি,
কিন্তু তোমার নীরবতা খুব কষ্ট দেয়।
তুমি যদি জানো, আমার কাছে তুমি কতটা দরকারি,
তাহলে হয়তো আমায় এভাবে কষ্ট দিতে না..."

রিফাত অফিসে গিয়ে চিরকুট পড়ে—চোখ ভিজে যায়।
সন্ধ্যায় ফিরে এসে, নায়লার সামনে হাঁটু গেড়ে বসে বলে:

“তুমি শুধু আমার স্ত্রী না, তুমি আমার সব কিছু। আমি কথা দিচ্ছি—তোমার চোখে আর কোনোদিন অশ্রু আসতে দেবো না।”

---

শেষ অংশ
"ভালোবাসা মানে পারফেক্ট হওয়া না...
ভালোবাসা মানে—অসম্পূর্ণতার মাঝেও একে অপরকে পূর্ণ করে তোলা।
নায়লার মতো হাজারো স্ত্রী আছেন, যারা কোনো শোরগোল ছাড়াই নিঃস্বার্থভাবে ভালোবাসেন।
কারণ তাদের কাছে স্বামী মানেই—ঘর, আশ্রয় আর ভালোবাসার নাম..."

তোমার শহরেও বৃষ্টি নেমেছে প্রিয়, একলা পথে চলতে গিয়েমেঘের সাথে খেলতে গিয়ে,চাতকিনীর তৃষ্ণা ভুলেশ্রাবণধারার পরশটুকো নিও।মন ...
05/07/2025

তোমার শহরেও বৃষ্টি নেমেছে প্রিয়,
একলা পথে চলতে গিয়ে
মেঘের সাথে খেলতে গিয়ে,
চাতকিনীর তৃষ্ণা ভুলে
শ্রাবণধারার পরশটুকো নিও।

মন আকাশের মেঘ গুলোর
তোমার শহরেও আনাগোনা
ছোট্ট ঘরের ব্যালকনিতে
দিন গগণে স্বপ্ন বোনা।
একলা ঘরে বসত তোমার,
আমি থাকি মনপুরীতে।
তোমার আমার মিলন হবে,
সন্ধে তারার ঝলকানিতে।
িলন
To Rima Majumder

বাবা ছেলের এক অপূর্ব মেলবন্ধন ❤️❤️
21/06/2025

বাবা ছেলের এক অপূর্ব মেলবন্ধন ❤️❤️

14/06/2025

নদীর মতোই জীবন বয়ে চলে, থামে না কখনো,
কখনো শান্ত, কখনো রুদ্র ঢেউয়ে ভরে মনভূমি।
পাড় ভাঙে, পাড় গড়ে — তবুও বহমান তার স্রোত,
জীবন মানেই চলা, থেমে গেলে হারায় অস্তিত্ব।

দাদা-নাতীর দশ দিন পরে বিচ্ছেদের পালা। 🥲🥲
14/06/2025

দাদা-নাতীর দশ দিন পরে বিচ্ছেদের পালা। 🥲🥲

সে খুব ভাবছে কি নিয়ে ইঞ্জিনিয়ারিং করবে 😁😁
13/06/2025

সে খুব ভাবছে কি নিয়ে ইঞ্জিনিয়ারিং করবে 😁😁

"রঙে রাঙানো পথ চলা"জীবনের পথে চলতে গিয়ে, পাশে একজন সঙ্গী থাকাই সবচেয়ে বড় আশীর্বাদ। সুখ-দুঃখ, হাসি-কান্না, সবকিছুতেই য...
14/03/2025

"রঙে রাঙানো পথ চলা"

জীবনের পথে চলতে গিয়ে, পাশে একজন সঙ্গী থাকাই সবচেয়ে বড় আশীর্বাদ। সুখ-দুঃখ, হাসি-কান্না, সবকিছুতেই যখন দু'জন একসাথে থাকে, তখন জীবনের পথ চলা হয় আরও রঙিন।

এই হোলির রঙের উৎসবে, আমাদের ভালোবাসার বন্ধন আরও গাঢ় হোক। যেমন নানা রঙে ভরে ওঠে প্রকৃতি, তেমনই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ভরে উঠুক ভালোবাসা আর আনন্দের রঙে।

শুভ হোলি!
আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন, একসাথে থাকুন!

বাপ বেটার মধুর স্মৃতি
07/03/2025

বাপ বেটার মধুর স্মৃতি

Address

Jhalokathi
Barishal
8430

Alerts

Be the first to know and let us send you an email when BD Milon 91 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Milon 91:

Share

Category